৫-১০ বছর আগেও দেশে অসংখ্য ইসলামি মাসিক পত্রিকা প্রচলিত ছিলো। কিনতে গেলে ১০-২০ টা কিনে আনা যেতো।
এর পর ইন্টারনেট জনপ্রীয়তা পেলে এগুলো সব ইন্টারনেটে দেয়া আরম্ভ হয়।
আজকে পত্রিকাগুলোর খুজতে গিয়ে দেখি সবগুলো বন্ধ হয়ে গিয়েছে। ইন্টারনেটে সাইট নেই। ছাপানো পত্রিকাও সম্ভবতঃ প্রকাশিত হচ্ছে না। মাসিক মদিনা, আদর্শ নারী এগুলো এখনো ছাপায় কিনা জানি না।
এই মুহুর্তে নেটে একটিভ শুধু দুটো সাইট পেয়েছি: আহলে হক মিডিয়া আর আল-কাউসার। যদিও এক সময় কমপক্ষে ২০ টা এরকম সাইট ছিলো।
- Comments:
- এই কথাটার কোনো আধুনিক ভার্শন পাই নি তাই পুরানো কথাটা ব্যবহার করতে হলো। :-)