Post# 1511194662

20-Nov-2017 10:17 pm


প্লেন তেলের ট্যংকি পূর্ন করে আকাশে উড়তে পারে। কিন্তু অনেক প্লেন তেল দিয়ে ট্যংক পূর্ন অবস্থায় নামতে পারে না। যেহেতু নামার সময় মাটিতে বাড়ি খায়। তেলের ওজনে পাখার ক্ষতি হয়।

এ জন্য অপ্রত্যাশিত ল্যন্ডিংয়ের আগে আকাশেই তেল ফেলে দেয়ার সিসটেম থাকে।

ভিডিওতে এরকম fuel dumping এর দৃশ্য। তেলটা বাষ্প হয়ে যায়। তরল না।

https://www.youtube.com/watch?v=_Kc1agd6aEs&feature=youtu.be&t=2m20s

    Comments:
  • শায়েখের ছবি এজন্য কভার পেইজে দিয়েছিলাম। কিন্তু জনগনের প্রতিবাদের মুখে দু-দিন পরে নামিয়ে নিতে বাধ্য হয়েছি।
    // স্বাধিনতা নাই।

20-Nov-2017 10:17 pm

Published
20-Nov-2017