১
হারিরির অবস্থা দেখে মনে পড়লো: নেতৃত্ব নেবার ব্যপারে ইসলামে প্রচন্ড ডিসকারেজ করা হয়েছে। তবে নেতৃত্ব যদি কারো উপর চলে আসে তবে ছেড়ে দেবার ব্যপারেও ডিসকারেজ করা হয়েছে। যদি না সে যোগ্য কাউকে পায়।
২
জিমবাবুয়ের মুগাবের অবস্থা দেখে মনে পড়লো : নেতৃত্ব পেলে কেউ ছাড়তে চায় না। যদিও একটা বয়সের পর নেতা নেতৃত্ব দিতে পারে না। শক্তি নেই বলে। বয়সটা ধরা হয় ৭০। এর পর সে অধস্তনদের উপর নির্ভরশীল হয়ে যায় যারা সত্যিকারে দেশ বা দল চালায়। সম্রাজ্যে ধ্বস নামে।
৩
দিকে দিকে এখন যুদ্ধ-দ্বন্ধের বড় কারন হলো প্রয়োজনের থেকে বেশি মানুষ নেতৃত্বের প্রত্যাশি হয়ে গিয়েছে। সবার নিয়ত ভালো। দ্বিনের উপকার করা বা জনগনের উপকার করা। এবং তাদের বিশ্বাস এই কাজ করার জন্য তারা ছাড়া আর ভালো কেউ নেই।
নিয়ত ভালো, পরিনতি খারাপ।