Facebook Posts - November 2017

1-Nov-2017 2:36 am


RPN ক্যলকুলেটর। ইঞ্জিনিয়ারিং হিসাবে জন্য নরমাল ক্যলকুলেটের থেকে এটাতে বরং সুবিধা হয়। আমি সব সময় এই ক্যলকুলেটর ব্যবহার করি।

এখানে 1 + 2 = 3 বের করতে হলে টাইপ করতে হবে "1 enter 2 +"

অর্থাৎ সংখ্যাগুলো আগে স্টেকে ঢুকাতে হবে একটার পর একটা। এর পর অপারেটর [মানে যোগ ভাগ] চাপ দিলে স্টেকের সবচেয়ে নিচের দুটো সংখ্যার উপর অপারেটর কাজ করবে।

স্টেক মেনিপুলেশনের জন্য আছে drop আর swap, দুটো বাটন। এতেই হয়ে যায়।

একটা RPN ক্যলকুলেটর OSX এ বিল্ট ইন আছে। Android এ নেই, তবে app ডাউনলোড করা যায়। ভালোগুলো পেইড। ফ্রিগুলো যেরকম চাই সেরকম না।

তাই নিজে বানালাম। অপ্রয়োজনীয় সব বাটন বাদ দিয়ে শুধূ দরকারিগুলো রেখেছি।

এই পেইজ থেকে ল্যপটপ বা মোবাইলে চালানো যাবে।
লিংক:
http://habibur.com/rpn/

http://habibur.com/rpn/

    Comments:
  • Running on my mobile.

1-Nov-2017 2:36 am

1-Nov-2017 2:23 pm


similarweb প্রদত্ত গত মাসে এই দেশের ইসলামিক রিসোর্স সাইটগুলোতে ভিজিটের সংখ্যা।

habibur.com - 680,000 visits/month
quraneralo.com - 200,000
hadithbd.com - 170,000
ourislam.com -120,000
ahlehaqmedia.com - 115,000

মাসে ১ লক্ষের নিচে ভিজিটের সাইটগুলো দেই নি।

    Comments:
  • একটা নতুন সাইট ওয়েবে আসার পর প্রথম ৬ মাস ভিজিটর এর থেকে বেশি হয় না মাশুকুর রহমান। আহলেহকমিডিয়ার প্রথম কয়েক বছর ভিজিটর ছিলো ৫ হাজারের কোটায়। কিছূ সময় দিন বাড়তে থাকবে ইনশাল্লাহ।

1-Nov-2017 2:23 pm

1-Nov-2017 11:04 pm


বাংলা পত্রিকাগুলোর কারেন্ট টপ নিউজ এক নজরে পড়তে চাইলে এইখানে পাবেন।

৩০ মিনিট পর পর রিফ্রেশ হয়।
আরো পাচটা পত্রিকা যোগ করে মোট ১০টা করার ইচ্ছা আছে।

সাইটের ফ্রন্ট পেইজেও এই লিংকগুলো দেয়া আছে। তবে ফ্রন্ট পেইজ লোডেড হয়ে যাচ্ছে। এটা আবার split করতে হবে মনে হয়। এর পর language ধরে।

https://habibur.com/news/

https://habibur.com/news/

1-Nov-2017 11:04 pm

2-Nov-2017 7:41 am


গত বছরের পোষ্ট। এখনো যদি দেখি বেশি ফোকাসে চলে আসছি তবে আবর্জনা পোষ্ট দেই। কাজ হয় :-)

Being serious, ফেইসবুকে সেইফ থাকার ভালো পদ্ধতি হলো এগ্রাসিভদের মার্সিলেসলি ব্লক করা। ৯০% ঝামেলা চলে যায়।

ভুল পদ্ধতি হলো তাদের সাথে তর্কে লিপ্ত হওয়া।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

2-Nov-2017 7:41 am

2-Nov-2017 2:50 pm


মূলধারা?

  • কওমি মাদ্রাসাগুলোর ডি ফেক্টো লিডার কে?
  • হাটাহাজারি।
  • যদি হাটহাজারির নেতৃত্বে বিচ্যুতি আসে?
  • ফিতনা। পুরান ফরমুলা।


    ইদানিং ঘটনার কোনো ইনসাইডার্স কমেন্ট আগে চোখে পড়ে। দুই-তিন দিন পরে মূল ঘটনা খবরে আসে।

    আজকের খবর : আল হাইআতুল উলইয়া আর বেফাক বিভক্ত হচ্ছে।
    বেসিক্যলি, হাটহাজারি আর পটিয়া মাদ্রাসা আলাদা হচ্ছে। যতটুকু বুঝি।


    মূলধারা কোথায়? আর "watching..." কোথায়?
    বরং, সামনে চোখ বন্ধ করে থাকার সময়।

    2-Nov-2017 2:50 pm

  • 3-Nov-2017 3:47 pm



    চাকরিজিবি মেয়ে বিয়ে করতে পারেন। কিন্তু এর পর রান্না বান্না, কাপড় ধোয়া সব কাজ আপনাকে করতে হবে। বৌ চাকরি করে, আপনিও করেন। তাহলে ঘরের কাজ সে একা করবে কেন?

    বিদেশে এই ভাবে চলে। এই দেশেও এটা আরম্ভ হয়েছে।


    "আমরা কাজের লোক রাখবো।"

    ঢাকা শহরে কাজের লোক পাওয়া মুশকিল। গেলেও ১০-১২ হাজার টাকা মাসে। ১০% দিনে সে ছুটি নিবে। তখন আপনাকে করতে হবে।

    "হোটেল থেকে কিনে খাবো।"

    ওয়েল। এটাই হচ্ছে দেশে। এবং রেস্টুরেন্টের চাহিদা বাড়ছে।


    আপনি যদি কম্পানির মালিক হন। তবে কোনো মেয়েকে চাকরি দেবার আগে মনে রাখতে হবে, সে চাইলেই মাতৃত্বকালীন ছুটি নিতে পারে এক সপ্তাহের নোটিশে। তখন ছয় মাস ছুটি তাকে দিতে হবে। ছুটির সময়ে বেতন দিয়ে। প্লাস তার জায়গায় আরেকজন রাখতে হবে। তাকেও বেতন দিয়ে।

    এখানে ফাকিবাজি বা পলিটিক্স করতে পারবেন না। শ্রমিকরা আন্দোলন করবে। আপুর পক্ষে সবাই এগিয়ে আসবে জান দিতে। অন্য ছেলের জন্যও যারা এগিয়ে আসতো না। :-)

    "তাতে আপনার সমস্যা কি?"

    সমস্যা নেই। Cost factor টা হিসাবে রাখতে হবে। ওভার অল একজন পুরুষ এবং মহিলাকে সমান বেতনে রাখলেও মহিলার পেছনে কম্পানির খরচ শেষ পর্যন্ত ২০% বেশি হবে। এই সব বিভিন্ন কারনে।

    উল্লেখ্য পিতৃত্বকালিন ছুটি বলে কিছু নেই। :-)


    "মহিলাদের কি তবে ঘরে থাকতে বাধ্য করতে চান? বাইরে কাজ করতে পারবে না?"

    Logic goes both way. পুরুষদের কি ঘরের বাইরে কাজ করতে বাধ্য করতে চান? তারা ঘরে বসে থাকতে পারবে না?

    "থাকতে পারবে। নিষেধ করলো কে? তবে তাদেরও ঘরের কাজ করতে হবে।"

    এতক্ষন সেটাই বললাম :-)


    বাংলাদেশে ও বিশ্বে এখন মেয়েরা ছেলেদের থেকে বেশি এডুকেটেড। তাই মেয়েদের বিয়ে দেবার সময় তার থেকে কম শিক্ষিত ছেলে পাবেন। Pure math. ভাঙ্গার উপায় নেই।

    যেমন, মেডিক্যল কলেজে যদি ৭০% মেয়ে থাকে। তবে পাশ করার পর সব মেয়ে ডাক্তার স্বামি পাবে না। শুধু ১০ জনে ৪ জন মেয়ে ডাক্তার বিয়ে করতে পারবে। বাকিদের অন্য পেশার ছেলে খুজতে হবে।


    আমাদের বাপ-দাদাদের যুগ পর্যন্ত নিযম ছিলো মেয়ের বিয়ে দিতে হবে তার থেকে এক ক্লাস উপরের ছেলের সাথে। Apparently things are changing.

    Glory to women empowerment. :-)


    "আচ্ছা, শেষ যুগে এরকম হবে এটা কি কোথাও বলা আছে?"
    উত্তর : জানা নেই। :-)

    3-Nov-2017 3:47 pm

    3-Nov-2017 6:29 pm


    Launching: news.habibur.com

    আপনার সব নিউজ ফিড এক জায়গায়।
    প্রতি সাইট থেকে একটা খবর। উপরের সবচেয়ে বড় খবরটা শুধু।

    Pros (+)
    মোবাইল ফ্রেন্ডলি।
    Fast loading lightweight page.
    সহজ URL : news.habibur.com
    ১০-১৫ টা সাইটে আর ঘুরতে হবে না।
    এড নেই।
    বাজে জাভাস্কিপ্ট নেই।
    হাবি-জাবি লিংক নেই।
    জোর পূর্বক কিছু প্রমোট নেই।

    http://news.habibur.com/

    http://news.habibur.com/

      Comments:
    • Screen shot.

      - টাইলস মানে কি? হরিজেন্টাল লে আউট, বক্সড কন্টেট এরকম কিছু? এখন বক্সডই তো আছে, মনে হচ্ছে।

    • ল্যপটপে।

    3-Nov-2017 6:29 pm

    4-Nov-2017 1:14 am


    The most important piece of news I have read in say 2 months:

    In Egypt support for imposing sharia (Islamic law) fell from 84% in 2011 to 34% in 2016. Egyptians are praying less, too (see chart). In places such as Lebanon and Morocco only half as many Muslims listen to recitals of the Koran today, compared with 2011.

    Much of the region is growing less religious. Voters who backed Islamists after the upheaval of the Arab spring in 2011 have grown disillusioned with their performance and changed their minds.

    During Friday prayers the congregation once spilled out into the alleys surrounding his mosque. Now its counts as a good week if it fills half the place.

    In Cairo, unveiled women sit in street cafés, traditionally a male preserve, smoking water-pipes. Some of the establishments serve alcohol. “We’re in religious decline,” moans Sheikh Muhammad, whose despair is shared by clerics in many parts of the Arab world.

    https://www.economist.com/news/middle-east-and-africa/21730899-they-are-consolidating-their-own-power-process-despots-are-pushing

    4-Nov-2017 1:14 am

    4-Nov-2017 11:21 am


    You can find the previous two lectures too.

    https://www.youtube.com/watch?v=Ilg3gGewQ5U

    4-Nov-2017 11:21 am

    5-Nov-2017 11:49 am


    Saudi's Al-Waleed bin Talal arrested yesterday night. Big news. Big shakeup. The upcoming days should be interesting.

    In rest of the world he would first have been charged. And arrested only after been convicted in a court.

    Also a Huti missile was intercepted near Riyadh airport. War is not only about beating someone else. But you have to take the beatings too.

      Comments:
    • Interestingly Al-Waleed's arrest is being broadcasted in every media other then Saudi. No news about his arrest, or his name in any of the newspapers I am checking, yet!

    5-Nov-2017 11:49 am

    5-Nov-2017 1:33 pm


    বিষয়ঃ ব্যাঙ্ক লোন নিয়ে বাড়ি বানিয়ে ভাড়া পাওয়া, হারাম উপার্জন।

    প্রশ্ন:

    পরিবার থেকে একটা মেয়ের সাথে আমার বিয়ের কথা চলছে। মেয়ের বাবা বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা।

    তাদের পরিবারে এই একজনই আয় করেন। মেয়ের বাবা আর একই ব্যাঙ্কের আরও চারজন ব্যাঙ্কার, এই পাঁচজন অংশীদার মিলে একটা বাড়ি নির্মাণ করেন। বাড়ি তৈরির সময় মেয়েরবাবা পৈত্রিক জমি বিক্রির হালাল ১৪ লাখ আর ঐ ব্যাঙ্ক থেকে সুদে লোন নিয়ে ২৬ লাখ, মোট ৪০ লাখ টাকা প্রদান করেন। তার ভাগের তিনটা ফ্ল্যাটথেকে মাসিক আয় আসে ৫৬০০০ টাকা। আর প্রতি মাসে লোন কেটে রাখার পর তিনি ব্যাঙ্ক থেকে বেতন পান ৪২০০০ টাকা।

    এখন আমার প্রশ্ন –

    ক/ মেয়েটাকে বিয়ে করলে বিয়ের সময় অনুষ্ঠান করতে গিয়ে বা বিয়ের পর তিনি মেয়ে বা আমাকে ব্যবহারের জন্য উপহারস্বরূপ কিছু দিতে চাইলেসেটা আমাদের জন্য নেয়া হালাল হবে কি?

    খ/ যদি হালাল হয় তবে কি পুরোটাই হালাল হবে নাকি কিছু অংশ হালাল হবে?

    গ/ কোন অংশ/কত টাকা হালাল হবে?

    ঘ/ কিছু অংশ হালাল হলে কি মেয়ের বাবাকে সেই অংশ আগে থেকেই আলাদা করে রাখতে হবে নাকি হালাল হারাম টাকা মিশিয়ে ফেলার পরেও“মনে করি হালাল টাকা থেকেই দিচ্ছি এই নিয়তে” দিয়ে দিলেও হবে?

    ঙ/ আমি বর্তমান থাকতে আমার স্ত্রীকে কি তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত হারাম টাকা/এই টাকায় কেনা আসবাব ব্যবহার করতে দিতে পারি?

    আশা করি উত্তর প্রদান করে বাধিত করবেন। অবশ্যই ইমেইলে উত্তরের এক কপি পাঠাবেন।

    উত্তর:

    وعليكم السلام ورحمة الله وبركاته

    بسم الله الرحمن الرحيم

    উক্ত ব্যক্তি বাড়ি ভাড়ার টাকা পাচ্ছেন ৫৬০০০/= [ছাপ্পান্ন হাজার টাকা] আর ব্যাংক থেকে বেতন পাচ্ছেন ৪২০০০/= [বিয়াল্লিশ হাজার]।

    কৃষি ব্যাংক সরাকারী ব্যাংক। আর সরকারী ব্যাংকের সব ডিপার্টমেন্টের চাকুরী হারাম নয়। বরং যেসব ডিপার্টমেন্ট সরাসরি সুদী লেনদেনে জড়িত, সেসব ডিপার্টমেন্টে চাকুরী হারাম।

    সেই হিসেবে যদি ধরা হয়, উক্ত ব্যক্তি সুদী ডিপার্টমেন্টেই চাকুরী করছেন, তবু তার হারাম উপার্জনের চেয়ে হালাল উপার্জন বেশি। যেহেতু তার বাড়ি ভাড়ার টাকাটা হালাল।

    আর সুদী ঋণ নেয়া হারাম। একথা সত্য। কিন্তু এর দ্বারা নির্মিত বস্তুটি হারাম হয় না। হারাম ঋণ নেবার কারণে ব্যক্তি গোনাহগার হয়। কিন্তু এর দ্বারা প্রতিষ্ঠিত সামগ্রীকে হারাম বলা হয় না। সেই হিসেবে হারাম ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করলেও বাড়ির বর্তমান কামাইকে হারাম বলার সুযোগ নেই।

    এবার আপনার সকল প্রশ্নের উত্তর বুঝে নিন।

    যে ব্যক্তির হারাম উপার্জনের তুলনায় হালাল উপার্জন বেশি হয়, তার থেকে হাদিয়া গ্রহণে কোন বিধিনিষেধ নেই।

    এ কারণে তাদের সাথে আত্মীয়তা করতে, তাদের থেকে আপনার ও আপনার স্ত্রীর হাদিয়া গ্রহণ করতে কোন সমস্যা নেই বলেই মনে হয়।

    ولا يجوز قبول هدية أمراء الجور لأن الغالب في مالهم الحرمة إلا إذا علم أن أكثر ماله حلال بأن كان صاحب تجارة أو زرع فلا بأس به لأن أموال الناس لا تخلو عن قليل حرام فالمعتبر الغالب (الفتاوى الهندية، كتاب الكراهية، الثاني عشر في الهدايا والضيافات-5/342(

    অনুবাদ-জালেম বাদশাহর হাদিয়া গ্রহণ জায়েজ নয়। কেননা তার অধিকাংশ মাল হয় হারাম। তবে যদি জানা যায় যে, তার অধিকাংশ মাল হালাল, এ হিসেবে যে সে ব্যাবসায়ী বা জমিদার,তাহলে তার থেকে হাদিয়া গ্রহণ করাতে সমস্যা নেই। কেননা সাধারণত মানুষের মাল অল্প হারাম থেকে মুক্ত নয়। তাই এতে আধিক্যের বিষয়টি বিবেচিত হবে। { ফাতওয়ায়ে হিন্দিয়া-৫/৩৪২}

    والله اعلم بالصواب
    উত্তর লিখনে
    লুৎফুর রহমান ফরায়েজী
    পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
    উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

      Comments:
    • One of the top and most influential prince.
    • Possibly the second most powerful person after the king.
    • ঢাকা শহরে বাসা ভাড়া কমছে, যদিও।
    • গত পাচ বছর ধরে কমছে। বা এট লিষ্ট বাড়ছে না। প্রায় সব এলাকায়।

    5-Nov-2017 1:33 pm

    5-Nov-2017 3:45 pm


    The owner of Bin Laden group arrested, too. Watch out for big news.

