Post# 1511601374

25-Nov-2017 3:16 pm


৬০ এর দশক:
আমাদের বাপ-দাদাদের আমলে সেলাই মেশিন ছিলো না। রেডিমেট কাপড়ও ছিলো না।

মায়েরা সুই সুতা দিয়ে ঈদের জন্য বাচ্চাদের জামা সিলাই করতেন। প্রথম থেকে শেষ পর্যন্ত।

সোয়েটার? এর জন্য ছিলো দুটো কাটা আর উল দিয়ে নিটিং। এর অনেক নিয়ম অনেক টেকনিক। একটা ক্রাফট।

প্রথম থেকে শেষ পর্যন্ত সোয়েটার বুনা ছিলো একটা এচিভমেন্ট। যেটা আমার মাকে দেখতাম করতে।

৭০ এ: এর পর ঘরে ঘরে সেলাই মেশিন আসে। আর কষ্ট করে সুই সুতো দিয়ে সেলাই করতে হয় না।

এতটুকু ভালোতেই শেষ? উহু।

৮০ তে : পাড়ায় পাড়ায় দর্জির দোকান। তারাই সেলাই করে দেয়। ঘরে কিছু করতে হয় না। মেশিন পড়ে থাকে।

৯০: রেডিমেট গার্মেন্টসের জমাট ব্যবসা। দর্জিদের কাছে যায় কে?

এখন ৫০০ টাকা নিয়ে আমরা দোকানে গিয়ে একটা জামা কিনে এনে পড়তে পারি। দুই ঘন্টা সময় লাগে।

আগে নতুন একটা জামা চাওয়া থেকে পাওয়ার মাঝে সময় লাগতো ২ মাস।

    Comments:
  • এর আগেও ছিলো।

25-Nov-2017 3:16 pm

Published
25-Nov-2017