১
উত্তরায় আলেমদের সভা শেষ হলো। এখন অন্য পক্ষের রিএকশনের আপেক্ষায়।
বস্তুতঃ এখানে নতুন কোনো ঘোষনা আসে নি। কিছু দিন আগে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে বসা সালিশ বৈঠকে যে কয়েক শর্ত দেয়া হয়েছিলো বলে খবরে এসেছিলো সেগুলো রি-আইটারেট।
২
শুনেছিলাম ৯০ এর দিকে। শ্রীলংকায় তবলিগওয়ালারা অনুমতি চাইলো কাফেরদের দাওয়াহ দেবার। তখনকার তবলিগের আমির প্রশ্ন করলেন, "তোমাদের মুসলিমদের সমাজে যখন ঝগড়া-গন্ডোগোল হয় তখন তোমরা কি প্রশাসনের কাছে যাও সমাধানের জন্য? নাকি নিজেরা সমাধান করো?"
তারা বললো "আমরা আদালত প্রশাসনের কাছে যাই।"
জবাব দিলেন, "তাহলে এখনো মুসলিমদের মাঝেই দাওয়াহ দিতে থাকো।"
৩
২০১০ এ বাংলাদেশ এখন স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে।
কারো বিরুদ্ধে অভিযোগ করছি না, নিজের পর্যবেক্ষন।