Post# 1510218076

9-Nov-2017 3:01 pm


সৌদি:


রাতে purge চলার সময় বিন-সালমান ফোনে ট্রাম্পের সাথে লাইনে ধরা ছিলেন বলে খবর। ট্রাম্প সাপোর্টের জন্য শর্ত দেয় সৌদি তেল কম্পানির শেয়ার আমেরিকায় বিক্রি করতে হবে। বিন-সালমান রাজি হয়। এই কারনে ট্রাম্প ঐ সময়ের তেলের শেয়ার নিয়ে টুইট করে।

অলটারনেট ক্রেতা ছিলো চীন। যারা বিক্রয়যোগ্য পুরো শেয়ার কিনে নিতে চাচ্ছিলো।

প্লাস ট্রাম্পের জামাই purge এর আগের দিন পর্যন্ত যখন সৌদিতে ছিলো তখন বিন-সালমানের সাথে ভোর ৪টা পর্যন্ত কথা বলছিলো পর পর অনেক দিন। খবর।


প্রথমে খবর ছিলো লেবাননের হারিরি পদত্যগ করেছে ইরানের কারনে। এখন স্পষ্টতই সৌদির চাপে। by the way, হারিরির সাথে সৌদ ফ্যমিলির আত্মিয়তা আছে বলে নেটে পুরানো পোষ্ট আছে। এই সব ঘটনার আগে।

9-Nov-2017 3:01 pm

Published
9-Nov-2017