ম্যরিন, যারা জাহাজ চালায়, তাদের চাহিদা কমে যাচ্ছে। অন্য দিকে পাইলটদের চাহিদা দিনে দিনে বাড়ছে। দেশের পোলাপান ৪০-৫০ লক্ষ টাকা খরচ করে ম্যরিন না পড়ে যদি পাইলটিং শিখতো তবে তাদের এই ভাবে হয়তো বসে থাকতে হয়তো হবে না।
তবে বিদেশে পাইলটদের বেতন প্রোগ্রামারদের থেকে কম। পাইলটদের চাকরি হাই ক্লাসের ধরলেও। আরেকটা খারাপ সাইড হলো বছরের অধিকাংশ সময় তাকে বাইরে থাকতে হবে। ঘরে থাকতে পারবে খুব কম।