ট্যসারেক্ট বাংলা OCR:
https://github.com/tesseract-ocr
এই OCR দিয়ে স্ক্যন করা স্যম্পল:
https://habibur.com/kitab/bidaya1/6/510/
যদি linux এ কাজ করার ভালো অভিজ্ঞতা না থাকে তবে কোনো ভাবেই আপনি এটা চালাতে পারবেন না। নতুন করে Linux install করেও পারবেন না। কারন নতুন linux install করা আর সেটা চালাতে শিখা এক না।
এ কারনে আমাকে বাজে প্রশ্ন করে লাভ নেই।
অভিজ্ঞতা থাকলে এই লিংকটা আর স্যম্পলটা আপনার জন্য যথেষ্ট।
- Comments:
- FAQ: হাবি জাবি প্রশ্ন
"OCR টা কি অপনি লিখেছেন?"
না।
"windows আছে না?"
জানা নেই।
"yum, apt-get, brew install দিয়ে করলে হবে না?"
হবে।
"পার্থক্য আছে?"
জানা নেই। - খুজে দেখতে পারেন। তবে থাকলে এত দিনে হয়তো কোনো না কোনো ফ্রেন্ডদের ব্যবহার করতে দেখতেন।