বাংলা ব্লগ সাইটগুলো আবার খুজছিলাম নিউজ ফিডের জন্য। দেখলাম এগুলো পড়ার থেকে ফেসবুকের কিছু আইডির পোষ্ট পড়া বরং অনেক ভালো। এর পরও ফেসবুক পড়ার মত সময় আমার নেই। ব্লগ পড়বো কখন? জীবন সংক্ষিপ্ত।
প্লাস, কার কি চিন্তা ভাবনা সেগুলো জেনে আমি কি করবো? যদি না এগুলো ধর্ম বা বিজ্ঞান সম্পর্কিত হয় যা আমি জানি না। কিন্তু জানলে কাজে লাগবে।
আবারো : সব ইলমের দরকার সবার নেই। শুধু প্রয়োজনীয়টুকু হলেই হলো।
তাই ব্যকগিয়ারে। একটা পর্যায়ের পরে অতিরিক্তটা কেটে ফেললে একটা প্রডাক্ট আরো ভালো হয়। আরো কিছু যোগ না করে।