Post# 1511407062

23-Nov-2017 9:17 am



প্রথম দিনের খবর ঢাকায় মাদ্রাসায় ছাত্র খুন। খুনি হাফেজ। ভিকটিম হাফেজির ছাত্র।

এর পরের দিনের খবর আরেক হাফেজি মাদ্রাসার রুমে ছাত্রের হাত বাধা ঝুলন্ত লাশ। ছাত্র হাফেজি শেষ করে কিতাব পড়ছিলো।

আজকের খবর এক এতিমখানায় ১০ থেকে ১২ বছরের তিন জনকে পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠিয়েছে মাদ্রাসার শিক্ষক।

সবগুলো গত ১ সপ্তাহের খবর।

কিছু বলার নেই। কারন পাবলিকের বিশ্বাস এগুলো নিয়ে কিছু বলা মানে সে ইহুদি নাসারাদের দালাল। এজেন্ট।


তবে চেরি পিকড এক্সাম্পল দিয়ে ট্রেন্ড বুঝা যায় না। তাই প্রশ্ন, মাদ্রাসায় এই সব ঘটনার ফ্রিকুয়েন্সি কি? এভারেজ যে সব ইন্সিডেন্ট দেশে হয়, তার থেকে বেশি না কি কম?

কে জানে! তবে আমরা মাদ্রাসার প্রতি সিমপেথি যখন দেখাই, বা দান করি, তখন তাদেরকে বাকি সবার মত এভারেজ হিসাবে দেখি না।

এভারেজের সাথে তাদের stats মিলালে, তাদেরকে স্পেশাল হিসাবে দেখাটাও বাদ দিতে হবে।


কতটুকু পিটানো ঠিক আছে? যুক্তির পর যুক্তির স্তর দিয়ে আমরা গুনাহকে সোয়াবের কাজ বানিয়ে ফেলি। এর পর আল্লাহর আযাব আসলে জিজাসা করি "ভালোদের উপর কেন?"

23-Nov-2017 9:17 am

Published
23-Nov-2017