Post# 1511428791

23-Nov-2017 3:19 pm



: তিন দিনের বেশি যে কথা বন্ধ রাখার অনুমতি নেই জানো?

: হুম...

: যাদের ব্লক করো, তাদের সাথে কতদিন কথা বন্ধ করে রাখো?

: মানে..

: ....এরা কষ্ট দেয় এই তো? কি কষ্ট দেয়? আমি তো দেখি তারা কিছু বলে না, তুমি ওভার রিয়েক্ট করো। কিছু বলার আগেই, সবাইকে ব্লক টলক করে একাকার। মানুষ সন্ত্রস্ত থাকে কখন কাকে ব্লক করো। এইভাবে মু'মিনদের কষ্ট দেয়া কি জায়েজ?

: উম...

: এর পর কি? একা থাকতে চাও? যে মানুষের সাথে মিশে তাদের কষ্ট সহ্য করে, সে বেশি ভালো এটা জানো তো?

: ...তাহলে কি করতে বলবেন?


ভালো কিছু লিখতে পারি না। পোলাপান ওভার এটাচড হয়ে যায়। এর পর যার যার আলাদা আলাদা আইডলজির বিপরিত কিছু দেখা মাত্র সে রাগ দেখানো আরম্ভ করে।

এক গ্রুপের পক্ষে কিছু লিখলে অন্য গ্রুপ তেড়ে আসে। আর বিপক্ষে লিখলে মনে করে এই একটা শব্দ তাদের মন মত হয়নি বলে এখন তাদের দলের অস্তিতঃ বিপন্ন।

এর পর আছে বড় ভাই আর রিক্রুইটারস। তাদের পসিব্যল রিক্রুইটস আমার কথা শুনতে থাকলে তাদের কথা শুনবে কখন? লাগে আমার বিরুদ্ধে। হয় আমাকে তাদের দলের পক্ষে কথা বলতে হবে, নয়তো চুপ থাকতে হবে। কথা বলবে শুধু তারা।

এই অবস্থায় কি করতে বলবেন?


: You are blowing everything out of proportion. কে তোমাকে কখন খারাপ কথা বলেছে? কমেন্টে তো মানুষের কোনো খারাপ কথা দেখি না।

কিছু জবাব দিলাম না। কারন খারাপ কিছু দেখলে মুছে দেই তাই দেখে না। অফেন্ডারদের ব্লক করে দেই বলে অফেন্সিভ কথা থাকে না। জবাব দেই না দেখে তর্ক বাড়ে না।

কিছু দিন এগুলো বন্ধ রাখি, তখন বর্তমান সমস্যাগুলো আর থাকবে না। নতুন সমস্যা আসবে।

প্রশ্ন : ঐ নতুন সমস্যাগুলো কি বর্তমান সমস্যা থেকে ভালো হবে? নাকি খারাপ?

উত্তর : জানা নেই।


অধিকাংশ ক্ষেত্রে সত্যটা থাকে দুই প্রান্তের মাঝামাঝি। ব্লক আর অতি নম্রতার মাঝে আমি কি মধ্য পথে আছি?

জানা নেই।

যারা কোনো দলের পক্ষ নিয়ে কথা বলে তারা কনফিডেন্টলি কথা বলতে পারে। আমি তাহলে কোন দলের পক্ষ নেবো?

জানা নেই।

গ্রুপ কনফিডেন্স একটা সার্কুলার ফিডব্যক তৈরি করে। তারা গ্রুপ আইডলজির পক্ষে একের পর এক আরেকটু এক্সট্রিম কথা বলতে থাকে। একে অপরের পিঠ চাপড়ে দেয়। শেষে গ্রুপটা হয়ে যায় একটা ghetto এর মত। একটা Cult. যারা বাকি সবাইকে ভ্রান্ত মনে করতে থাকে।

এই circular praise এ আমি কি যেতে চাচ্ছি?

তাও জানা নেই।


"বেশি চিন্তা করছো। তুমি কি বাসায় নামাজ পড়ো? নাকি মসজিদে?"

23-Nov-2017 3:19 pm

Published
23-Nov-2017