#ব্যবসা
যারা বলেন "এত প্রফিট করা কি জায়েজ? ইসলামে কি আছে? এই ব্যটা আবার টুপি দাড়ি রাখছে।" -- তাদের জন্য নিচের ফতোয়া।
উল্লেখ্য এই ফতোয়া নতুন না। আমি ছোট বেলা থেকেই এটা পড়ে জেনে আসছি। কিন্তু দৈন্দিন জীবনে যাকেই এই কথা বলি সেই এটা অবিশ্বাস করে। যখন প্রশ্ন করি তাহলে কত পার্সেন্ট প্রফিট করা জায়েজ? সে আমতা আমতা করে বলে "এত হলে মানায়।"
আলেমদের ফতোয়া আর কারো "কমন সেন্স" ফতোয়া এটা একটা পার্থক্য। "আমি যা মানুষের জন্য ভালো মনে করি সেটাই জায়েজ, আর যা খারাপ মনে করি সেটা ইসলাম বিরোধি" -- এই আইডলজি থেকে মানুষ উপরোক্ত কথা বলে। সব জায়গায় এটা খাটেনা যদিও।
উল্লেখ্য এটা হানাফি ফতোয়া। সালাফিরা একটা লিমিট দিয়ে রেখেছে যেটা খুজলে পাবেন।
____________
সর্বোচ্চ কত লাভে পন্য ক্রয় বিক্রয় করা জায়েজ?
প্রশ্ন
আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহ তায়ালা ভাল রেখেছেন, আমি শায়েখের নিকট একটা বিষয় সম্পকে জানতে চাচ্ছি তা হল ব্যবসা, কোন ব্যবসায়ী যদি কোন পন্য ক্রয় মূল্যের এক গুন/ দিগুন /তিন গুন / অথবা এর চেয়ে বেশী দামে (লাভ করে) তার পন্য বিক্রয় করে তখন উক্ত লাভের টাকা কি হালাল হবে নাকি হারাম/জুলুম হবে জানালে উপকৃত হব।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পণ্যের মূল্যের ক্ষেত্রে শরয়ী কোন সীমা নির্ধারিত নেই। কম বেশি যত ইচ্ছে মূল্য নির্ধারণ করে ক্রয় বিক্রয় বৈধ।
তবে ধোকা বা মিথ্যার আশ্রয় নিলে তা নাজায়েজ হবে।
الثمن المسمى: هو الثمن الذى يسميه ويعينه العاقدان وقت البيع بالتراضى سواء كان مطابقا لقيمته الحقيقة او ناقصا عنها او زائدا عليها (شرح المجلة، رستم، مكتبة اتحاد ديوبند-1\73، رقم المادة-153)
المرابحة بيع بمثل الثمن الأول وزيادة ربح…… والكل جائز (الفتاوى الهندية، الباب الرابع عشر فى المرابحة والتولية والوضيعة-3\160، المبسوط للسرخسى، دار الكتاب العلمية بيروت-22\78، الفقه الاسلامى وادلته-4\357)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com
http://ahlehaqmedia.com/7170/
- Comments:
- deep.