    এখন প্রশ্ন, হজ্জ পর্যন্ত সব ঠিক থাকবে তো? হজ্জ ফরজ হবার পরও যারা এই বছর পর্যন্ত দেরি করেছেন তাদের জন্য এটা ওয়ার্নিং। ভালো সুযোগ বেশি দিন থাকে না।

    Full list of people captured:

    Prince Al-Waleed Bin Talal(Billionaire owner of The Kingdom Holding group 17.1B USD net worth)

    Prince Mitaab Bin Abdullah (Former Minister of the National Guard)

    Prince Turki Bin Abdullah (Former Governor of Riyadh(Capital))

    Prince Turki Bin Nasser

    Waleed Ibrahim (Owner of MBC Media Company 10.9B USD net worth)

    Khaled Al-Tuwaijri (Former President of the Royal Court)

    Adel Faqih (former labor minster and current economy and planning Minister)

    Omer Dabbagh (Former president of the General Investment Authority)

    Saleh Kamel (Billionaire 2.2B USD net worth)

    Saud Al-Tobaishi (Head(former?) of Royal ceremonies and protocols)

    Ibrahim Al-Assaf (Former Finance minister and current state minister)

    Bakr Bin Ladin (Owner of Bin Ladin Group)

    Saud Al-Dawish (former CEO of Saudi Telecom Company)

    Khaled Al-Mulhem (former Director General at Saudi Arabian Airlines)

      Comments:
    • FAQ:
      "এই বছর মাহদি আসবে ইনডিকেট করছেন?"
      উত্তর : না।

      "কেন না?"
      কারন তার আগে অনেক ঘটনা ঘটার আছে, যার কিছু এখনো ঘটেনি।

      "কি ঘটনা? ঘটতে সময় লাগবে না। দেখবেন।"
      অকে। :-)

    • আগে পাচ বছরে ভাড়া ৬০% বেড়ে যেতো। এখন খুব বেশি হলে ১০% বেড়েছে। বা অনেক জায়গায় কমছে। যদিও অন্য সব কিছুর দাম বাড়ছে।
    • পলিটিক্যলি বেশি আনস্টেব্যল হয়ে গেলে হজ্জের ভিসা বা ক্লাইট রেসট্রিকটেড হয় যাবার আশংকা আছে।

    5-Nov-2017 3:45 pm

    6-Nov-2017 10:35 am


    মধ্যপ্রাচ্যে ইন্টারনেলি অনেক ঘটনা ঘটছে যার কিছু বুঝতে পারছিনা।

    মুকরিনের ছেলে আজকে হেলিকপ্টার ক্রাশ করে মারা গিয়েছে।

    মুকরিন ছিলেন বর্তমানের বাদশা সালমানের আগে ক্ষমতার দাবিদার। যাকে ক্ষমতা না দিয়ে সালমান ক্ষমতায় আসে।

    ঐ দিকে লেবাননের প্রধান মন্ত্রী রিজান করেছে হটাৎ করে। কোনো অবভিয়াস কারন ছাড়া।

    উল্লেখ্য সাদ্দামের সময় কাউকে হত্যা করতে চাইলে সাদ্দাম তাকে হেলিকপ্টার রাইডে পাঠিয়ে সেটা ক্রাশ করে মারতো। তাই মধ্যপ্রাচ্যের এটা একটা পুরানো ফরমুলা হিসাবে পরিচিত।

      Comments:
    • সব নিউজ সাইটের বড় খবর এগুলো।

    6-Nov-2017 10:35 am

    6-Nov-2017 11:18 am



    একটা বোয়িং 747 এ চারটা ইঞ্জিন থাকে।

    একটা ইঞ্জিন নষ্ট হলে : প্লেন ক্রাশ করবে না। উড়তে থাকবে।
    দুটো নষ্ট হলে : উড়তে থাকবে।
    তিনটা নষ্ট হলে : উড়তে থাকবে।
    চারটাই নষ্ট হয়ে গেলে : ধুম করে পড়ে যাবে না। আস্তে আস্তে নিচে নামতে থাকবে। এই অবস্থায় সমূদ্রের পানিতে ল্যন্ড করতে পারবে।

    এই কারনে প্লেনের পথ সমূদ্রের তীর ধরে দেয়ার চেষ্টা করা হয়। যেন, সব ইঞ্জিন নষ্ট হলেও সমূদ্রে ল্যন্ড করতে পারে।


    হেলিকপ্টারে একটা ইঞ্জিন। রটোর, এর পাখাটা। এটা যদি নষ্ট হয়ে যায় তবুও ক্রাশ করবে না।

    রটরের কেনেটিক এনার্জির জন্য এটা ঘুরতে থাকবে। এই অবস্থায় আস্তে করে নিচে ল্যন্ড করানো যাবে।

    ইন ফেক্ট হেলিকপ্টার পাইলটদের এই ইমার্জেন্সিটা প্রেকটিশ করতে হয়। উপরে তুলে ইন্জিন বন্ধ করে দিয়ে, এর পর হেলিকপ্টার ল্যন্ড করানো।


    এক্সট্রিম। যদি টেইকঅফের সময়ে প্লেনের একটা ছাড়া বাকি সব ইঞ্জিন নষ্ট হয়ে যায়?

    তবুও নিরাপদে টেইকঅফ করতে পরবে। ডিজান করার সময় সব প্লেন এইভাবে ডিজাইন করা হয়।

      Comments:
    • FAQ:
      এগুলো পোলাপাইন্না কোশচেন:
      "একটাতে চলতে পারলে চারটা ইন্জিন দেবার দরকার কি?"
      "747 এ রকম, অন্য প্লেন গুলো?"
      "যদি দুইটা ইঞ্জিন থাকে, একটা নষ্ট হয় তবে?"
    • আমাদের জন্য কষ্টলি। তাদের জন্য না। অনেক টাকা যেহেতু। :-P

    6-Nov-2017 11:18 am

    6-Nov-2017 10:44 pm


    Remembering Talal's tweet to Trump in Dec, 2015:

    "@realDonaldTrump You are a disgrace not only to the GOP but to all America. Withdraw from the U.S presidential race as you will never win"

    Trump replied the next day:

    "Dopey Prince @Alwaleed_Talal wants to control our U.S. politicians with daddy's money. Can't do it when I get elected."

    Apparently Trump was right :-)

    Trump's advisor and son-in-law Jared Kushner took an un-announced visit to Saudi last week. And these arrests were made the next day he left.

    6-Nov-2017 10:44 pm

    7-Nov-2017 6:49 am


    Saudi News:

    - A second prince Abdul Aziz bin Fahd killed on police encounter. On the same day we saw a helicopter crash kill the first prince.

    - And Lebanon's prime minister declared his resignation sitting from Riyadh. While his speech was broadcast from Saudi TV.

    Does it indicate a fall? Not necessarily. bin-Salman has consolidated his powers and now is more powerful than ever.

    So now we have ended up with possible:
    1. Upcoming Saudi invasion in Yemen.
    2. Upcoming chaos in Lebanon.
    3. Talal's empire being confiscated.

    7-Nov-2017 6:49 am

    7-Nov-2017 7:23 pm


    Alternative news feed for all the conspiracy theorists out there. Also known as "Real news" sources, as per Trump. wapo and nytimes are "Fake news".

    সময়র সাথে সাথে আরো সাইট এড হবে ইনশাল্লাহ।

    http://news.habibur.com/alter/

    কারো বাংলা-ইংরেজিতে হাইপোথিসিস ব্লগ সাইট জানা থাকলে লিংক দিতে পারেন। যেগুলো রেগুলার আপডেট হয়। আমি এখানে এড করে দেবো।

    স্টেটিক সাইট যেগুলোতে ভালো কন্টেট, তবে নিয়মিত নতুন কিছু এড হয় না, সেগুলোর লিংক দিয়ে লাভ নেই। যেহেতু এটা নতুন আর্টিক্যলের ফিড, তাই পুরানো কিছু আসবে না।

    http://news.habibur.com/alter/

    7-Nov-2017 7:23 pm

    8-Nov-2017 7:10 pm


    নেটে একটা লিখা প্রচলিত হচ্ছে, উম্মাহর হায়াত দেড় হাজার বছর। ১৫০০ বছর কাটায় কাটায় ধরা হলে মাহদি আসার জন্য সময় ২০২৪ এর পরে না। এবং আরেক হিসাবে ২০১৮-১৯ এর পরে না।

    এটা আমার কাছে যুক্তিহীন কথা। হিসাব যেখানে দেড় হাজার বছরের তখন ২-৩ শত বছর কম বেশি হলেও এটা দেড় হাজার বছর থাকে।

    উল্লেখ্য এটাও নতুন কথা না। ১০০০ হিজরির দিকে শাফি মাজহাবের ইমামদের থেকে এরকম কথা আছে। তখন বলা হতো হাজার বছর।

    যারা কোনো কথা হয় ১০০% সার্টেইন! নচেৎ ১০০% মিথ্যা! এই এক্সট্রিমিজমে ভুগেন তারা এই লিখাটা ইগনোর করে যান। কিছু বুঝতে পারবেন না। অধিকাংশ ছেলেপেলেরা এরকম। কারন ব্যলেন্সটা আসে দেরিতে।

    8-Nov-2017 7:10 pm

    8-Nov-2017 8:10 pm


    সৌদি আপডেটস:

    দেড় হাজার ব্যংক একাউন্ট ফ্রোজেন।

    শেয়ার বিক্রি করে দিচ্ছে বড় লোকেরা।

    সৌদিরা তাদের সম্রাজ্যের নতুন যে শেয়ার বিক্রি করবে, সেটা কিনতে গিয়ে বিদেশিরা দ্বিধায় -- যদি কোনো কারন দেখিয়ে বিদেশিদের শেয়ারও সৌদি সরকার ভবিষ্যতে বাজেয়াপ্ত করে?

    তাই সরকার বার বার ঘোষনা দিচ্ছে বিদেশি কম্পানির একাউন্ট বাজেয়াপ্ত করা হয় নি।

    নতুন নতুন আলেম এমন কি সরকার পক্ষের আলেমদেরও বন্ধি করার খবর আসছে। উল্লেখ্য সৌদিরা/আরবরা অনেক ভদ্র। আমাদের মত না। তাই সম্মানিত লোকদের গ্রেফতার করলেও জেলে ঢুকায় না। তাদের ঘরেই গৃহবন্ধি করে রাখে। যে প্রিন্সদের গ্রেফতার করেছে তাদের এই কাজ করেছে। যে আলেমদের বন্ধি করেছে তাদেরও।

    কন্সপাইরেসি থিউরিস:

    ১। ইজরাইলের সাথে প্লেন করে এটা করছে বিন-সালমান। ইজরাইল ইরানকে আরবের সবচেয়ে বড় শত্রু মনে করে, বিন সালমানও তাদের সাথে হাত মিলিয়ে ইজরাইলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে লাগার জন্য এই সব করছে।

    ২। হয়তো সামনে আরো বড় কোনো স্টেপ নিতে যাচ্ছে সরকার। তাই ঘর গুছাচ্ছে।

    ৩। ইন্টারন্যল বিদ্রোহ ছিলো। সেটা দমন করেছে। যেহেতু অনেক সেনা প্রধানদেরও পাকড়াও করেছে।

      Comments:
    • FAQ:
      "প্রিন্সদের গৃহ বন্ধি করে নি। হোটেলে বন্ধি করেছে।"
      "ভদ্র!!! আমাদের শায়েখের/দলের উপর যে টর্চার করেছে..."
      "আপনার মত দরবারি লোক এই কথাই তো বলবে। আমরা তাগুতের গোলামের বিরুদ্ধে...."
    • আরব পত্রিকাগুলো নিউজ ফিড, আরবী-ইংরেজিতে। পরে আরবীর সাথে ডিকশেনারি ইন্টিগ্রেট করে দেবো ইনশাল্লাহ। তাহলে যে কোনো ওয়ার্ডে ডবল ক্লিক করলে ইংরেজি অর্থ দেখাবে।

      http://news.habibur.com/arab/
      http://news.habibur.com/arab/

    8-Nov-2017 8:10 pm

    9-Nov-2017 12:38 pm


    নতুন ল্যংগুয়েজ যা job এ চাচ্ছে: OCaml, Rust, Haskell.

    টেকনলজি, যেগুলোর চাহিদা বাড়ছে: Data Science, Computer Vision.

    আগে full stack developer যাদের বলা হতো, তাদেরকে এখন বলে DevOps.

      Comments:
    • FAQ:
      "কি ভাবে শিখবো?"
      নেট থেকে। ঐ ল্যংগুয়েজগুলোর ওয়েব সাইট আছে, সেখান থেকে ম্যনুয়েল পড়ে।
      "আমি এটা শিখছি, তাহলে হবে?"
      হবে।
    • go এর থেকে rust আমার কাছে more efficient for the same complexity মনে হয়। অন্যরাও agree করলে সামনে rust বাড়বে।

    9-Nov-2017 12:38 pm

    9-Nov-2017 1:45 pm



    প্লেনের কন্ট্রোল প্যনেল, মানে পাইলটের সামনে যে ডিসপ্লে থাকে সেখানে তিন লেভেলে পাওয়ার ডেলিভারি করা হয়।
  • প্লেনের জেনারেটর।
  • সেটা ফেল করলে তিনটা আলাদা ব্যটারি পাওয়ার।
  • সেগুলো প্রত্যকটা ফেল করলে, জরুরী আলাদা আলাদা কন্ট্রোলগুলোর নিজস্ব ইমারজেন্সি ব্যটারি।

    তাই পাওয়ার ফেল করলে প্লেন ক্রাশ করবে না।

    এর অর্থ এই না যে কন্ট্রোলের পাওয়ার কখনো যায় না। যেতে পারে। যেমন বজ্রপাতে যদি সব সার্কিট পুড়ে যায়। যেমন একবার হয়েছিলো এক প্লেনে। এখনকার প্লেনে এর বিরুদ্ধেও প্রোটেকশন দেয়া থাকে।


    রিসেন্টলি দেশে এক চাকা খুলে যাওয়ায় প্লেন লেন্ড করার পর পাইলটদের ব্যপারে বলা হয়েছিলো কিভাবে তাদের বুদ্ধিমত্তা দিয়ে শত লোকের জীবন রক্ষা করেছেন।

    ঠিক। তবে প্লেনের সব চাকাই যদি খুলে পড়ে যায়, বা চাকা না নামে, তবুও যে কোনো প্লেন পেটের উপর ঘষা খেয়ে ল্যন্ড করতে পারবে। নিরাপদে। ডিজাইন করার সময় এইভাবে ডিজাইন করা হয়। একটা প্লেন এই রকম ভাবে ল্যন্ড করেছিলো। পাইলট পরে বলেছিলো তার মনে হচ্ছিলো সেটা সবচেয়ে smooth landing এর একটা।


    মুভিতে যে দেখায় এরকম হলে প্লেনে আগুন লেগে যায়, সেটা হয় এর তেলের কারনে। কিন্তু এই রকম ইমার্জেন্সি ল্যন্ড করার আগে প্লেনের অতিরিক্ত সব তেল আগেই আকাশ থেকে ফেলে দেয়া হয়। ফেলে দেয়ার জন্য সিসটেম থাকে।

    9-Nov-2017 1:45 pm

  • 9-Nov-2017 2:44 pm


    ম্যরিন, যারা জাহাজ চালায়, তাদের চাহিদা কমে যাচ্ছে। অন্য দিকে পাইলটদের চাহিদা দিনে দিনে বাড়ছে। দেশের পোলাপান ৪০-৫০ লক্ষ টাকা খরচ করে ম্যরিন না পড়ে যদি পাইলটিং শিখতো তবে তাদের এই ভাবে হয়তো বসে থাকতে হয়তো হবে না।

    তবে বিদেশে পাইলটদের বেতন প্রোগ্রামারদের থেকে কম। পাইলটদের চাকরি হাই ক্লাসের ধরলেও। আরেকটা খারাপ সাইড হলো বছরের অধিকাংশ সময় তাকে বাইরে থাকতে হবে। ঘরে থাকতে পারবে খুব কম।

    9-Nov-2017 2:44 pm

    9-Nov-2017 3:01 pm


    সৌদি:


    রাতে purge চলার সময় বিন-সালমান ফোনে ট্রাম্পের সাথে লাইনে ধরা ছিলেন বলে খবর। ট্রাম্প সাপোর্টের জন্য শর্ত দেয় সৌদি তেল কম্পানির শেয়ার আমেরিকায় বিক্রি করতে হবে। বিন-সালমান রাজি হয়। এই কারনে ট্রাম্প ঐ সময়ের তেলের শেয়ার নিয়ে টুইট করে।

    অলটারনেট ক্রেতা ছিলো চীন। যারা বিক্রয়যোগ্য পুরো শেয়ার কিনে নিতে চাচ্ছিলো।

    প্লাস ট্রাম্পের জামাই purge এর আগের দিন পর্যন্ত যখন সৌদিতে ছিলো তখন বিন-সালমানের সাথে ভোর ৪টা পর্যন্ত কথা বলছিলো পর পর অনেক দিন। খবর।


    প্রথমে খবর ছিলো লেবাননের হারিরি পদত্যগ করেছে ইরানের কারনে। এখন স্পষ্টতই সৌদির চাপে। by the way, হারিরির সাথে সৌদ ফ্যমিলির আত্মিয়তা আছে বলে নেটে পুরানো পোষ্ট আছে। এই সব ঘটনার আগে।

    9-Nov-2017 3:01 pm

    9-Nov-2017 4:34 pm


    #ব্যবসা

    যারা বলেন "এত প্রফিট করা কি জায়েজ? ইসলামে কি আছে? এই ব্যটা আবার টুপি দাড়ি রাখছে।" -- তাদের জন্য নিচের ফতোয়া।

    উল্লেখ্য এই ফতোয়া নতুন না। আমি ছোট বেলা থেকেই এটা পড়ে জেনে আসছি। কিন্তু দৈন্দিন জীবনে যাকেই এই কথা বলি সেই এটা অবিশ্বাস করে। যখন প্রশ্ন করি তাহলে কত পার্সেন্ট প্রফিট করা জায়েজ? সে আমতা আমতা করে বলে "এত হলে মানায়।"

    আলেমদের ফতোয়া আর কারো "কমন সেন্স" ফতোয়া এটা একটা পার্থক্য। "আমি যা মানুষের জন্য ভালো মনে করি সেটাই জায়েজ, আর যা খারাপ মনে করি সেটা ইসলাম বিরোধি" -- এই আইডলজি থেকে মানুষ উপরোক্ত কথা বলে। সব জায়গায় এটা খাটেনা যদিও।

    উল্লেখ্য এটা হানাফি ফতোয়া। সালাফিরা একটা লিমিট দিয়ে রেখেছে যেটা খুজলে পাবেন।

    ____________
    সর্বোচ্চ কত লাভে পন্য ক্রয় বিক্রয় করা জায়েজ?
    প্রশ্ন
    আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহ তায়ালা ভাল রেখেছেন, আমি শায়েখের নিকট একটা বিষয় সম্পকে জানতে চাচ্ছি তা হল ব্যবসা, কোন ব্যবসায়ী যদি কোন পন্য ক্রয় মূল্যের এক গুন/ দিগুন /তিন গুন / অথবা এর চেয়ে বেশী দামে (লাভ করে) তার পন্য বিক্রয় করে তখন উক্ত লাভের টাকা কি হালাল হবে নাকি হারাম/জুলুম হবে জানালে উপকৃত হব।
    উত্তর
    وعليكم السلام ورحمة الله وبركاته
    بسم الله الرحمن الرحيم
    পণ্যের মূল্যের ক্ষেত্রে শরয়ী কোন সীমা নির্ধারিত নেই। কম বেশি যত ইচ্ছে মূল্য নির্ধারণ করে ক্রয় বিক্রয় বৈধ।
    তবে ধোকা বা মিথ্যার আশ্রয় নিলে তা নাজায়েজ হবে।
    الثمن المسمى: هو الثمن الذى يسميه ويعينه العاقدان وقت البيع بالتراضى سواء كان مطابقا لقيمته الحقيقة او ناقصا عنها او زائدا عليها (شرح المجلة، رستم، مكتبة اتحاد ديوبند-1\73، رقم المادة-153)
    المرابحة بيع بمثل الثمن الأول وزيادة ربح…… والكل جائز (الفتاوى الهندية، الباب الرابع عشر فى المرابحة والتولية والوضيعة-3\160، المبسوط للسرخسى، دار الكتاب العلمية بيروت-22\78، الفقه الاسلامى وادلته-4\357)
    والله اعلم بالصواب
    উত্তর লিখনে
    লুৎফুর রহমান ফরায়েজী
    পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
    উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
    ইমেইল– ahlehaqmedia2014@gmail.com
    http://ahlehaqmedia.com/7170/

      Comments:
    • deep.

