একটা কমন বিশ্বাস আছে যে PSC পরিক্ষার প্রশ্ন google translation দিয়ে করা হয়েছে।
মেশিং লার্নিং এর উপর এহেন অপবাদের প্রতিবাদ না করে পারছি না।
নিচে একটা প্রশ্ন। অনেক কষ্ট করে এর অর্থ বুঝে নিয়ে, google translation এ বাংলাটা যা হতে পারে লিখে দিলাম। অনুবাদ করার পর চমৎকার ইংরেজি আসে। কোনো ভুল নেই। তারা যা লিখেছে তার থেকে শত গুন ভালো।
বাংলা দিয়েছি:
বাহিরে গিয়ে আপনি দেখলেন একজন গাড়ির হেল্পার, আপনার মত। তখন আপনি কি করবেন?
(ক) তাকে বাসায় নিয়ে যাবেন।
(খ) তাকে এড়িয়ে যাবেন।
(গ) শিক্ষার গুরুত্বের কথা বলবেন।
(ঘ) তাকে কাজ করা ছেড়ে দিতে বলবেন।
ইংরেজি এসেছে:
Going out you saw a car helper, like you. then what will you do?
(A) take him home.
(B) Avoid him.
(C) Talk about the importance of education.
(D) Tell him to quit working.
- Comments:
- কথ্য ভাষায় দিলেও চমৎকার আসে। নোয়াখালি ভাষায় টেষ্ট করা শুধু বাদ আছে।