১
সোশিয়াল ভালিডেশন বলে একটা জিনিস আছে।
আমি বিশ্বাস করি "এটা ঠিক"। কিন্তু আমার মনে সন্দেহ আছে। তাই মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করি "এটাই তো ঠিক, তাই না?"
যে এটাকে ঠিক বলতে অস্বিকার করবে তাকে গালি দেই। বলি নির্বোধ, সে কিছু জানে না, অজ্ঞ। তাকে হেয় করি। এ দিয়ে শান্তি খুজি।
গালিগুলো তার দোষে আমি তাকে দেই না। আমার মানসিক দুর্বলতার জন্য দেই। কারন আমার বিশ্বাসের ব্যপারে আমার অন্তরে সব সময় একটা সন্দেহ আছে। খচ মচ করে।
২
ডিজিটাল যুগ। মানুষ সোশিয়াল ভেলিডেশন খুজে ফেসবুকের পোষ্টে পোষ্টে। দ্বিমত দেখলে গালি দেয়। তার অন্তরে অস্বস্তি। মানুষের কাছ থেকে নিজ মতের পক্ষে স্বিকৃতি না শুনলে, অশান্তি দূর হয় না।
৩
ফেসবুকে যে এসে তর্ক জুড়ায় আমি ধরে নেই সে নিজের মতের ব্যপারে সন্দেহে আছে।
- Comments:
- পড়লে জানতে পারবেন। আমি আকিদাতুল তাহাবি পড়ি নি। কিন্তু ফতোয়ায়ে হিন্দ, মুসলিম শরিফ, আবু দাউদ শরিফ, আবি শায়বার এই সংক্রান্ত হাদিসগুলো পড়েছি।
আকিদাতুল তাহাবি পড়ার দরকার বোধ করি না। যতটুকু পড়েছি তাতে জেনে গিয়েছি যা জানার।
- সব বই পড়ার দরকার নেই। যে কোনো একটা পড়লেই হলো। কারন সব বইয়ে কথা এক।
যদি মনে করেন পড়ার সময় নেই, বা সিচুয়েশন এখন নতুন। তবে আপনার দুইটা পথ আছে : যে নিজের দলের সদস্য করার জন্য আপনার আনুগত্য চায় তার যুক্তি শোনা। ফেসবুকে এরকম বহু আইডি আছে। খুজলে পাবেন।
অথবা দুই : এই ব্যপারে উলামারা কি বলেন সেটা শোনা। আপনি কোন মাজহাব-মানহাজ অনুসরন করেন সেটা বুঝে আপনার আলেমদের জিজ্ঞাসা করেন। @আহনাফ তাহমীদ