    9-Nov-2017 4:34 pm

    9-Nov-2017 8:27 pm


    জানলাম কমুনিষ্টদের অক্টোবর রেভুলেশনের ১০০ বছর পূর্ন হয়েছে।

    ছাত্র কালে আমাদের তর্ক ঘুরতো কমুনিজম বনাম গনতন্ত্র নিয়ে।

    ইসলামিষ্টরা ছিলো গনতন্ত্রের পক্ষে। ইসলাম বিদ্বেষিরা কমুনিষ্ট। কমুনিষ্টরা রাশিয়ার পক্ষে। গনতন্ত্রীরা আমেরিকার।

    বিটিভিতে ছিলো কমুনিষ্টদের জয় জয়কার। পত্রিকাতে, বিভিন্ন সভা সমিতি আলোচনা সভায় সব জায়গায় তাদের আধিপত্য। বিরোধিদের গালি দিতো: পুজিবাদি, বর্জুয়া, শোষক, ধনিক, বনিক, সামন্তবাদী বলে। যারা গরিবের রক্ত চুষে বড়লোক হয়। সবগুলো শব্দের অর্থও আমি জানি না। তারা জানতো। তাদের সার্কেল হতো যাকে বলে 'হালাকা'।

    তাদের দিন শেষ হয়েছে।
    যদিও যু্‌ক্তি তর্ক আর আবেগের কথায় তারা সবসময় এগিয়ে থাকতো।

    Lesson for us.

    9-Nov-2017 8:27 pm

    9-Nov-2017 9:00 pm


    সৌদি নিউজ:

    সৌদি আরব লেবানন থেকে তার নাগরিকদের দেশে চলে আসতে হুকুম দিয়েছে।

      Comments:
    • Why not? He is going to get crowned next week. Rumors.
    • সমস্যা হলো অপনি যত সিরিয়াসলি এগুলোকে নিচ্ছেন, আমি অত সিরিয়াসলি নিচ্ছি না।
    • ১। তাদের প্রধান মন্ত্রীকে সৌদি ফিরত পাঠাচ্ছে না বলে লেবানন সরকার সৌদিদের আটক করতে পারে, এই আশংকায়।
      ২। লেবাননে সংঘর্ষ লাগতে পারে এই আশংকায়। -- এই দুটো আমার প্রথম চিন্তা।
    • একজায়গায় লিখেছিলাম -- ১০০% নিশ্চিৎ আর ১০০% মিথ্যার মাঝে বিশাল একটা জায়গা আছে, যেটা একটা একটা বয়স না হলে মানুষ বুঝতে পারে না।

    9-Nov-2017 9:00 pm

    10-Nov-2017 7:22 am


    ৫-১০ বছর আগেও দেশে অসংখ্য ইসলামি মাসিক পত্রিকা প্রচলিত ছিলো। কিনতে গেলে ১০-২০ টা কিনে আনা যেতো।

    এর পর ইন্টারনেট জনপ্রীয়তা পেলে এগুলো সব ইন্টারনেটে দেয়া আরম্ভ হয়।

    আজকে পত্রিকাগুলোর খুজতে গিয়ে দেখি সবগুলো বন্ধ হয়ে গিয়েছে। ইন্টারনেটে সাইট নেই। ছাপানো পত্রিকাও সম্ভবতঃ প্রকাশিত হচ্ছে না। মাসিক মদিনা, আদর্শ নারী এগুলো এখনো ছাপায় কিনা জানি না।

    এই মুহুর্তে নেটে একটিভ শুধু দুটো সাইট পেয়েছি: আহলে হক মিডিয়া আর আল-কাউসার। যদিও এক সময় কমপক্ষে ২০ টা এরকম সাইট ছিলো।

      Comments:
    • এই কথাটার কোনো আধুনিক ভার্শন পাই নি তাই পুরানো কথাটা ব্যবহার করতে হলো। :-)

    10-Nov-2017 7:22 am

    10-Nov-2017 3:30 pm


    সৌদি নিউজ:

    Al-Arabiya সৌদি নিউজ চ্যনেল টুইটারে পোষ্ট করেছে বিন-সালমান নিজে বাদশাহ হতে যাচ্ছেন। আগামি কয়েকদিনের মাঝে। পরে এই টুইট মুছে ফেলে।

    Lets wait.

    In other news, কুয়েত এবং গালফের কিছু স্টেইটসও লেবান থেকে নাগরিকদের দ্রুত চলে আসতে বলেছে।

      Comments:
    • নে-এ-না

    10-Nov-2017 3:30 pm

    10-Nov-2017 9:03 pm


    এখান থেকে আপনার গ্রামের বাড়ির মসজিদের জন্য নামাজের সময় সূচি প্রিন্ট করে টাংগিয়ে দিতে পারবেন। এখন থেকে আর জেলা শহর না, বরং উপজেলার সময়সূচি পাচ্ছেন। যেটা আরো একুরেট।

    https://habibur.com/salat/upozila/

    https://habibur.com/salat/upozila/

      Comments:
    • বের করেছি। লিষ্ট করার সময় গোপালগঞ্জ ডিসট্রিক আউট হয়ে গিয়েছে। উপজেলাগুলো মিলে গিয়েছে গাজিপুরের সাথে যেহেতু এলফেবেটিক্যলি এটা ঠিক আগের নাম। পুরো গোপালগঞ্জ মুছে দেয়াটা একটা TODO. :-)
    • গোপালগঞ্জ-গাজিপুর আলাদা করে দিয়েছি। Fixed. জাজাকাল্লাহ Ashraful Alam
    • না। খুজলাম পেলাম না। লিষ্ট নেয়া হয়েছে wikipedia থেকে।

    10-Nov-2017 9:03 pm

    11-Nov-2017 12:27 am


    বাংলা ব্লগ সাইটগুলো আবার খুজছিলাম নিউজ ফিডের জন্য। দেখলাম এগুলো পড়ার থেকে ফেসবুকের কিছু আইডির পোষ্ট পড়া বরং অনেক ভালো। এর পরও ফেসবুক পড়ার মত সময় আমার নেই। ব্লগ পড়বো কখন? জীবন সংক্ষিপ্ত।

    প্লাস, কার কি চিন্তা ভাবনা সেগুলো জেনে আমি কি করবো? যদি না এগুলো ধর্ম বা বিজ্ঞান সম্পর্কিত হয় যা আমি জানি না। কিন্তু জানলে কাজে লাগবে।

    আবারো : সব ইলমের দরকার সবার নেই। শুধু প্রয়োজনীয়টুকু হলেই হলো।

    তাই ব্যকগিয়ারে। একটা পর্যায়ের পরে অতিরিক্তটা কেটে ফেললে একটা প্রডাক্ট আরো ভালো হয়। আরো কিছু যোগ না করে।

    11-Nov-2017 12:27 am

    11-Nov-2017 3:47 pm


    কিতাবে এই আছে। তবে বাই-পাস করতে চাইলে যুক্তির অভাব নেই।

    সাধারন নিয়ম হলো, ফতোয়া কোন দিকে যাক আমি চাই, সেটা আগে ঠিক করে নেয়া। এর পর যেটা চাই সেটার পক্ষে দলিল খুজে বের করে পেশ করে নিজের সাফাই গাওয়া।

    নিউট্রাল ভিউ চান? হাদিস আর ফিকাহর বই নিজে পড়েন প্রথম থেকে শেষ পর্যন্ত। এর পর নিজে স্বিদ্ধান্ত নিন।

    আরেকজন নিজের পছন্দ মত কাচি দিয়ে কেটে কোটেশন জড়ো করে যে পিডিএফ, বা ফেসবুকের নোট-পোষ্ট বানিয়েছে, সেগুলো না।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • ^ শরিয়ার বইয়ে যদি এই রকম স্পষ্ট করে ব্যখ্যা করে আলাদা করে বলা না থাকে তবে এটা কোরআন-হাদিসের উপর ভিত্তি করে অপনার ফিকাহ। বা যে এই কথা বলছে তার ব্যক্তিগত ইজতিহাদ। যেটা আমার অনুসরন করার কোনো কারন নেই। Ashraful Alam

    11-Nov-2017 3:47 pm

    11-Nov-2017 4:53 pm



    উত্তরায় আলেমদের সভা শেষ হলো। এখন অন্য পক্ষের রিএকশনের আপেক্ষায়।

    বস্তুতঃ এখানে নতুন কোনো ঘোষনা আসে নি। কিছু দিন আগে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে বসা সালিশ বৈঠকে যে কয়েক শর্ত দেয়া হয়েছিলো বলে খবরে এসেছিলো সেগুলো রি-আইটারেট।


    শুনেছিলাম ৯০ এর দিকে। শ্রীলংকায় তবলিগওয়ালারা অনুমতি চাইলো কাফেরদের দাওয়াহ দেবার। তখনকার তবলিগের আমির প্রশ্ন করলেন, "তোমাদের মুসলিমদের সমাজে যখন ঝগড়া-গন্ডোগোল হয় তখন তোমরা কি প্রশাসনের কাছে যাও সমাধানের জন্য? নাকি নিজেরা সমাধান করো?"

    তারা বললো "আমরা আদালত প্রশাসনের কাছে যাই।"

    জবাব দিলেন, "তাহলে এখনো মুসলিমদের মাঝেই দাওয়াহ দিতে থাকো।"


    ২০১০ এ বাংলাদেশ এখন স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে।

    কারো বিরুদ্ধে অভিযোগ করছি না, নিজের পর্যবেক্ষন।

    11-Nov-2017 4:53 pm

    11-Nov-2017 6:31 pm


    ourislam এ কিছুক্ষন আগে নিউজ টাইটেল ছিলো "মডারেট ইসলাম বলে কিছু নেই: সৌদি যুবরাজকে এরদোগান"

    এখন নিউজটা এডিট করে দিয়েছে "ইসলামে উদারপন্থা বলতে কিছু নেই: সৌদি যুবরাজকে এরদোগান"

    তোমরা যারা "মডারেট মুসলিম" বিদ্বেষী। :V :-D :-P

    11-Nov-2017 6:31 pm

    11-Nov-2017 10:45 pm



    সোশিয়াল ভালিডেশন বলে একটা জিনিস আছে।

    আমি বিশ্বাস করি "এটা ঠিক"। কিন্তু আমার মনে সন্দেহ আছে। তাই মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করি "এটাই তো ঠিক, তাই না?"

    যে এটাকে ঠিক বলতে অস্বিকার করবে তাকে গালি দেই। বলি নির্বোধ, সে কিছু জানে না, অজ্ঞ। তাকে হেয় করি। এ দিয়ে শান্তি খুজি।

    গালিগুলো তার দোষে আমি তাকে দেই না। আমার মানসিক দুর্বলতার জন্য দেই। কারন আমার বিশ্বাসের ব্যপারে আমার অন্তরে সব সময় একটা সন্দেহ আছে। খচ মচ করে।


    ডিজিটাল যুগ। মানুষ সোশিয়াল ভেলিডেশন খুজে ফেসবুকের পোষ্টে পোষ্টে। দ্বিমত দেখলে গালি দেয়। তার অন্তরে অস্বস্তি। মানুষের কাছ থেকে নিজ মতের পক্ষে স্বিকৃতি না শুনলে, অশান্তি দূর হয় না।


    ফেসবুকে যে এসে তর্ক জুড়ায় আমি ধরে নেই সে নিজের মতের ব্যপারে সন্দেহে আছে।

      Comments:
    • পড়লে জানতে পারবেন। আমি আকিদাতুল তাহাবি পড়ি নি। কিন্তু ফতোয়ায়ে হিন্দ, মুসলিম শরিফ, আবু দাউদ শরিফ, আবি শায়বার এই সংক্রান্ত হাদিসগুলো পড়েছি।

      আকিদাতুল তাহাবি পড়ার দরকার বোধ করি না। যতটুকু পড়েছি তাতে জেনে গিয়েছি যা জানার।

    • সব বই পড়ার দরকার নেই। যে কোনো একটা পড়লেই হলো। কারন সব বইয়ে কথা এক।

      যদি মনে করেন পড়ার সময় নেই, বা সিচুয়েশন এখন নতুন। তবে আপনার দুইটা পথ আছে : যে নিজের দলের সদস্য করার জন্য আপনার আনুগত্য চায় তার যুক্তি শোনা। ফেসবুকে এরকম বহু আইডি আছে। খুজলে পাবেন।

      অথবা দুই : এই ব্যপারে উলামারা কি বলেন সেটা শোনা। আপনি কোন মাজহাব-মানহাজ অনুসরন করেন সেটা বুঝে আপনার আলেমদের জিজ্ঞাসা করেন। @আহনাফ তাহমীদ

    11-Nov-2017 10:45 pm

    12-Nov-2017 2:26 pm


    Geek দের জন্য:

    এই ছবির বাম প্রান্ত আর ডান প্রান্ত মিলানো। মানে পৃথিবী গোল হয়ে ঘুরে এসেছে।

    ছবিতে চাদ-সূর্য এবং আকাশের সব কিছু ডান থেকে বাম দিকে যেতে থাকে। মানে পূর্ব থেকে পশ্চিমে। এভাবে ২৪ ঘন্টায় একবার ঘুরে আসে।

    এর সাথে সাথে চাদ সূর্যের তুলনায় আস্তে আস্তে ডান দিকে যেতে থাকে। ৩০ দিনে একবার ঘুরে আসে।

    চাদ যখন সূর্য বরাবর হয় তখন আমাবস্যা। সূর্য পার হয়ে ডান দিকে গেলে নতুন চাদ দেখা যায়, সময় মত।

    ছবিতে দেখা যাচ্ছে চাদ বাম দিক থেকে এসে প্রায় সূর্যকে ধরে ফেলছে, মানে আমরা আরবি মাসের শেষের দিকে। গ্লোবের width যতটুকু তার চার ভাগের ১ ভাগ ডিসটেনস বাকি আছে চাদ সূর্যকে ধরতে। মানে মাস শেষ হতে ১ সপ্তাহ বাকি। আরবি ২১-২২ তরিখের দিকে।

    এতটুকু আজকে। এর পরের বার সময় পেলে আরো কিছু হিন্টস দেবো ইনশাল্লাহ।

    12-Nov-2017 2:26 pm

    12-Nov-2017 3:15 pm


    ফিতনার একটা নিয়ম হলো দুই পক্ষেরই মজবুত যুক্তি থাকবে। মানুষ কনফিউজড হয়ে যাবে কোনটা ঠিক। দুই ভাগ হয়ে দুই পক্ষকে সাপোর্ট করে অন্তর্দন্ধ চলতে থাকবে।

    _______
    খবর:

    এদিকে গত ৪ নভেম্বর শনিবার মিরপুর তাবলিগের মিরপুর শাখা মারকাজে এক মতবিনিময় সভা করেন ঢাকা জেলার তাবলিগি উলামায়ে কেরাম ও সাথীবৃন্দ।

    গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে জানা যায়, সভায় তারা নিম্নোক্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    ১. ৫ দিনেরে জোড় ও বিশ্ব ইজতেমা দিল্লির নিজামুদ্দিন থেকে মাওলানা সাদ কান্ধলভির সিদ্ধান্তকৃত ও পাঠানো জামাতকেই বাংলাদেশের তাবলিগি জামাতের সাথে যুক্ত উলামা হজরত ও সাথীরা গ্রহণ করবেন। তাদের পরামর্শক্রমে জোড় ও ইজতেমা পরিচালিত হবে।

    ২. পাকিস্তান ভিত্তিক আলমি শুরা বা এর সাথে সংশ্লিষ্ট কাউকে বাংলাদেশর তাবলিগি জামাতের সাথে যুক্ত উলামা হজরত ও সাথীরা কোনোভাবেই মেনে নিবেন না।

    ৩. যেহেতু বাংলাদেশে অনুষ্ঠিত ইজতেমায় অংশগ্রহণকারী শতাধিক দেশের বিদেশি মেহমানদের তাবলিগি কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন বিষয় ও সমস্যার সমাধান মাওলানা সাদ দিয়ে থাকেন, তাই তিনি না আসলে এ সমস্যার সমাধান সম্ভব হবে না।

    উক্ত সিদ্ধান্তে স্বাক্ষরকারী জিম্মাদারহণ হলেন, ১. মুফতি মুজিবুর রহমান (সাভার), ২. মাওলানা সিরাজুল ইসলাম (টঙ্গী), মাওলানা আলীমুদ্দীন (সাভার), মোঃ খালিদ ইকবাল (সাভার), আতাউর রহমান (মিরপুর), মাওলানা জাহিদ (কাকরাইল), মোহাম্মদ ইকরাম হোসেন (কাকরাইল), মাওলানা আবদুল কাদের (ডেমরা), মোঃ সাঈদ (কেরানীগঞ্জ) ও মাওলানা ছানাউল্লাহ (যাত্রাবাড়ী)।

      Comments:
    • FAQ:
      "এগুলো প্রকাশ্যে আলোচনা করতে আপনাকে কে অনুমতি দিয়েছে?"

      গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে জানা যায় লিখা আছে খবরে। যারা গনমাধ্যমে পাঠিয়েছে তারা অনুমতি দিয়েছে। :-)

    12-Nov-2017 3:15 pm

    12-Nov-2017 7:07 pm


    বয়স বাড়লেই যে মানুষ বিচক্ষন হয় না, তার আরেকটা প্রমান!
    তোমরা যারা বয়স বেশি দেখে অহংকারে অন্যদের তুচ্ছ-তাচ্ছিল্য করো :-P
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • Whatever proves the point :-)
    • 100%

    12-Nov-2017 7:07 pm

    12-Nov-2017 11:52 pm


    Deeep Pics.





    "There aren't" -- another turning point in life when you realize it.


    কষ্ট পাই = cos 2 pi

    12-Nov-2017 11:52 pm

    13-Nov-2017 1:32 am


    7.3 earthquake jolts Iraq and shakes all of the middle east. Literally. Reports coming from as far as Qatar, Oman, Jerusalem, Riyadh.

    13-Nov-2017 1:32 am

    13-Nov-2017 3:03 am


    "আজকে রমজান/ঈদের চাদ কি দেখা যাবে?" -- এই প্রশ্নের উত্তর আমরা বের করি এই রকম স্কেন ছবি থেকে।

    আগে এই ছবিগুলো বিদেশ থেকে আমদানি করতে হতো। মানে ডাউনলোড করতে হতো ঐ সব সাইটের স্প্যম-এড পাড়ি দিয়ে। আর এখন এগুলো দেশেই তৈরি হচ্ছে :-P

    আপাততঃ ৭ বছরের স্ক্যন আপলোড করা হয়েছে। শিগ্রি ৭০ বছরের আপলোড করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। একেকটা স্কেন তৈরি করতে ১০-১২ সেকেন্ড লাগে। প্রতি মাসের জন্য ৩ টা স্কেন।

    https://habibur.com/moon/

    https://habibur.com/moon/

      Comments:
    • এটা কি সাপ?

    13-Nov-2017 3:03 am

    13-Nov-2017 2:45 pm


    ছবিতে

    এখান থেকে যে কোনো শহরে এখন দিন না রাত সেটা বুঝার পাশা পাশি কোন শহরে কয়টা বাজে সেটাও বুঝা যায়।

    আলো হলো দিন। কালো রাত। মাঝের ছায়া মাগরিব-ইশা ও ফজর-সূর্যোদয় এর মাঝে।

    সূর্য ডান থেকে বামে যায়। ২৪ ঘন্টায় পুরো গ্লোব অতিক্রম করে। ছবিতে ছোট ছোট দাগ দিয়ে ২৪ টা ভাগ করা আছে। এটাকে স্কেল ধরে সূর্য থেকে কোনো শহরের দূরত্ব কত মেপে ঐ শহরে এখন কতটা বাজে বের করা যাবে। সংগে দিন নাকি রাত সেটাও। সূর্য শহরের উপরে থাকলে সেখানে দুপুর ১২ টা।

    যেমন এই ছবি থেকে বুঝা যাচ্ছে এখন ঢাকাতে বিকাল ৩ টা, মক্কা-মদিনায় ১২ টা। নিউ ইয়র্কে ফজর হতে আরো ঘন্টা খানেক বাকি।

      Comments:
    • নতুন Tech মানে কি নতুন Functionality?
    • ক্লায়েন্টরা মনে হয় stack চেনে না, বা এটা নিয়ে কিছু বলে না। তারা চায় functionality.
    • মানে নতুন স্টেক আনতে চাচ্ছিলেন? কারন পুরানো স্টেকস তো আছেই।

    13-Nov-2017 2:45 pm

    14-Nov-2017 12:07 am



    ফেসবুক আবার জ্বালাময়ি করে তোলার মত ইশুর আকাল পড়েছে অনেক দিন ধরে। নাকি আগুন জ্বলছে কিন্তু আমি সব কিছু থেকে আনসাবসক্রইব করে রেখেছি বলে দেখছি না? :-)


    শীতকাল চলে এসেছে। এখন আর ভালো-মন্দ দেখলে ঐ রকম আর অস্থির লাগে না যেটা একসময় লাগতো। সব কিছু সয়ে আসছে।


    শুধু আমি না। মনে হচ্ছে সবাই কেমন জম্বি মুডে আছে।
    যে খেতে পারে, "দাবি তুলার" ইচ্ছা তার পরে জাগে।

    14-Nov-2017 12:07 am

    14-Nov-2017 12:44 am


    নয়ডা মার্ডার কেইস। রহস্য কাহিনি পড়তে চাইলে নভেল না পড়ে এখন রিয়েল লাইফের গুলো পড়ি। আমাদের দেশে এরকম হয় না কারন এখানে সমাধান হয় টাকা দিয়ে।

    ভারতের এই রহস্য কাহিনী এখনো চলছে। ১০ বছর ধরে পড়ছি। একের পর এক ফোল্ড আর আন ফোল্ড।

    এক মেয়ে মারা গিয়েছে? খুনি কে? বাসায় শুধু চাকর, বাপ ও মা ছিলো। চাকর পলিয়েছে। তাকে ধরতে ছুটে পুলিশ।

    তিন দিন পর বের হয় ঐ বাসারই ছাদে চাকরের লাশ পড়ে আছে। তিন দিন আগেই তাকে খুন করা হয়েছে।

    এর পর বহু ঘটনা, নতুন এভিডেন্স, থিউরি, হাইপোথিসিস। নভেলের মত। উইকিপিডিয়ার আর্টিক্যলও বিশাল। এর সাথে আছে নেটে সার্চ করলে খবরের পর খবর।

    https://en.wikipedia.org/wiki/2008_Noida_double_murder_case

      Comments:

    14-Nov-2017 12:44 am

    14-Nov-2017 8:21 am


    ভারতের নোট বাতিলের ১ বছর।


    হুট করে এই দিন গত বছর মোদি ৫০০ আর ১০০০ টাকার সব নোট বাতিল করে। জনগনের মাঝে ক্রাইসিস পড়ে যায়। বলে সব নোট ব্যংকে জমা দিয়ে কোথা থেকে টাকা পেয়েছে ব্যখ্যা করে নতুন টাকা নিতে হবে।

    ব্যংকে ব্যংকে আকাশচুম্বি লাইন। ভোগান্তি। বাজারে কেনা কাটা বন্ধ। ব্যবসা প্রতিষ্ঠান ক্যশের অভাবে একের পর এক ক্লোজড।

    এর পরও যে কারনে এত কষ্ট করা হয়েছিলো সেটা ফেইল করে।

    বলা হয়েছিলো: কালো টাকার মালিকরা তাদের টাকা ব্যংকে জমা দেবে না। এভাবে ৭৫% টাকা শুধু জমা পড়বে। বাকি টাকা বাতিল।

    শেষ খবর: ৯৯% টাকা জমা পড়েছে। কালো-সাদা সব টাকা দিব্যি আছে।

    পরে বলা হয়েছিলো কালো টাকা না। বরং ক্যশ থেকে ডিজিটাল ট্রানজাকশানে যাবার জন্য এটা করেছে। তাহলে ট্যক্স নিতে সুবিধা হয়। এক বছর পর এখনো ইন্ডিয়ায় সেই ক্যশই চলছে আগের মত। ডিজিটাল বহু দূর।

    মোদি তখন বলছিলো: ধর্য্য ধরো, এতে GDP বাড়বে। উল্টো এর পরের বছর GDP কমে অর্ধেক হয়ে গিয়েছে। ১০% থেকে ৫%।


    শিক্ষা:

    আমাদের মত সাধারন মানুষদের ধারনা আছে কিছু লোক অনেক টাকার মালিক। তাদের টাকা লুট করে গরিবদের মাঝে ভাগ করে দিলে গরিব আর গরিব থাকতো না। এটা ভুল ধারনা। এর পরও যখনই নতুন কেউ ক্ষমতা পায় তখন প্রথমে এই কাজটা করে।

    সৌদিতে এখন এটা হচ্ছে। দশ বছর আগে বাংলাদেশে হয়েছিলো।


    মুসলিমদের শিক্ষা:

    কিভাবে ভারতের জনগন এর পরও মোদির পক্ষে ছিলো। এত কষ্টের পরও। এই রকম নেতার সাথে ঐক্যবদ্ধ থাকতে পারা একটা বড় গুন। বিজয়ের পূর্বশর্ত।

    মুসলিমদের মাঝে এটার বড় অভাব।

    14-Nov-2017 8:21 am

    14-Nov-2017 1:00 pm


    খবর:

    রাজধানীর কাকরাইলে তাবলীগ জামে মসজিদে মুসল্লিদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
    রমনা থানার ওসি কাজী মাইনুল হক জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

  • ইত্তেফাক।
      Comments:
    • http://www.ittefaq.com.bd/capital/2017/11/14/135691
    • or maybe that's not the end of it. Just the start. Things are more likely to go downhill from here. Far more than what's happening now.
    • উনি আরম্ভ করেছেন "না জেনে বলবেন না" "হামলা হয়নি" দাবি দিয়ে। শেষ করেছেন রুম ভাংচুর আর হাতাহাতির খবর দিয়ে। Nafiul Hoque Parvez

    14-Nov-2017 1:00 pm

  • 14-Nov-2017 9:36 pm


    নেটে এই খবরটা সার্কেল খাচ্ছে। google translation দিয়ে পড়তে পারেন যে চান।

    সামারি হলো সৌদি ফরেন মিনিষ্টার লিখেছেন বিন-সালমানকে ইজরাইলের সাথে ঐক্যের চুক্তিতে আসার জন্য। ইরানের বিরুদ্ধে। বাকি যা প্রবলেম আছে জেরুজালেম, ফিলিস্তিন সেগুলো সমাধান করা যাবে। জেরুজালেমকে ইজরাইল কিছুটা স্বাধিনতা দিয়ে রাখবে, আর ফিলিস্তিনিদের আরবরা নিজেদের দেশে ঠাই দেবে... আরো অনেক কিছু। আমার পড়ার সময় নেই। :V

    আল-আখবার হলো লেবাননের দৈনিক।

    সাইড নোট: এই খবরটা বেরুনোরপর সৌদি ফরেন মিনিস্টারকে জিজাসা করেছিলো সাংবাদিকরা ইজরাইলের সাথে চুক্তি করেছেন কিনা? উনি জবাব দেন নি। আরো অনেক খবর আছে, যারা ইন্টারেষ্টেড।

    আমি ব্যস্ত চাকরি-কাজ নিয়ে। :V

    http://www.al-akhbar.com/node/286434

    http://www.al-akhbar.com/node/286434

    14-Nov-2017 9:36 pm

    15-Nov-2017 2:01 pm


    ছবি থেকে ইংরেজি মাসের কত তারিখ?

    উপরে-নিচে একটা কালো দাগ আছে। একটু গাড়। এটা আকাশের শুন্য রেখা। সূর্য মার্চের ২০ তারিখ এর উপর থাকে। এর পর এই দাগ থেকে ডান দিকে যেতে যেতে, ১২ মাসে একবার ঘুরে আবার দাগের উপর আসে।

    ২৪ টা দাগে যেহেতু গ্লোবটা ভাগ করা আছে, তাই দুই দাগে ১ মাস। সূর্য ১৫ দাগ ডানে আছে। মার্চের ২০ তারিখ + সাড়ে ৭ মাস = নভেম্বরের ১০ তারিখের মত।

    দ্বিতীয় পদ্ধতি: গ্লোবে ডানে-বামে লাল দাগ আছে। সূর্য এর দুই সাইডে উঠা নামা করে সারা বছরে। ডিসেম্বরে সবচেয়ে নিচের দাগে থাকে, আবার জুনে সবচেয়ে উপরের দাগে। ছবিতে দেখা যাচ্ছে সবচেয়ে নিচের দাগের প্রায় কাছে চলে এসেছে। তাই নভেম্বর। ডেসেম্বরে নিচের দাগটা টাচ করে আবার উপরে উঠা আরম্ভ করবে।

    উপরে-নিচের কালো দাগকে বলে vernal equinox. ডানে-বামের দাগ হলো equator.

    15-Nov-2017 2:01 pm

    15-Nov-2017 8:07 pm


    দেওবন্দের সাথে নিজামুদ্দিনের কিছু ব্যপারে মতপার্থক্য ৯০ সাল থেকে ছিলো, দেখেছি। কিন্তু সবই বুঝে শুনে চলতো। সমস্যা হতো না।

    এর পর মাওলানা সাদ আসার পরে উনি প্রচন্ড এমফেসাইজ দিয়ে উনার কথা বলা আরম্ভ করলেন। কিছু লোক দেওবন্দে প্র়শ্ন নিয়ে গেলো "উনি এই এই বলেছেন, ঠিক?" উনারা বললেন ঠিক না।

    আগে হলে দুই পক্ষই সূর নরম করে ফেলতো। কিন্তু এর সাথে যোগ হলো নেতৃত্বের গন্ডোগোল। নিজামুদ্দিন থেকে বলা হলো মাসলা জিজ্ঞাসা করতে হলে মারকাজে প্রশ্ন জমা দেবেন, আমরাই ফতোয়া দেবো। দেওবন্দে যাবেন না। That was the straw that broke the camel's back.

    দেওবন্দ মাওলানা সা'দ এর বিরুদ্ধে ফতোয়া নিয়ে এলো। তখনোও একটা কম্প্রোমাইজের ভালো সময় ছিলো। কিন্তু মাওলানা সা'দ যতটুকু গুরুত্ব দেয়া উচিৎ ছিলো, ততটুকু দেন নি। যখন গুরুত্ব দিলেন তখন সবাই একটা প্রান্তে দাড়িয়ে গিয়েছে।

    যতটুকু ফলো করেছি খবর থেকে। এর পেছনে হয়তো আরো ঘটনা আছে যেগুলো জানি না।

      Comments:
    • বর্তমানে তবলিগের ইন-চার্জ।
    • জায়গার নাম। "কাকরাইল" যেমন জায়গার নাম।

    15-Nov-2017 8:07 pm

    16-Nov-2017 1:49 am


    Another proof against evolution. This is a followup after Morocco skull, but found in China. Covered by Newsweek.

    http://www.newsweek.com/archaeology-skull-evolution-homo-sapiens-homo-erectus-human-710973

    16-Nov-2017 1:49 am

    16-Nov-2017 12:43 pm


    মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ এখন কাকরাইলের উপদেষ্টা (Y)

    16-Nov-2017 12:43 pm

    16-Nov-2017 2:59 pm


    অতীত দিনের কিছু আইকনিক ছবি। এখন ইতিহাস।


    ছোটবেলার ফেবারেট রংয়ের শেইড। এই এয়ারলাইন এখন আর নেই।


    বাগদাদের আইকনিক মনুমেন্ট। শহরে বেরুলে যেটা চোখে পড়তো।


    আমাদের স্কুলের ড্রেস ছিলো এরকম।
    // এখানে আমি নেই।


    কুয়েতের আইকনিক ওয়াটার টাওয়ার।


    খুবই প্রচতলিত স্টেম্প এককালে চিঠিতে লাগানো হতো।

    16-Nov-2017 2:59 pm

    17-Nov-2017 8:16 am


    Was wondering, খাওয়ারিজদের বিরুদ্ধে সাবধান করে যত হাদিস আছে, শিয়াদের বিরুদ্ধে অত নেই কেন?

    Up for everyone's explanation.

