Post# 1511665862

26-Nov-2017 9:11 am


জেনেরিক vs স্পেশাল মিনিং


বাইদাহ বলতে কি বুঝায়? কোনো এলাকার নাম? সাধারনের বিশ্বাস তাই। কিন্তু কিছু উলামা বলেন সাধারন ভাবে যে কোনো উন্মুক্ত মরুভুমি বাইদাহ।

কিন্তু শেষ যুগের বাইদাহের এর বর্ননার উপর সাহাবা কিরামগন কি বুঝতেন সেটাও একটা বড় ফ্যকটর। কোনো এক হাদিস পড়ে আমি বুঝেছি ঐ সাহাবি বাইদাহ বলতে নির্দিস্ট একটা জায়গা বুঝাচ্ছিলেন। সমস্ত মরূভুমি না।


ইরাকের عَصَائِبُ রা আসবে বলা আছে। শব্দটার অর্থ কি? শাব্দিক অর্থ দল। যেটা থেকে "আসাবিয়াহ" শব্দটা ইদানিং প্রচলিত।

এখন ইরাকের আসায়িব বলতে কোনো অনুবাদে পেয়েছি "সর্বোত্তম লোক"। কোনো অনুবাদে ইরাকের সেনাবাহিনী।


আবদালুল শাম أَبْدَالُ الشَّامِ কি? বাইদাহ আর আসায়িবের মত এটাও কি কোনো জেনেরিক টার্মকে স্পেশাল মিনিং আমরা দিচ্ছি?

এই প্রশ্নের খুজতে গিয়ে প্রথমে ধারনা করেছিলাম আবদাল হয়তো 'আবেদ' শব্দটার একটা রূপ হতে পারে। পরে দেখলাম, না। বরং এটা 'বদল' শব্দ থেকে এসেছে। যেটা সুফি অইডলজিতে যে আবদালদের কথা বলা হয় সেটার সাথে মিলে। ৪০ জন যাদের একজন মারা গেলে অন্য কেউ তার স্থলভিষিক্ত হয়। এভাবে বদল।

    Comments:
  • ^ শিয়াদের নিয়ে পরে পোষ্ট দেবো ইনশাল্লাহ।

26-Nov-2017 9:11 am

Published
26-Nov-2017