১
প্লেনের কন্ট্রোল প্যনেল, মানে পাইলটের সামনে যে ডিসপ্লে থাকে সেখানে তিন লেভেলে পাওয়ার ডেলিভারি করা হয়।
তাই পাওয়ার ফেল করলে প্লেন ক্রাশ করবে না।
এর অর্থ এই না যে কন্ট্রোলের পাওয়ার কখনো যায় না। যেতে পারে। যেমন বজ্রপাতে যদি সব সার্কিট পুড়ে যায়। যেমন একবার হয়েছিলো এক প্লেনে। এখনকার প্লেনে এর বিরুদ্ধেও প্রোটেকশন দেয়া থাকে।
২
রিসেন্টলি দেশে এক চাকা খুলে যাওয়ায় প্লেন লেন্ড করার পর পাইলটদের ব্যপারে বলা হয়েছিলো কিভাবে তাদের বুদ্ধিমত্তা দিয়ে শত লোকের জীবন রক্ষা করেছেন।
ঠিক। তবে প্লেনের সব চাকাই যদি খুলে পড়ে যায়, বা চাকা না নামে, তবুও যে কোনো প্লেন পেটের উপর ঘষা খেয়ে ল্যন্ড করতে পারবে। নিরাপদে। ডিজাইন করার সময় এইভাবে ডিজাইন করা হয়। একটা প্লেন এই রকম ভাবে ল্যন্ড করেছিলো। পাইলট পরে বলেছিলো তার মনে হচ্ছিলো সেটা সবচেয়ে smooth landing এর একটা।
৩
মুভিতে যে দেখায় এরকম হলে প্লেনে আগুন লেগে যায়, সেটা হয় এর তেলের কারনে। কিন্তু এই রকম ইমার্জেন্সি ল্যন্ড করার আগে প্লেনের অতিরিক্ত সব তেল আগেই আকাশ থেকে ফেলে দেয়া হয়। ফেলে দেয়ার জন্য সিসটেম থাকে।
- Comments:
- http://www.kalerkantho.com/online/national/2017/10/25/557685
- https://www.youtube.com/watch?v=vKo4Eee7V3s&feature=youtu.be&t=2m10s
- Kaiyes Ansary, devs এর অনেক প্রকারভেদ আছে। সিসটেমস, মোবাইল, ওয়েব এই রকম। আপনি যেটা বললেন সেটা এক সেকশনে। অনেক কিছু জানলাম। জাজাকাল্লাহ।