কিছু দিন আগে ইন্টার স্টেলার একটা অবজেক্ট আমাদের সৌরজগৎ ঘুরে গিয়েছে। যত উল্কা, ধুমকেতু আমরা দেখেছি সব এই সৌরজগতে ঘুরতে থাকে। কিন্তু এই বস্তুটার স্পিড এত বেশি ছিলো যে সূর্যের চারিদিকে এর অরবিট হতে পারে না। মানে অন্য তারকা থেকে এসেছে।
এর orbit আর shape এর ছবি। keyword: Oumuamua.