      Comments:
    • ব্লক করতে হয় এলাকা পরিষ্কার করার জন্য। যারা ব্লক করে না, তাদের কমেন্ট সেকশন আগ্নেয়গিরি হয়ে থাকে। ফেসবুক ঘাটলে দেখতে পারবেন। এবং তারা সেটাই এনজয় করে। তাই অভিযোগ করছি না।
    • ^ I don't wonder about these though.
    • never searched for, as I never wondered about these. :V
    • ^ শিয়াদের হাদিস বই আলাদা সুন্নিদের থেকে।

    17-Nov-2017 8:16 am

    17-Nov-2017 2:16 pm


    আকিদা:

    আকিদার জন্য আমাদের মতো আম-দের এতটুকু যথেষ্ট যে,

    আমানতু বিল্লাহি - আল্লাহকে বিশ্বাস করি।
    ওয়া মালাইকাতিহি - উনার ফিরিস্তাদের।
    ওয়া কুতুবিহি - উনার কিতাব সমুহতে।
    ওয়া রাসুলিহি - উনার রসুলদের।
    ওয়াল ইয়ামুল আখিরি - আখিরাতে।
    ওয়াল কাদরি, খাইরিহি... ... - তকদিরে, ভালো মন্দ আল্লাহ থেকে আসে।
    ওয়া বা'সা বা'দাল মাউত - মৃত্যুর পরে আবার জীবিত হওয়াতে।

    আর দ্বিতীয়তঃ

    আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমায়িহী ওয়া ছিফাতিহী ওয়াক্বাবিলতু জামিয়া আহ্কামিহী ও আরকানিহী।

    আমি আল্লাহর নাম আর গুন যেরকম সে রকম ভাবে আল্লাহতে বিশ্বাস করলাম। এবং উনার সমস্ত হুকুম নিয়ম মেনে নিলাম।

    প্রশ্ন: "কিন্তু কেউ যদি... ... ..."
    উত্তর : আলেমরা দেখবেন। তাদের এই বিষয়ে সমাধান করা আছে।

    The point is এর থেকে বেশি কিছুর স্বিকৃতি দেবার জন্য নেটে যদি কেউ আপনাকে চেপে ধরে, তবে চুপ থেকে পালান।

    সে তার মতবাদগুলোকে যত বিশ্বাসের সাথে জোর গলায় প্রচার করছে দলিল দিয়ে, এমন কোনো নিশ্চয়তা নেই যে এই ইলম হাশরে আমার বিন্দু মাত্র কাজে আসবে। উল্টো তার কথায় স্বিকৃতি দেয়া বা বিরোধিতা করার মাধ্যমে আমার ধরা খেয়ে যাবার আশংকা আছে। যেটা তার সাথে তর্কে গেলেই আমি পড়ে যাবো।

    আল্লাহ তায়ালা এই ফিতনার সময় আমাদের হিফাজত করুন।

      Comments:
    • FAQ: কিন্তু কেউ যদির বিভিন্ন ভার্শন --
      "কিন্তু কেউ যদি বলে কিন্তু মানে না?"
      "অমুক দলও এই বলে আপনি তাদেরও সেই বলবেন?"
      "ঐ ব্যপারে তাহলে না মানলেও চলবে? আপনার লিষ্টে সেটা নেই কেন?"
      ....
    • ডট ডটগুলো আরো বাড়িয়ে দিলাম। যারা আরবী জানেন তারা জানেন। যারা জানেন না তারা এখান থেকে মুখস্ত করবে না ধরে নিচ্ছি। অর্থটা ইম্পর্টেন্ট।

    17-Nov-2017 2:16 pm

    17-Nov-2017 6:30 pm


    কাকরাইলের ১১ জন শুরা:
    ১। মোজাম্মেল হক।
    ২। ফারুক।
    ৩। মোশাররফ।
    ৪। যোবায়ের।
    ৫। ওয়াসিফুল ইসলাম।
    ৬। নাসিম।
    ৭। রবিউল হক।
    ৮। ইউনুস শিকদার।
    ৯। মোহাম্মাদ হোসেন।
    ১০। ওমর ফারুক।
    ১১। নূর মোহাম্মদ।

    17-Nov-2017 6:30 pm

    17-Nov-2017 11:58 pm


    জীবনের কোনো সময়ে শিয়াদের খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছিলো। তাদের অন্তর ঘৃনায় ভরা। তারা দ্বিনের শিক্ষা পেতে পেতে এই রকম হয়েছে। ঘৃনা করাকে তারা তাদের দ্বিনের অংশ মনে করে।

    স্পেকট্রামের উল্টো দিকে খারেজিরা। দেখলাম তাদের অন্তরও ভরা ঘৃনায়। শিয়াদের প্রতিচ্ছবি। এবং এই ঘৃনা করাকে তারাও দ্বিনের অংশ মনে করে।

    আল্লাহ তায়ালা আমাকে আর আমার বংশধরদের যেন এই দুই প্রান্ত থেকে হিফাজত করেন।

    17-Nov-2017 11:58 pm

    18-Nov-2017 1:55 am


    New DNS server in town.
    Tired of Google's 8.8.8.8 DNS?

    Now there's a new one: 9.9.9.9.
    Run by IBM and called Quad9.

    Extra feature is that it filters malware sites.
    Which google's one doesn't.

    Check news.

    18-Nov-2017 1:55 am

    18-Nov-2017 7:54 am



    হারিরির অবস্থা দেখে মনে পড়লো: নেতৃত্ব নেবার ব্যপারে ইসলামে প্রচন্ড ডিসকারেজ করা হয়েছে। তবে নেতৃত্ব যদি কারো উপর চলে আসে তবে ছেড়ে দেবার ব্যপারেও ডিসকারেজ করা হয়েছে। যদি না সে যোগ্য কাউকে পায়।


    জিমবাবুয়ের মুগাবের অবস্থা দেখে মনে পড়লো : নেতৃত্ব পেলে কেউ ছাড়তে চায় না। যদিও একটা বয়সের পর নেতা নেতৃত্ব দিতে পারে না। শক্তি নেই বলে। বয়সটা ধরা হয় ৭০। এর পর সে অধস্তনদের উপর নির্ভরশীল হয়ে যায় যারা সত্যিকারে দেশ বা দল চালায়। সম্রাজ্যে ধ্বস নামে।


    দিকে দিকে এখন যুদ্ধ-দ্বন্ধের বড় কারন হলো প্রয়োজনের থেকে বেশি মানুষ নেতৃত্বের প্রত্যাশি হয়ে গিয়েছে। সবার নিয়ত ভালো। দ্বিনের উপকার করা বা জনগনের উপকার করা। এবং তাদের বিশ্বাস এই কাজ করার জন্য তারা ছাড়া আর ভালো কেউ নেই।

    নিয়ত ভালো, পরিনতি খারাপ।

    18-Nov-2017 7:54 am

    18-Nov-2017 2:53 pm


    সোদিতে আজকে ২৯ তারিখ। আজকে সন্ধ্যায় চাদ দেখা যাবে না। ৩০ দিন পূর্ন করে কালকে সন্ধ্যা থেকে রবিউল আউয়াল আরম্ভ।

    বাংলাদেশে পরশু সন্ধা থেকে ইনশাল্লাহ।

    কালকে সন্ধ্যায় চাদ দেখার পসিবিলিটি স্কেনের ছবি। হলুদ মানে আকাশ একেবারে পরিষ্কার থাকলে দেখা যাবে। সবুজ মানে সহজেই দেখা যাবে।

    ভারত বাংলাদেশ হলুদে থাকলেও আগর দিন যেহেতু সৌদিতে দেখা যায় নি, তাই স্পষ্ট দেখা না গেলে তারা ঘোষনা দেবে না।

      Comments:
    • নেটে এভেইলেবেল ভিন্ন স্কেন এক ইউনিভার্সিটির তৈরি করা যেটার লাইনের সাথে habibur.com এ তৈরি স্কেন ১০০% মিলে। দুটোই একই ক্রাইটেরিয়া ফলো করে।

    18-Nov-2017 2:53 pm

    18-Nov-2017 4:07 pm


    সৌদি নিউজ:

    ধরপাকড়ের পরে ফ্রান্সের প্রেসিডেন্ট মেকরন সৌদি ঘুরে গিয়েছিলো।

    আজকে হারিরি টুইট করছে, "আমাকে বন্ধি করলো কে? এই যে আমি এয়ার পোর্ট যাচ্ছি।"

    ভাবলাম লেবাননে ফিরে যাচ্ছেন। প্রবলেম সলভড।

    এখন খবর উনি নেমেছেন ফ্রান্সে। :-)

    তবে সৌদি ঠান্ডা হয়ে আছে। নতুন কিছু না ঘটলে আর কোনো খবর নেই।

    18-Nov-2017 4:07 pm

    18-Nov-2017 11:31 pm


    কিছু কমন প্রশ্নের উত্তর: "...কিভাবে নামাজ পড়বো?"


    এর আগে স্বিদ্ধান্ত নেন আপনি: কোরআন হাদিস নিজে পড়ে নামাজের নিয়েম নিজে নিজে বের করে নিতে চাচ্ছেন? নাকি কারো কাছে শুনে জানতে চাচ্ছেন কি ভাবে নামাজ পড়বেন?

    কিন্তু এই প্রশ্ন তাকে করলে সে আমতা আমতা করতে থাকে। এই আমতা আমতা শেষ হয় না তাকে নামাজের নিয়ম ব্যখ্যা করে বুঝিয়ে দিলেও।

    এখানে তার মূল প্রশ্ন কিভাবে নামাজ পড়বে সেটা না। বরং কাকে অনুসরন করবে সেটা নিয়ে। সে সালাফি মানহাজ অনুসরন করবে নাকি হানাফি মাজহাব ডিসাইডেড না।

    তাই তার উচিৎ ঐ প্রশ্ন আগে রিজলভ করে আনা।

    কিভাবে নামাজ পড়বো সেটা এর পরের প্রশ্ন।


    ব্যক্তিগত ভাবে কে কিভাবে নামাজ পড়বে এটা নিয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। যেমন নেই কেউ সালাফি নাকি হানাফি সেটা নিয়ে। সে যেভাবে ইচ্ছা পড়ুক। কিন্তু তার কনফিউশন আর একই প্রশ্ন বার বার করা থেকে বাচা হলো আমার প্রথম কনসার্ন।

    দ্বিতীয় কনসার্ন হলো এক বছর পরে এসে সে যখন বলতে থাকবে "তোমাদের নামাজ হয় না...." তখন তার আক্রমন থেকে নিজে বাচা।


    এ জন্য "কিভাবে নামাজ পড়বো?" এই প্রশ্নের উত্তর দিতে হয় না। সে জানে।

    সে জানে না সে হানাফি নাকি সালাফি।

    18-Nov-2017 11:31 pm

    18-Nov-2017 11:56 pm


    কাকরাইলের আসল ঘটনা। কার পোষ্ট জানা নেই। কারন যে শেয়ার করেছে সে লিংক দেয় নি।
    ______
    কাকরাইল মসজিদ মাদরাসার ব্যাপারে মিথ্যাচার করা, কিংবা বিভ্রান্ত করা বা বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি...
    যেখানে উলামায়ে হিন্দ, এবং উলামায়ে বাংলাদেশ সমস্যার সমাধান চাচ্ছে! সেখানে গুটি কয়েকজন মুরব্বি ওয়াসিফ বা ওয়াসিফ পন্থিরা উলামায়ে কেরামের কোন তোয়াক্কা করছেনা।
    বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কাকরাইলের মাশওয়ারায় বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি করে।
    আজকেও তারা মাশওয়ারায় বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি করেছে।
    ১৭ তারিখ থেকে ৩ চিল্লা সাথীদের ৫ দিনের জোড়, সারা বাংলাদেশের ৩ চিল্লার সাথীগণ আসেন, তাই প্রত্যেকটি জেলার জন্য সকল "আহলে শুরা মুরব্বিগণের" পরামর্শ সাপেক্ষে আলাদাভাবে জায়গা নির্ধারণ করা হয় এবং ফায়সালা হয়ে যাওয়ার পর সেটার ম্যাপ তৈরি করা হয়।
    মাশওয়ারা সাপেক্ষে নারায়ণগঞ্জ জেলাকে এই বৎসর মিম্বারের সামনে দেওয়া হয়েছে এবং সে অনু্যায়ী ম্যাপ'ও বানানো হয়েছে, যেটা প্রায় একমাস আগেই মাশওয়ারা হয়ে গেছে। কিন্তু হঠাৎ সেটা পরিবর্তন করে ফেলেন, ওয়াসিফ সাহেব একক ভাবে ফায়সালা দিয়ে গত শনিবার ১১ /১১/১৭ তারিখে, এবং নারায়ণগঞ্জ জেলা'কে মিম্বারের সামনে থেকে সরিয়ে অন্যত্রে দিয়ে দেন।
    এ কাজটি করেছে এমন সময় যখন কাকরাইলের অধিকাংশ মুরব্বিয়ানে কেরাম পাকিস্তান এজতেমায় ছিলেন,
    তাদের অগোচরে কাজটি করা হয়, কোন ধরনের পরামর্শ ছাড়াই! বিশেষ কোন অজানা উদ্দেশ্যে।
    মুরব্বিয়ানে কেরাম পাকিস্তান থেকে ফিরে আসেন সোমবার ১৩/১১/১৭ তারিখে, তখন উনাদেরকে এ ব্যাপারে অবগত করেন নারায়ণগঞ্জ সাথীরা মঙ্গলবার ১৪/১১/১৭ তারিখ সকালে মাশওয়ারার নির্ধারিত টাইমে। তখন ভাই ওয়াসিফ কথা এড়িয়ে যাওয়ার জন্য বলেন, এ ব্যাপারে পরে পরামর্শ করে জানানো হবে। তখন মুফতি নজরুল সাহেব এ ব্যাপারটি এড়িয়ে যেতে দিলেন না, তিনি বললেন, এ ব্যাপারে মুরব্বিদের জানানো হয়েছে উনারা ফায়সালা দিবেন, "আপনি বলার কে" এরপর বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন, উপস্থিত সাথীরা, মাওলানা জোবায়ের সাহেব পরিস্থিতি ঠান্ডা করতে চাইলে হযরতের সাথে বেয়াদবি মূলক আচরণ করা হয় এবং অশালীন ভাষায় গালাগালি করে আকরাম নামের এক ব্যক্তি। তখন বাকবিতণ্ডা হাতাহাতি পর্যায় চলে যায়।
    এক পর্যায়ে আকরাম এবং তার সাথে আরো কয়েকজন কোটি হৃদয়ের স্পন্দন হাফেজ মাওলানা জোবায়ের সাহেবের দিকে তেড়ে যায় এবং হযরতের উপর হাত উঠানোর চেষ্টা করে। তখন হযরতকে হযরতের রুমের ভিতর নিরাপদে নিয়ে যান কাকরাইলের অন্যান্য মুরব্বিয়ানে কেরাম এবং হাজি সেলিম (তাবলীগের পুরানোসাথী), এবং পলাশ ভাই, এজন্য তাদের দুজনকেই মারধর করা হয়, এক পর্যায় হাজি সেলিমের শরীরে থাকা পাঞ্জাবি ছিড়ে ফেলা হয়. তখন কাকরাইলের মুরব্বি মাওলানা মুজ্জাম্মেল হক্ব সাহেবের ছেলে আনাস ভাই তাকে বাচানোর জন্য মুজ্জাম্মেল হক্ব সাহেবের রুমে নিয়ে জান এবং দরজা আটকিয়ে ফেলেন, কিন্তু তারা (আকরাম এবং তার লোকজন) হাজি সেলিমকে মারার জন্য হযরতের রুমের দরজা ভেঙ্গে ফেলে, সে মুহূর্তে কাকরাইলের ছাত্ররা খবর পায় যে, জোবায়ের সাহেবের উপর হামলা হয়েছে, তার বাধা দিতে ছুটে যায়, তারা যখন আসে তাদেরকেও মারা হয়, ছাত্রদের আধিক্য দেখে কয়েকজন দৌড়ে পালায়, ততক্ষণে আরো কিছু তাবলীগি সাথী, সালওয়ালা উলামায়ে কেরাম সেখানে উপস্থিত হয়ে যান। যখন তারা জানতে পারেন, আকরাম নামের লোকটি মুরব্বি নাসিম সাহেবের রুমে অবস্থান করছে, তাকে বের হতে বলা হয়, সে বের না হওয়ায় নাসিম সাহেবের রুমের দরজা ভাঙ্গা হয় এবং তাকে সাথীরা মারধর করে, পরে মুরব্বিরা তাকে কাকরাইল থেকে বেরিয়ে যেতে বলে, সে চলে যায়।
    কিছু মিথ্যাবাদী মিডিয়া-ফেসবুক দ্বারা মিথ্যাচার করছে যে, ছাত্রদের দ্বারা মুরব্বিদের মারা হয়েছে।
    আমি একজন কাকরাইলের প্রাক্তন ছাত্র হিসাবে বলছি, এমনটি করা আমাদের থেকে কখন'ই সম্ভব না, কারণ আমরা মুরব্বিদের কে পিতার মতই সম্মান করি।
      Comments:
    • ২২ টাকা জিবি কিভাবে? আমি বাংলা লিংকে ২২০ টাকা জিবি।
    • তাহলে এর পরও মাসিক খরচ ১৮০/= নিচে নামছে না। তাহলে হলো না।

    18-Nov-2017 11:56 pm

    19-Nov-2017 8:02 am


    এই লোক চাকরি হারায় কিনা দেখার অপেক্ষায়। যতই নুরেমবার্গ কোর্ট তৈরি হোক না কেন, কোনো সেনাপতি যদি প্রশ্ন ছাড়া আনুগত্য না দেখায়, তবে সে রিলায়েবেল না। যুদ্ধের সময়ে সে শত্রু।

    সে চাকরি হারাবে বলছি না। তবে আম্রিকার ভেতর থেকে শক্তি অনেক কমে আসছে এটা এর প্রতিপক্ষও টের পাচ্ছে।

    https://www.defensenews.com/space/2017/11/18/stratcom-head-would-push-back-on-illegal-nuclear-launch-order/

    19-Nov-2017 8:02 am

    19-Nov-2017 8:11 am


    কাকরাইলের সে দিনকার ঘটনা। মূল লিখা কার সেটা জানা নেই। কারন যে শেয়ার করেছে সে লিংক দেয় নি।

    এখােনে প্রশ্ন উঠতে পরে গন্ডোগোলের "কারন এই" মানে সামান্য কিছু। কিন্তু কারন শুধু এতটুকু থাকলে ঘটনা এতদূর যেতো না। বারুদ হয়ে আছে বলে ঘটনা এতদূর। কেন বারুদ হয়ে আছে সেটাই মূল কারন।

    ______

    কাকরাইল মসজিদ মাদরাসার ব্যাপারে মিথ্যাচার করা, কিংবা বিভ্রান্ত করা বা বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি...

    যেখানে উলামায়ে হিন্দ, এবং উলামায়ে বাংলাদেশ সমস্যার সমাধান চাচ্ছে! সেখানে গুটি কয়েকজন মুরব্বি ওয়াসিফ বা ওয়াসিফ পন্থিরা উলামায়ে কেরামের কোন তোয়াক্কা করছেনা।

    বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কাকরাইলের মাশওয়ারায় বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি করে।

    আজকেও তারা মাশওয়ারায় বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি করেছে। ১৭ তারিখ থেকে ৩ চিল্লা সাথীদের ৫ দিনের জোড়, সারা বাংলাদেশের ৩ চিল্লার সাথীগণ আসেন, তাই প্রত্যেকটি জেলার জন্য সকল "আহলে শুরা মুরব্বিগণের" পরামর্শ সাপেক্ষে আলাদাভাবে জায়গা নির্ধারণ করা হয় এবং ফায়সালা হয়ে যাওয়ার পর সেটার ম্যাপ তৈরি করা হয়।

    মাশওয়ারা সাপেক্ষে নারায়ণগঞ্জ জেলাকে এই বৎসর মিম্বারের সামনে দেওয়া হয়েছে এবং সে অনু্যায়ী ম্যাপ'ও বানানো হয়েছে, যেটা প্রায় একমাস আগেই মাশওয়ারা হয়ে গেছে। কিন্তু হঠাৎ সেটা পরিবর্তন করে ফেলেন, ওয়াসিফ সাহেব একক ভাবে ফায়সালা দিয়ে গত শনিবার ১১ /১১/১৭ তারিখে, এবং নারায়ণগঞ্জ জেলা'কে মিম্বারের সামনে থেকে সরিয়ে অন্যত্রে দিয়ে দেন।
    এ কাজটি করেছে এমন সময় যখন কাকরাইলের অধিকাংশ মুরব্বিয়ানে কেরাম পাকিস্তান এজতেমায় ছিলেন, তাদের অগোচরে কাজটি করা হয়, কোন ধরনের পরামর্শ ছাড়াই! বিশেষ কোন অজানা উদ্দেশ্যে।

    মুরব্বিয়ানে কেরাম পাকিস্তান থেকে ফিরে আসেন সোমবার ১৩/১১/১৭ তারিখে, তখন উনাদেরকে এ ব্যাপারে অবগত করেন নারায়ণগঞ্জ সাথীরা মঙ্গলবার ১৪/১১/১৭ তারিখ সকালে মাশওয়ারার নির্ধারিত টাইমে। তখন ভাই ওয়াসিফ কথা এড়িয়ে যাওয়ার জন্য বলেন, এ ব্যাপারে পরে পরামর্শ করে জানানো হবে। তখন মুফতি নজরুল সাহেব এ ব্যাপারটি এড়িয়ে যেতে দিলেন না, তিনি বললেন, এ ব্যাপারে মুরব্বিদের জানানো হয়েছে উনারা ফায়সালা দিবেন, "আপনি বলার কে" এরপর বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন, উপস্থিত সাথীরা, মাওলানা জোবায়ের সাহেব পরিস্থিতি ঠান্ডা করতে চাইলে হযরতের সাথে বেয়াদবি মূলক আচরণ করা হয় এবং অশালীন ভাষায় গালাগালি করে আকরাম নামের এক ব্যক্তি। তখন বাকবিতণ্ডা হাতাহাতি পর্যায় চলে যায়।

    এক পর্যায়ে আকরাম এবং তার সাথে আরো কয়েকজন কোটি হৃদয়ের স্পন্দন হাফেজ মাওলানা জোবায়ের সাহেবের দিকে তেড়ে যায় এবং হযরতের উপর হাত উঠানোর চেষ্টা করে। তখন হযরতকে হযরতের রুমের ভিতর নিরাপদে নিয়ে যান কাকরাইলের অন্যান্য মুরব্বিয়ানে কেরাম এবং হাজি সেলিম (তাবলীগের পুরানোসাথী), এবং পলাশ ভাই, এজন্য তাদের দুজনকেই মারধর করা হয়, এক পর্যায় হাজি সেলিমের শরীরে থাকা পাঞ্জাবি ছিড়ে ফেলা হয়. তখন কাকরাইলের মুরব্বি মাওলানা মুজ্জাম্মেল হক্ব সাহেবের ছেলে আনাস ভাই তাকে বাচানোর জন্য মুজ্জাম্মেল হক্ব সাহেবের রুমে নিয়ে জান এবং দরজা আটকিয়ে ফেলেন, কিন্তু তারা (আকরাম এবং তার লোকজন) হাজি সেলিমকে মারার জন্য হযরতের রুমের দরজা ভেঙ্গে ফেলে, সে মুহূর্তে কাকরাইলের ছাত্ররা খবর পায় যে, জোবায়ের সাহেবের উপর হামলা হয়েছে, তার বাধা দিতে ছুটে যায়, তারা যখন আসে তাদেরকেও মারা হয়, ছাত্রদের আধিক্য দেখে কয়েকজন দৌড়ে পালায়, ততক্ষণে আরো কিছু তাবলীগি সাথী, সালওয়ালা উলামায়ে কেরাম সেখানে উপস্থিত হয়ে যান। যখন তারা জানতে পারেন, আকরাম নামের লোকটি মুরব্বি নাসিম সাহেবের রুমে অবস্থান করছে, তাকে বের হতে বলা হয়, সে বের না হওয়ায় নাসিম সাহেবের রুমের দরজা ভাঙ্গা হয় এবং তাকে সাথীরা মারধর করে, পরে মুরব্বিরা তাকে কাকরাইল থেকে বেরিয়ে যেতে বলে, সে চলে যায়।
    কিছু মিথ্যাবাদী মিডিয়া-ফেসবুক দ্বারা মিথ্যাচার করছে যে, ছাত্রদের দ্বারা মুরব্বিদের মারা হয়েছে।

    আমি একজন কাকরাইলের প্রাক্তন ছাত্র হিসাবে বলছি, এমনটি করা আমাদের থেকে কখন'ই সম্ভব না, কারণ আমরা মুরব্বিদের কে পিতার মতই সম্মান করি।

    19-Nov-2017 8:11 am

    19-Nov-2017 2:11 pm


    Google's Pixel offering real time translation of spoken language. Amazing that the Babelfish described in the Hitchhiker's guide to the Galaxy has come to life.

    Or at least: is coming to. :-)

    https://www.nbcnews.com/mach/video/google-s-pixel-buds-let-you-translate-up-to-40-languages-in-real-time-1079414339986

      Comments:
    • Read the first one.

    19-Nov-2017 2:11 pm

    19-Nov-2017 3:58 pm


    Boston dynamics' robots doing back flips. Though not from a flat surface, yet! Which humans can. It needs a box to stand on.

    Robots, quad-copters, hover boards. We are living in the future portrayed in 1900s sci-fi.

    This post had an attachment, which is now missing

    19-Nov-2017 3:58 pm

    19-Nov-2017 6:43 pm


    তবলিগের অনেক খবর এখানে পোষ্ট করলেও এটা আমি করি শুধু খবর রাখার জন্য। "এটা হোক বা ওটা না হোক" এরকম আমার কোনো ইচ্ছে নেই। সত্যিকার অর্থে কি হলো বা না হলো তাতে আমার কিছু যায় আসে না।

    অন্যদের যায় আসে। তারা এই ব্যপারে চিন্তা করছেন।

      Comments:
    • Right. But there is no way one can convincingly dictate what's better in that situation. That was the point. Things might roll the other way I think is better and still end out in a good way.
    • Right. এ জন্য আমি থামানোর চেষ্টাও করছি না। কেউ থামাতে পারবে এটাও বিশ্বাস করি না। এ রকমই চলবে। এবং দলে দলে মানুষ যদি এতে পার্টিসিপেট না করে তবে চলবে কিভাবে?

      এটাই তকদির। আমার উদ্যেশ্য এই অবস্থায় নিজে বাচা। as dictated in those hadith.

    19-Nov-2017 6:43 pm

    19-Nov-2017 9:14 pm


    সৌদিতে গতকাল সন্ধ্যায় রবিউল আউয়াল আরম্ভ হয়েছে। আজকে ১ তারিখ শেষ হলো। সফর ২৯ দিনে হয়েছে।
    পাকিস্তানে আজকে সন্ধ্যায় চাদ দেখা গিয়েছে। সফর ২৯ দিনে।
    বাংলাদেশে চাদ দেখা যায় নি। কালকে সন্ধা থেকে রবিউল আউয়াল আরম্ভ।
    ইন্ডিয়ার খবর পাই নি।

    তাই এই মাসে বাংলাদেশ সৌদি থেকে ২ দিন পিছিয়ে থাকলো চাদের তারিখে।

      Comments:
    • ^ You should.

    19-Nov-2017 9:14 pm

    19-Nov-2017 11:37 pm


    অকে, Following,

  • নিজামুদ্দিন থেকে পাচ জন এসেছেন ৫ দিনের জোড়ে।

    - টংগির জোড়ে তাদের কোনো বয়ান দেয়া হয় নি।

    - ঢাকার নিজামুদ্দিন পন্থিরা উনাদের কাকরাইল এনে বাকি সবাইকে কাকরাইলে চলে আসতে বলছেন উনাদের বয়ান শুনতে।

    মানে জোড় এখন দুই ভাগ। এক ভাগ টংগিতে অন্য ভাগ কাকরাইলে।


    তাহলে কাকরাইলের সই করা কাগজই ফাইনাল?

    তাও না!

    এক শুরার সই করা কাগজে লিখা : "আমার আগের সই আমি সমর্থন করি না।"

    আরেকজনের অডিও : আমার মাথার কাছে দাড়িয়ে চাপ দিয়ে সই নিয়েছে।


    Keep watching. এই হিজরি বছর ঘুরতে হবে না, আমার আশংকা।

      Comments:
    • Mohammad Naimul Islam Opu এ ধরনের স্টেটাস গুলোকে পাত্তা না দিলে দেখবেন ছড়াবে না। হারিয়ে যাবে পরের স্টেটাসের পর। নেটে কত জন কত কথাই বলে। আপনি পাত্তা না দিলে কেউ দেবে না।
    • ঠিক। এ কারনে মানুষের কাছ থেকে সমর্থন খুজার দরকার নেই। যেহেতু আপনি নিশ্চিৎ জানেন আপনি কি চান। একটা সার্জারি চলছে। এটা আপনার থেকে অনেক উপরের লেভেলে যারা আছে তাদের সংশোধনের জন্য। এটা এখন দরকার আছে বলেই আল্লাহ তায়ালা দিয়েছেন। তাই এগুলো নিজের উপর টেনে আনার দরকার নেই।

    19-Nov-2017 11:37 pm

  • 20-Nov-2017 12:36 am


    শিয়ারা এখন মেইন স্ট্রিম। keep watching করেও খেয়াল করতে পারলাম না কখন কিভাব এটা হলো।

    হটাৎ করে দেখি,

    ইন্টারন্যশনাল যে ফোরামগুলো আগে সুন্নিদের দখলে ছিলো সেগুলোতে এখন শিয়া শায়েখদের লেকচার।

    ফেসবুকে কোনো শিয়া ছিলো না। এখন স্টেটাসে স্টেটাসে।

    জাহাঙ্গির স্যার মারা যাবার আগে দেশে ৩ লক্ষ শিয়া হবার হিসাব দিয়েছিলেন। এখন কত জানি না।

      Comments:
    • শিয়াদের চেনার জন্য? মাথায় কালো বা সাদা পাগড়ি গোল করে বাধা থাকবে যে পাগড়ির লেজ নেই। Binte Shahab
    • যেমন এই খবরের শায়েখ শিয়া।
      http://www.rtnn.net/bangla/newsdetail/detail/2/20/184842
      http://www.rtnn.net/bangla/newsdetail/detail/2/20/184842

    20-Nov-2017 12:36 am

    20-Nov-2017 2:55 am


    আমার কোনো স্টেটাস পড়ে overly attached হবার কোনো কারন নেই।

    কেউ যখন কমেন্টে অতিরিক্ত প্রশংসা করতে থাকে, বুঝি সামনে খারাপ সময় আসছে। এর পর তার অপছন্দের স্টেটাস চোখে পড়লে এই লোকই প্রচন্ড রাগ দেখানো আরম্ভ করবে।

    এ কারনে gullible লোকদের থেকে দূরে থাকার চেষ্টা করি। তাদের ইমোশোনাল স্টেবিলিটি নেই।

      Comments:
    • ব্লক কথাটা ব্যবহার করতে পারলাম না। জনগন আমাকে আবার অহংকারি ভাববে। তাই "দূরে থাকার চেষ্টা করি" PC statement. :V

    20-Nov-2017 2:55 am

    20-Nov-2017 1:13 pm


    "They believe variations in the speed of Earth’s rotation could trigger intense seismic activity, particularly in heavily populated tropical regions." aka, Dhaka.

    https://www.theguardian.com/world/2017/nov/18/2018-set-to-be-year-of-big-earthquakes

    20-Nov-2017 1:13 pm

    20-Nov-2017 6:28 pm


    আমি প্রেটি শিউর আমার পরবর্তি পোষ্টগুলো নিয়ে তবলিগওয়ালাদের সাথে লাগবে।

    এখন তাদের আগেই সব ব্লক করে দেবো। নাকি জিহাদিষ্টদের মত আরেকটা ড্রামার জন্য অপেক্ষা করবো সেটা হলো প্রশ্ন।

      Comments:
    • ক্যচালের আনেক গভীরে ঢুকে গেলে এর পর ফিরে আসা টাফ।

      "প্রথমে আমিও উনাকে ভালো মনে করে ফলো করতাম। পরে দেখি উনি এই/সেই..." এই ধরনের ডায়লগের তুবড়ি ছুটবে। যেন আমার কাছে বিশ্বাসের কোনো আমানত দিয়েছিলো কেউ। তার খেয়ানত করেছি।

      আগে থেকে ব্লক দিলে সেই আশংকা নেই।

    • ^ আপনি যেই হারে নাম-পিক চেইঞ্জ করেন। আপনাকে চিনতে না পেরে কখন ব্লক মারি সেই আশংকায় আমি নিজে আছি। :-)

    20-Nov-2017 6:28 pm

    20-Nov-2017 9:44 pm


    মনে করেন আমার ফ্রেন্ড লিষ্টে একজন চরমোনাইয়ের অনুসারি আছেন।


    এখন উনার উপস্থিতিতে আমি চরমোনাই সম্পর্কে ফ্রিলি কিছু বলতে পারবো না।

    ভালো কিছু বললে উনি প্রচুল লাইক, "ঠিক ঠিক" বলে এক্সপ্লেইন করবেন ভালোর সবটুকু আমি বলি নি।

    খারাপ কিছু বললে "আপনি কিছু জানেন না। ঐ রকম না। হা: হা: চরমোনাই নাকি সেই? না জেনে মন্তব্য করেন কেন? চরোমোনাই এইভাবে কাজ করে না।" অনেক কিছু।


    এখন উনি যদিও চরোমোনাই সম্পর্কে সবচেয়ে ভালো জানেন, আমাদের সবার থেকে। কিন্তু নিউট্রাল ভিউ উনার থেকে পাওয়া যাবে না। পাওয়া যাবে এমন একজন থেকে যে তাদের কাছা কাছি থাকে, কিন্তু এতে সাবসক্রাইবড না।


    বাহিরের লোকের কথায় তথ্যগত ভুল থাকবে। এর পরও তার কথা সেই মুরিদের কথা থেকে বেশি রিলায়েবল হবে।

    20-Nov-2017 9:44 pm

    20-Nov-2017 10:17 pm


    প্লেন তেলের ট্যংকি পূর্ন করে আকাশে উড়তে পারে। কিন্তু অনেক প্লেন তেল দিয়ে ট্যংক পূর্ন অবস্থায় নামতে পারে না। যেহেতু নামার সময় মাটিতে বাড়ি খায়। তেলের ওজনে পাখার ক্ষতি হয়।

    এ জন্য অপ্রত্যাশিত ল্যন্ডিংয়ের আগে আকাশেই তেল ফেলে দেয়ার সিসটেম থাকে।

    ভিডিওতে এরকম fuel dumping এর দৃশ্য। তেলটা বাষ্প হয়ে যায়। তরল না।

    https://www.youtube.com/watch?v=_Kc1agd6aEs&feature=youtu.be&t=2m20s

      Comments:
    • শায়েখের ছবি এজন্য কভার পেইজে দিয়েছিলাম। কিন্তু জনগনের প্রতিবাদের মুখে দু-দিন পরে নামিয়ে নিতে বাধ্য হয়েছি।
      // স্বাধিনতা নাই।

    20-Nov-2017 10:17 pm

    21-Nov-2017 9:52 am


    ফেসবুকে ব্লক করা মানে তার সাথে শত্রুতা করা না।
    ব্যক্তিগত ভাবে পরিচিতরা ফোনে যোগাযোগ করতে পারেন যে কোনো সময়।

    খুব কাছের কিছু লোকদের ব্লক করতে হচ্ছে। মনটা খারাপ লাগছে।
    তবে এটা নেসেসিটি। আপনার ভালোর জন্য।

    21-Nov-2017 9:52 am

    21-Nov-2017 10:29 am


    ক্লাসিক। তাই সেইভ করে রাখলাম। ইতিহাসের অংশ।

      Comments:
    • সাধারন কেউ হলে সেইভ করতাম না। কত জন কত কথাই তো বলে। উনি অসাধারন কেউ জানার পর এখন সিগনিফিকেন্ট।

    21-Nov-2017 10:29 am

    21-Nov-2017 2:01 pm


    কিছু দিন আগে ইন্টার স্টেলার একটা অবজেক্ট আমাদের সৌরজগৎ ঘুরে গিয়েছে। যত উল্কা, ধুমকেতু আমরা দেখেছি সব এই সৌরজগতে ঘুরতে থাকে। কিন্তু এই বস্তুটার স্পিড এত বেশি ছিলো যে সূর্যের চারিদিকে এর অরবিট হতে পারে না। মানে অন্য তারকা থেকে এসেছে।

    এর orbit আর shape এর ছবি। keyword: Oumuamua.


    21-Nov-2017 2:01 pm

    21-Nov-2017 11:39 pm


    কুড়িল-বিশ্বরোড থেকে যাত্রাবাড়ির মোড় সিএনজিতে ৫০০ টাকার নিচে চিন্তাই করা যেত না কিছু মাস আগেও।

    আজকের খবর:
    রেদোয়ান আহমেদ ও তার দুই বন্ধু কুড়িল বিশ্বরোড থেকে যাত্রাবাড়ি মোড়ে যাবেন। কুড়িলে সারি সারি সিএনজি চালিত অটোরিকশা দাঁড়িয়ে। এক চালকে এগিয়ে এলে রেদোয়ান জানতে চান, ‘মামা, যাইবা?’। সম্মতি পেয়ে ভাড়া জানতে চাইলে ৪০০ টাকা ভাড়া হাঁকেন চালক।

    যাত্রী রাজি না হলে একধাপে ১০০ টাকা কমে ৩০০ টাকায় নেমে আসে। ভাড়া শুনে রেদোয়ান বলেন, ‘উবার’ কল করলে এখনি আসতেছে, তোমার আর যাইতে হইবো না’।

    পরে দর কষাকষিতে ২৫০ টাকায় যেতে রাজি হন চালক। অটোরিকশার দরজা খুলতে খুলতে বলে ওঠেন, ‘ওবার-পাঠাও আমাগো ভাত মারছে!’ যাত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘বুঝলেন মামা, কামাই নাই, খ্যাপ কইম্যা গেছে। বউ-বাচ্চা নিয়া ঢাকায় আর থাকতে হইবে না’।

    কুড়িল বিশ্বরোড থেকে যাত্রাবাড়ি মোড় পর্যন্ত সিএনজি চালিত অটোরিকশার ভাড়া এতোদিন ২৫০ টাকা অবিশ্বাস্যই ছিল।

    21-Nov-2017 11:39 pm

    22-Nov-2017 6:31 am


    বাংলাদেশের PSC পরিক্ষার প্রশ্নপত্র যেটা হয়ে গিয়েছে। বোর্ড কর্তৃক প্রদত্ত।
    এটা এখন ফেসবুকে ভাইরাল।

    What would happen if no the Mujibnagar govt...
    না করলে কি হতো ইংরেজি --> no the Mujibnagar

    Why has Bangladesh to import....?
    ভুল, হবে Bangladesh has to...

    Why was built 177 room...?
    ভুল, হবে 177 rooms built...

    What is happened in the people of this country...?
    এইটার ব্যপারে কিছু বললাম না।

    এগুলো প্রথম চারটা প্রশ্ন। এরপর কোনো সঠিক প্রশ্ন পেলাম না। খুজে দেখেন আপনি পান কিন।

    আরো gem আছে ভেতরে, খুজলে পাবেন।












      Comments:
    • গুরুদের কথা শিরোধার্য Mahbubul Islam
    • মূল পোষ্ট এই ভদ্রলোকের। এর পর ভাইরাল হয়ে এই নিউজ আউটলেট গুলো কভার করছে। উনার টাইমলাইনে গেলে নিউজ কভারেজগুলো পাবেন।
      https://www.facebook.com/masud.chowdhury.9638/posts/10154827106745443
    • বাই দা ওয়ে। এটা ঢাকা বোর্ডের ইংলিশ মিডিয়ামের প্রশ্ন। salt in the wound.
    • Just a few tests, to prove that you have got unit tests. And not running blank.

    22-Nov-2017 6:31 am

    22-Nov-2017 6:04 pm


    অবশেষে হারিরি থুক্কু দিলেন, Lebanese Prime Minister Saad Hariri has "suspended" his own resignation.

    আর কিছু কইলাম না। keep watching.

      Comments:
    • ^ ষ্টেটাস কারেক্ট করে দিচ্ছি :-)

    22-Nov-2017 6:04 pm

    22-Nov-2017 9:07 pm


    আমি কাজ করি এই ল্যংগুয়েজে।
    নাম Fox. নিজের তৈরি করা। :-) (Y)

    নতুন ল্যংগুয়েজ কেন? কারন কমন কিছু লাইব্রেরি সব প্রজেক্ট এ ব্যবাহার করি। কিন্তু সময়ের সাথে সাথে নতুন নতুন ল্যংগুয়েজ আসতে থাকলে বার বার সেগুলো রিরাইট করা সম্ভব না।

    তাই transcompiler to C. আর C এ লিখা এক্সটেনশন দুনিয়ার প্রায় সব ল্যংগুয়েজ সাপোর্ট করে।
    https://github.com/sanjirhabib/fox

    https://github.com/sanjirhabib/fox

      Comments:
    • ^ .sh is a de facto extension of shell scripts.
    • ^ সত্যিকারে Google translation চমৎকার কাজ করে। বাংলা থেকে ইংরেজি অনুবাদ করলে PSC এর ইংরেজি থেকে অনেক ভালো।

    22-Nov-2017 9:07 pm

    22-Nov-2017 11:34 pm


    একটা কমন বিশ্বাস আছে যে PSC পরিক্ষার প্রশ্ন google translation দিয়ে করা হয়েছে।

    মেশিং লার্নিং এর উপর এহেন অপবাদের প্রতিবাদ না করে পারছি না।

    নিচে একটা প্রশ্ন। অনেক কষ্ট করে এর অর্থ বুঝে নিয়ে, google translation এ বাংলাটা যা হতে পারে লিখে দিলাম। অনুবাদ করার পর চমৎকার ইংরেজি আসে। কোনো ভুল নেই। তারা যা লিখেছে তার থেকে শত গুন ভালো।

    বাংলা দিয়েছি:
    বাহিরে গিয়ে আপনি দেখলেন একজন গাড়ির হেল্পার, আপনার মত। তখন আপনি কি করবেন?
    (ক) তাকে বাসায় নিয়ে যাবেন।
    (খ) তাকে এড়িয়ে যাবেন।
    (গ) শিক্ষার গুরুত্বের কথা বলবেন।
    (ঘ) তাকে কাজ করা ছেড়ে দিতে বলবেন।

    ইংরেজি এসেছে:
    Going out you saw a car helper, like you. then what will you do?
    (A) take him home.
    (B) Avoid him.
    (C) Talk about the importance of education.
    (D) Tell him to quit working.


      Comments:
    • কথ্য ভাষায় দিলেও চমৎকার আসে। নোয়াখালি ভাষায় টেষ্ট করা শুধু বাদ আছে।

    22-Nov-2017 11:34 pm

    23-Nov-2017 7:34 am


    Self Reminder


    মুআয ইবন জাবাল রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ যদি তার কোন (মুসলিম) ভাইকে কোন গুনাহের জন্য লজ্জা দেয় তবে এই গুনাহে সে নিজে লিপ্ত না হওয়া পর্যন্ত মারা যাবে না।

    সুনান তিরমিজী - ২৫০৭/হাসান-গারীব


    ওয়াছিলা ইবন আশকা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তুমি তোমার ভাইয়ের বিপদে আনন্দ প্রকাশ করবে না। তা হলে আল্লাহ তার উপরে রহম করবেন আর তোমাকে সে মুসীবতে পাকড়াও করবেন।

    সুনান তিরমিজী - ২৫০৮/হাসান-গারীব


    রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসলিমদের মাঝে যিনি লোকদের সাথে মেশেন না এবং লোকজনের দেয়া কষ্টের উপর ধৈর্যধারণ করেন না তার থেকে উত্তম হলেন তিনি যিনি মানুষের সঙ্গে মেশেন এবং তাদের দেয়া কষ্টের উপর ধৈর্যধারণ করেন।

    সুনান তিরমিজী - ২৫০৯

    23-Nov-2017 7:34 am

    23-Nov-2017 8:23 am


    প্রথম চারটা প্রশ্ন ঠিক নেই। পরেরগুলো কি ঠিক আছে?
    Lets check.

    5. What is the....
    হবে, what was the

    6. What is the....
    হবে, what was the

    7. destroying natural balance.
    হবে, natural balance being destroyed.

    8. Why did the floating people...
    ভাসমান মানুষ ইংরেজি homeless. অন্য কেউ floating people ব্যবহার করে কিনা জানতে সার্চ দিলাম। পেলাম যাদুকরদের বাতাসে ভেসে থাকা, levitation. :-)

    9. Which is the...
    হবে, which one is the

    সেন্টেন্স গুলোর প্রথম ভুলের পরের ভুলগুলো আর ধরলাম না।

    প্রশ্ন: ভাই এত ভুল ধরার কি আছে?
    উত্তর: বুঝতে হবে এটা ইংলিশ মিডিয়ামের ছেলেপেলেদের জন্য প্রশ্ন ছিলো।

    23-Nov-2017 8:23 am

    23-Nov-2017 9:17 am



    প্রথম দিনের খবর ঢাকায় মাদ্রাসায় ছাত্র খুন। খুনি হাফেজ। ভিকটিম হাফেজির ছাত্র।

    এর পরের দিনের খবর আরেক হাফেজি মাদ্রাসার রুমে ছাত্রের হাত বাধা ঝুলন্ত লাশ। ছাত্র হাফেজি শেষ করে কিতাব পড়ছিলো।

    আজকের খবর এক এতিমখানায় ১০ থেকে ১২ বছরের তিন জনকে পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠিয়েছে মাদ্রাসার শিক্ষক।

    সবগুলো গত ১ সপ্তাহের খবর।

    কিছু বলার নেই। কারন পাবলিকের বিশ্বাস এগুলো নিয়ে কিছু বলা মানে সে ইহুদি নাসারাদের দালাল। এজেন্ট।


    তবে চেরি পিকড এক্সাম্পল দিয়ে ট্রেন্ড বুঝা যায় না। তাই প্রশ্ন, মাদ্রাসায় এই সব ঘটনার ফ্রিকুয়েন্সি কি? এভারেজ যে সব ইন্সিডেন্ট দেশে হয়, তার থেকে বেশি না কি কম?

    কে জানে! তবে আমরা মাদ্রাসার প্রতি সিমপেথি যখন দেখাই, বা দান করি, তখন তাদেরকে বাকি সবার মত এভারেজ হিসাবে দেখি না।

    এভারেজের সাথে তাদের stats মিলালে, তাদেরকে স্পেশাল হিসাবে দেখাটাও বাদ দিতে হবে।


    কতটুকু পিটানো ঠিক আছে? যুক্তির পর যুক্তির স্তর দিয়ে আমরা গুনাহকে সোয়াবের কাজ বানিয়ে ফেলি। এর পর আল্লাহর আযাব আসলে জিজাসা করি "ভালোদের উপর কেন?"

    23-Nov-2017 9:17 am

    23-Nov-2017 3:19 pm



    : তিন দিনের বেশি যে কথা বন্ধ রাখার অনুমতি নেই জানো?

    : হুম...

    : যাদের ব্লক করো, তাদের সাথে কতদিন কথা বন্ধ করে রাখো?

    : মানে..

    : ....এরা কষ্ট দেয় এই তো? কি কষ্ট দেয়? আমি তো দেখি তারা কিছু বলে না, তুমি ওভার রিয়েক্ট করো। কিছু বলার আগেই, সবাইকে ব্লক টলক করে একাকার। মানুষ সন্ত্রস্ত থাকে কখন কাকে ব্লক করো। এইভাবে মু'মিনদের কষ্ট দেয়া কি জায়েজ?

    : উম...

    : এর পর কি? একা থাকতে চাও? যে মানুষের সাথে মিশে তাদের কষ্ট সহ্য করে, সে বেশি ভালো এটা জানো তো?

    : ...তাহলে কি করতে বলবেন?


    ভালো কিছু লিখতে পারি না। পোলাপান ওভার এটাচড হয়ে যায়। এর পর যার যার আলাদা আলাদা আইডলজির বিপরিত কিছু দেখা মাত্র সে রাগ দেখানো আরম্ভ করে।

    এক গ্রুপের পক্ষে কিছু লিখলে অন্য গ্রুপ তেড়ে আসে। আর বিপক্ষে লিখলে মনে করে এই একটা শব্দ তাদের মন মত হয়নি বলে এখন তাদের দলের অস্তিতঃ বিপন্ন।

    এর পর আছে বড় ভাই আর রিক্রুইটারস। তাদের পসিব্যল রিক্রুইটস আমার কথা শুনতে থাকলে তাদের কথা শুনবে কখন? লাগে আমার বিরুদ্ধে। হয় আমাকে তাদের দলের পক্ষে কথা বলতে হবে, নয়তো চুপ থাকতে হবে। কথা বলবে শুধু তারা।

    এই অবস্থায় কি করতে বলবেন?


    : You are blowing everything out of proportion. কে তোমাকে কখন খারাপ কথা বলেছে? কমেন্টে তো মানুষের কোনো খারাপ কথা দেখি না।

    কিছু জবাব দিলাম না। কারন খারাপ কিছু দেখলে মুছে দেই তাই দেখে না। অফেন্ডারদের ব্লক করে দেই বলে অফেন্সিভ কথা থাকে না। জবাব দেই না দেখে তর্ক বাড়ে না।

    কিছু দিন এগুলো বন্ধ রাখি, তখন বর্তমান সমস্যাগুলো আর থাকবে না। নতুন সমস্যা আসবে।

    প্রশ্ন : ঐ নতুন সমস্যাগুলো কি বর্তমান সমস্যা থেকে ভালো হবে? নাকি খারাপ?

    উত্তর : জানা নেই।


    অধিকাংশ ক্ষেত্রে সত্যটা থাকে দুই প্রান্তের মাঝামাঝি। ব্লক আর অতি নম্রতার মাঝে আমি কি মধ্য পথে আছি?

    জানা নেই।

    যারা কোনো দলের পক্ষ নিয়ে কথা বলে তারা কনফিডেন্টলি কথা বলতে পারে। আমি তাহলে কোন দলের পক্ষ নেবো?

    জানা নেই।

    গ্রুপ কনফিডেন্স একটা সার্কুলার ফিডব্যক তৈরি করে। তারা গ্রুপ আইডলজির পক্ষে একের পর এক আরেকটু এক্সট্রিম কথা বলতে থাকে। একে অপরের পিঠ চাপড়ে দেয়। শেষে গ্রুপটা হয়ে যায় একটা ghetto এর মত। একটা Cult. যারা বাকি সবাইকে ভ্রান্ত মনে করতে থাকে।

    এই circular praise এ আমি কি যেতে চাচ্ছি?

    তাও জানা নেই।


    "বেশি চিন্তা করছো। তুমি কি বাসায় নামাজ পড়ো? নাকি মসজিদে?"

    23-Nov-2017 3:19 pm

    23-Nov-2017 6:06 pm


    এখনো একটা সঠিক প্রশ্ন খুজছি :-) উপর থেকে একটা প্রশ্নও বাদ না দিয়ে এসেছি।

    10. What is the major cause of Bangladesh facing natural climates?
    প্রথমতঃ climate হবে। এক বচনে। এর পর natural climate অর্থ জানি। স্বাভাবিক জলবায়ু। কিন্তু "বাংলাদেশের স্বাভাবিক জলবায়ুর মুখোমুখির হবার কারন কি?" প্রশ্ন দিয়ে কি বুঝিয়েছে আল্লাহ জানেন।

    11. When is shown acute crisis of pure drinking water?
    হবে, when does acute...পরে আরো ভুল আছে বাদ দিলাম।

    12. Tea grows penty...
    হবে *a* plenty, শেষে হবে *the* land.

    13. Meena is depriving from the right of...
    হবে, is deprived of her right of
    উত্তরে আছে Gender of equality. হবে gender equality.
    কিন্তু উত্তরের ভুল ধরছি না।

    14. Through which things exporting...
    হবে, From the export of which things...

    23-Nov-2017 6:06 pm

    23-Nov-2017 10:31 pm


    অফিসের কাজে প্রচন্ড ব্যস্ত। তাই ফিলার।

    https://www.youtube.com/watch?v=VE1zU1YfPPE

      Comments:
    • more likely এখানে উনার দাওয়াহ দেবার উদ্দ্যশ্য আছে। আমি ব্যক টু ব্যক কোশচেন করবো "কেন?" উনি ব্যখ্যা করবেন কেন এই সব গান-গজল থেকে আমাদের বিরত থাকা উচিৎ কারন এগুলো ইসলাম বিরোধি।

      কারন এখানে একটা সালাফি-হানফি মত-পার্থক্য আছে যেটা আমি আগে থেকে জানি। :-) সৈয়দ তালহা রির্টানস

    23-Nov-2017 10:31 pm

    24-Nov-2017 3:14 pm


    "কিন্তু মানুষ বিভ্রান্ত হবে যে?"

    তাসাউফ সংক্রান্ত ব্যপারে বিভিন্ন মাজহাব-মানহাজের অবস্থান তাই জানিয়ে দিচ্ছি। যদিও এটা আপনি অলরেডি জানেন বা আপনার মাজহাব-মানহাজের অবস্থান আপনার নিজের জানা থাকা উচিৎ। আমার কাছ থেকে না জেনে।

    এনিওয়ে আপনার মাজহাব-মানহাজ জেনে আপনি এ ধরনের স্টেটাসগুলো পড়া থেকে বিরত থাকেন। আবারো জানাচ্ছি, আমি নিজে হানাফি-দেওবন্দি মত অনুসরন করি এবং তাদের মাঝে বিতর্কের ক্ষেত্রে অধিকাংশের মত অনুসরনের করার চেষ্টা করি।

    তাসাউফ সংক্রান্ত বিষয়ে মত:

    সালাফি: আগা থেকে গোড়ে এ সংক্রান্ত সব কিছু বিদায়াত ও পথভ্রষ্টতা। এবং অধিকাংশ ক্ষেত্রে কুফর। মুসলিমদের জন্য কোরআন হাদিস যথেষ্ট হওয়া উচিৎ।

    জামাত-ইখওয়ান : এই সব কিছু বিদায়াৎ, অপ্রয়োজনীয় এবং উম্মাহকে দ্বিনের আসল কাজ থেকে ফিরানোর চক্রান্ত। রাসুলুল্লাহ ﷺ আমাদের এগুলো শিক্ষা দেবার জন্য আসেন নি।

    হানাফি : নিষিদ্ধ না।

    দেওবন্দি : নিষিদ্ধ না।

    শাফি : এখানে দেখলাম হানাফিদের থেকে অনেক বেশি তাসাউফের চর্চা। তাই যারা বলে "শুধু মাত্র আমাদের উপমহাদেশে এই সব হয়..." তাদের কথা ভুল।

    24-Nov-2017 3:14 pm

    24-Nov-2017 9:31 pm


    মিশরে জুম্মার সময়ে মসজিদে হামলা। ২৩৫ জন নিহত।

    24-Nov-2017 9:31 pm

    24-Nov-2017 11:53 pm


    Today's top circulated news in the Muslim world.

    NYT journalist visits Saudi and gets an interview from MBS on current affairs.

    Most notable quotes ____

    Indeed, M.B.S. instructed me: “Do not write that we are ‘reinterpreting’ Islam — we are ‘restoring’ Islam to its origins — and our biggest tools are the Prophet’s practices and [daily life in] Saudi Arabia before 1979.” At the time of the Prophet Muhammad, he argued, there were musical theaters, there was mixing between men and women, there was respect for Christians and Jews in Arabia. “The first commercial judge in Medina was a woman!” So if the Prophet embraced all of this, M.B.S. asked, “Do you mean the Prophet was not a Muslim?”

    Then one of his ministers got out his cellphone and shared with me pictures and YouTube videos of Saudi Arabia in the 1950s — women without heads covered, wearing skirts and walking with men in public, as well as concerts and cinemas. It was still a traditional and modest place, but not one where fun had been outlawed, which is what happened after 1979.

    If this virus of an antipluralistic, misogynistic Islam that came out of Saudi Arabia in 1979 can be reversed by Saudi Arabia, it would drive moderation across the Muslim world and surely be welcomed here where 65 percent of the population is under 30.

    One middle-age Saudi banker said to me: “My generation was held hostage by 1979. I know now that my kids will not be hostages.” Added a 28-year-old Saudi woman social entrepreneur: “Ten years ago when we talked about music in Riyadh it meant buying a CD — now it is about the concert next month and what ticket are you buying and which of your friends will go with you.”

    https://www.nytimes.com/2017/11/23/opinion/saudi-prince-mbs-arab-spring.html

    24-Nov-2017 11:53 pm

    25-Nov-2017 11:50 am


    আদি-আসল:


    বিন সালমান তার সাক্ষাৎকারে বলেছেন : এই ভাবে পেপারে লিখবেন না যে আমরা ধর্মের আধুনিকায়নে বিশ্বাসি। বরং লিখবেন আমরা আদি ও আসল ইসলাম ধর্মে ফিরে যাচ্ছি।

    এর পর আমাদের নেতাদের "মদিনা সনদ" টাইপের কিছু দলিল দস্তাবেজ দেখালেন।


    ডিসিডেন্ট কোনো গ্রুপের "আদি আসলে ফিরে যাচ্ছি" কথাটা নতুন না। প্রায় শুনি।

    "হানাফিরা ইমাম আবু হানাফিকে অনুসরন করে না, বরং উনার আদি ও আসল অনুসারি হলেন আহলে হাদিসগন।"

    "হাটহাজিরি মাদ্রাসা দেওবন্দের আসল শিক্ষা অনুসরন করে না। বরং আদি দেওবন্দের শিক্ষা অনুসরন করছে বেরলভিরা।"

    বর্তমান বিবাদমান সবগুলো গ্রুপের দাবি তারা মাওলানা ইলিয়াস যে তবলিগের নিয়ম প্রবর্তন করেছেন সেই আদি শিক্ষায় ফিরে যেতে চান বলে এরকম করছেন।

    আমাদের সালাফি ভাইদের 'আদি ও আসল' সংক্রান্ত যুক্তিগুলো উল্লেখ করলাম না। সবাই জানেন বলে।


    কেউ যখন বলে আমরা "আদি ও আসলে ফিরে যাচ্ছি", তখন আমি ধরে নেই সে নতুন কিছু চালু করতে যাচ্ছে। তার পরবর্তি যুক্তি যাই হোক না কেন।

    তবে নতুন সব কিছুই কি খারাপ?
    কে জানে! That depends.

    But lets call a spade for what it is, a spade.

    25-Nov-2017 11:50 am

    25-Nov-2017 3:16 pm


    ৬০ এর দশক:
    আমাদের বাপ-দাদাদের আমলে সেলাই মেশিন ছিলো না। রেডিমেট কাপড়ও ছিলো না।

    মায়েরা সুই সুতা দিয়ে ঈদের জন্য বাচ্চাদের জামা সিলাই করতেন। প্রথম থেকে শেষ পর্যন্ত।

    সোয়েটার? এর জন্য ছিলো দুটো কাটা আর উল দিয়ে নিটিং। এর অনেক নিয়ম অনেক টেকনিক। একটা ক্রাফট।

    প্রথম থেকে শেষ পর্যন্ত সোয়েটার বুনা ছিলো একটা এচিভমেন্ট। যেটা আমার মাকে দেখতাম করতে।

    ৭০ এ: এর পর ঘরে ঘরে সেলাই মেশিন আসে। আর কষ্ট করে সুই সুতো দিয়ে সেলাই করতে হয় না।

    এতটুকু ভালোতেই শেষ? উহু।

    ৮০ তে : পাড়ায় পাড়ায় দর্জির দোকান। তারাই সেলাই করে দেয়। ঘরে কিছু করতে হয় না। মেশিন পড়ে থাকে।

    ৯০: রেডিমেট গার্মেন্টসের জমাট ব্যবসা। দর্জিদের কাছে যায় কে?

    এখন ৫০০ টাকা নিয়ে আমরা দোকানে গিয়ে একটা জামা কিনে এনে পড়তে পারি। দুই ঘন্টা সময় লাগে।

    আগে নতুন একটা জামা চাওয়া থেকে পাওয়ার মাঝে সময় লাগতো ২ মাস।

      Comments:
    • এর আগেও ছিলো।

    25-Nov-2017 3:16 pm

    25-Nov-2017 7:24 pm


    Fun pics.


    The upcoming investigation to prove the earth is flat by flying a home made rocket that runs on steam engine.


    300 men pulling a Airbus A380 in Dubai. The largest passenger Jet.


    Machine learning.



    Most downvote on Reddit. On EA's Battlefront 2 in-game purchase controversy.

    25-Nov-2017 7:24 pm

    25-Nov-2017 11:41 pm


    pakistan:
    clashes with berlavis and police in the capital.
    hundreds of police wounded.
    6 dead.
    military called in.
    all tv channels off air.
    fb, twitter & youtube blocked.

    25-Nov-2017 11:41 pm

    26-Nov-2017 9:11 am


    জেনেরিক vs স্পেশাল মিনিং


    বাইদাহ বলতে কি বুঝায়? কোনো এলাকার নাম? সাধারনের বিশ্বাস তাই। কিন্তু কিছু উলামা বলেন সাধারন ভাবে যে কোনো উন্মুক্ত মরুভুমি বাইদাহ।

    কিন্তু শেষ যুগের বাইদাহের এর বর্ননার উপর সাহাবা কিরামগন কি বুঝতেন সেটাও একটা বড় ফ্যকটর। কোনো এক হাদিস পড়ে আমি বুঝেছি ঐ সাহাবি বাইদাহ বলতে নির্দিস্ট একটা জায়গা বুঝাচ্ছিলেন। সমস্ত মরূভুমি না।


    ইরাকের عَصَائِبُ রা আসবে বলা আছে। শব্দটার অর্থ কি? শাব্দিক অর্থ দল। যেটা থেকে "আসাবিয়াহ" শব্দটা ইদানিং প্রচলিত।

    এখন ইরাকের আসায়িব বলতে কোনো অনুবাদে পেয়েছি "সর্বোত্তম লোক"। কোনো অনুবাদে ইরাকের সেনাবাহিনী।


    আবদালুল শাম أَبْدَالُ الشَّامِ কি? বাইদাহ আর আসায়িবের মত এটাও কি কোনো জেনেরিক টার্মকে স্পেশাল মিনিং আমরা দিচ্ছি?

    এই প্রশ্নের খুজতে গিয়ে প্রথমে ধারনা করেছিলাম আবদাল হয়তো 'আবেদ' শব্দটার একটা রূপ হতে পারে। পরে দেখলাম, না। বরং এটা 'বদল' শব্দ থেকে এসেছে। যেটা সুফি অইডলজিতে যে আবদালদের কথা বলা হয় সেটার সাথে মিলে। ৪০ জন যাদের একজন মারা গেলে অন্য কেউ তার স্থলভিষিক্ত হয়। এভাবে বদল।

      Comments:
    • ^ শিয়াদের নিয়ে পরে পোষ্ট দেবো ইনশাল্লাহ।

    26-Nov-2017 9:11 am

    26-Nov-2017 7:01 pm


    বস্তুতঃ আমরা এখন দুটো দলের downfall দেখছি। তবলিগ ও সালাফি মুভমেন্ট।


    downfall মানে রাতারাতি শেষ হয়ে যাবে, তা না।

    চারদিকে এত দ্বিমত এত সংঘর্ষ যে প্রতিটা কথা-কাজ এনালাইসিস-রিফিউট করা অর্থহীন। পাকিস্তানের আন্দোলন নিয়ে কিছু বলতে চাচ্ছিলাম, কিন্তু বিরতি দিলাম।


    এখন সময় যে যেখানে আছে সেখানে স্টিক করার। শেকড় কামড়িয়ে পড়ে থাকার কথা হাদিসে আছে।

    বিপরিত মত জেনে কোনো কাজ নেই। সূর করে যারা ডাক দেয়, মাসের পর মাস ধরে আপনি তাদের সুর ইগনোর করতে পারবেন না। তাই আগেই ব্লক করে রাখেন যেন এক্সপোজড না হন।

    আপনি যেই মতের উপর আছেন সেই মতের উপর স্থির থাকেন। দ্বিতীয় কোনো মত যে আপনার মত থেকে ভালো, এমন কোনো নিশ্চয়তা নেই।


    বিশাল জনগোষ্ঠি ফিতনায় পড়ে যাবে।
    এদেরকে ফিরানোর চেষ্টা যে করবে সেও ফিতনায় পড়বে।

      Comments:
    • পারে। তবে আমি মনে করছি unlikely with a possibility of error. Time should say.
    • ^ মিশরেও একই অবস্থা। এবং মানুষ সেকুলারিজমের দিকে ঝুকছে। কিন্তু কারন একই যেটা আপনি বললেন।
    • ^ জানা নেই।

    26-Nov-2017 7:01 pm

    27-Nov-2017 8:55 pm


    এক যুগে প্লেট জগ মানুষ তৈরি করতো সব মাটি দিয়ে।

    এর পর আসে কাসা পিতল। দাম বেশি, কিন্তু কিনলে এক বর্তনিতে জীবন পার।

    এর পর আসে চিনা মাটি। দেখতে সুন্দর।

    এর পর কাচ। আমরা কোক পেপসি কিনতে পারতাম শুধু কাচের বোতলে।

    এখন সব কিছু প্লাসটিক। একবার খেয়ে ফেলে দিতে হয় প্লেটটা। ধোয়ার ঝামেলায় কে যায়?

      Comments:
    • ^ common misconception. not supported by science.

    27-Nov-2017 8:55 pm

    28-Nov-2017 8:45 am


    Global cooling:

    1. Sun spot and solar activity at all time low. Resulting in cooler seasons. Sun spots can cause up to 5% change in global warming.

    2. Bali and other volcanic eruptions. Big volcanic eruptions cause a 5-6 years of global cooling.

    In other news yellow stone mega volcano's possible eruption time line has been recently reduced from 200 years to 20 years.

    28-Nov-2017 8:45 am

    28-Nov-2017 12:53 pm


    আলেমদের থেকে দ্বিনের মাসলা মাসায়িল শিখলেও কয়েকটা জিনিস তাদের থেকে নেই না।

    এর একটা হলো ভিন্ন দলের এক্সেপটেন্স-রিজেকশনের ব্যপারে তাদের মত। এ ক্ষেত্রে আমি উনাদের থেকে অনেক লিবারেল স্ট্যন্ড নেই।

    দ্বিতীয়টা হলো পলিটিক্যল সাপোর্ট-বিরোধিতার ব্যপারে তাদের মত। এ ক্ষেত্রে আমি নিজ বুঝকে উনাদের কথার উপর গুরুত্ব দেই।

    28-Nov-2017 12:53 pm

    28-Nov-2017 5:14 pm


    কইছিলাম ব্যপারটা অলরেডি point of no return এ চলে গিয়েছে। জনগন তাও অস্বিকার করে।

    এখন ourislam এর খবর: "মুন্সীগঞ্জের ইজতেমায় ওয়াসিফুল ইসলামসহ ৬ জনকে না যেতে আলেমদের চিঠি"

    তাবলীগের মারকাজের শূরার সদস্য ওয়াসিফুল ইসলাম ছাড়া বাকি পাঁচ ব্যক্তি হলেন, নাসিম উদ্দীন, প্রফেসর ইউনুস, মাওলানা মুনির বিন ইউসুফ, মাওলানা আশরাফ আলী ও মাওলানা আবদুল্লাহ।

    ______
    এখন কে কার কথা শুনবে? এবং কেন শুনবে? ইউনুস স্যার তবলিগের ইন্টারন্যল কাজের ব্যপারে আলেমদের কথা শুনতে যাবেন বা কেন?

    28-Nov-2017 5:14 pm

    29-Nov-2017 7:31 am


    মৃতু কামনা ও দুনিয়াতে কষ্ট কামনার ব্যপারে:


    রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে এবং তা আসার পূর্বে যেন তার জন্য দু'আ না করে। কেননা তোমাদের কেউ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়। আর মুমিন ব্যক্তির বয়স দীর্ঘায়িত হলে এতে তার কল্যাণই বৃদ্ধি পেতে থাকে।
    [ সহীহ মুসলিম - ৬৫৭৫ ]


    রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিমকে তার অসুস্থ অবস্থায় দেখার জন্য গেলেন। সে অসুখে কাতর হয়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ তুমি কি কোন দুআ করছিলে কিংবা আল্লাহর কাছে বিশেষভাবে কিছু কামনা করছিলে? সে বললঃ হ্যাঁ। আমি বলছিলাম, হে আল্লাহ! আপনি আখিরাতে আমাকে যে শাস্তি দিবেন তা এই দুনিয়াতেই ত্বরান্বিত করে দিন।

    তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সুবহানাল্লাহ! তোমার এমন শক্তি নেই যে, তা বহন করবে? অথবা (বললেন) তুমি তা বরদাশত করতে পারবে না। তুমি এরূপ বললে না কেন?

    اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

    হে আল্লাহ! আমাদের কল্যাণ দিন দুনিয়াতে এবং কল্যাণ দান করুন আখিরাতে। আর জাহান্নাম থেকে আমাদের নাজাত দিন।

    তিনি (রাবী) বলেন, তখন তিনি তার জন্য আল্লাহর কাছে দুআ করেন। আর আল্লাহ তাকে নিরাময় দান করেন।
    [ সহীহ মুসলিম - ৬৫৯১ ]


    কাতাদা আনাস (রাঃ) কে জিজ্ঞাসা করলেন, কোন দু'আ দ্বারা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক দু'আ করতেন? তিনি বললেন, তিনি যে দু'আ দ্বারা অধিক দুআ করতেন তা এই যে, তিনি বলতেনঃ

    اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

    "হে আল্লাহ! আমাদের দান করুন দুনিয়ায় কল্যাণ এবং পরকালে কল্যাণ। আর আমাদের রক্ষা কর জাহান্নামের আযাব থেকে।"

    রাবী বলেন, আনাস (রাঃ) যখন কোন দু'আ করার ইচ্ছা করতেন তিনি এই দুআ (পাঠ) করতেন। যখন তিনি কোন কিছুর ব্যাপারে দুআ করার ইচ্ছা করতেন তখনও এই দুআ পড়তেন।
    [ সহীহ মুসলিম - ৬৫৯৬ ]

    _________
    আরবী দোয়াগুলো আমাদের ছোটকালে শেখানো,
    "রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতও ওয়া ফিল আখিরাতি হাসানা, ওয়াকিনা আদাবান নার"
    সেই দোয়াটাই। এই দোয়াটা কোরআন শরিফে আছে।

    29-Nov-2017 7:31 am

    29-Nov-2017 11:49 am


    Suppose you have a lot of Chinese text and a lot of Arabic text. None a direct translation of the other.

    Can machine learn translation from these?

    Impossible till now. But two groups have done exactly that. A university from Spain and programmers from Facebook.

    ML without supervision. Reports Science mag.

    http://www.sciencemag.org/news/2017/11/artificial-intelligence-goes-bilingual-without-dictionary

    29-Nov-2017 11:49 am

    30-Nov-2017 5:04 pm


    ট্যসারেক্ট বাংলা OCR:

    https://github.com/tesseract-ocr

    এই OCR দিয়ে স্ক্যন করা স্যম্পল:
    https://habibur.com/kitab/bidaya1/6/510/

    যদি linux এ কাজ করার ভালো অভিজ্ঞতা না থাকে তবে কোনো ভাবেই আপনি এটা চালাতে পারবেন না। নতুন করে Linux install করেও পারবেন না। কারন নতুন linux install করা আর সেটা চালাতে শিখা এক না।

    এ কারনে আমাকে বাজে প্রশ্ন করে লাভ নেই।

    অভিজ্ঞতা থাকলে এই লিংকটা আর স্যম্পলটা আপনার জন্য যথেষ্ট।

      Comments:
    • FAQ: হাবি জাবি প্রশ্ন
      "OCR টা কি অপনি লিখেছেন?"
      না।
      "windows আছে না?"
      জানা নেই।
      "yum, apt-get, brew install দিয়ে করলে হবে না?"
      হবে।
      "পার্থক্য আছে?"
      জানা নেই।
    • খুজে দেখতে পারেন। তবে থাকলে এত দিনে হয়তো কোনো না কোনো ফ্রেন্ডদের ব্যবহার করতে দেখতেন।

    30-Nov-2017 5:04 pm