কিছু কমন প্রশ্নের উত্তর: "...কিভাবে নামাজ পড়বো?"
১
এর আগে স্বিদ্ধান্ত নেন আপনি: কোরআন হাদিস নিজে পড়ে নামাজের নিয়েম নিজে নিজে বের করে নিতে চাচ্ছেন? নাকি কারো কাছে শুনে জানতে চাচ্ছেন কি ভাবে নামাজ পড়বেন?
কিন্তু এই প্রশ্ন তাকে করলে সে আমতা আমতা করতে থাকে। এই আমতা আমতা শেষ হয় না তাকে নামাজের নিয়ম ব্যখ্যা করে বুঝিয়ে দিলেও।
এখানে তার মূল প্রশ্ন কিভাবে নামাজ পড়বে সেটা না। বরং কাকে অনুসরন করবে সেটা নিয়ে। সে সালাফি মানহাজ অনুসরন করবে নাকি হানাফি মাজহাব ডিসাইডেড না।
তাই তার উচিৎ ঐ প্রশ্ন আগে রিজলভ করে আনা।
কিভাবে নামাজ পড়বো সেটা এর পরের প্রশ্ন।
২
ব্যক্তিগত ভাবে কে কিভাবে নামাজ পড়বে এটা নিয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। যেমন নেই কেউ সালাফি নাকি হানাফি সেটা নিয়ে। সে যেভাবে ইচ্ছা পড়ুক। কিন্তু তার কনফিউশন আর একই প্রশ্ন বার বার করা থেকে বাচা হলো আমার প্রথম কনসার্ন।
দ্বিতীয় কনসার্ন হলো এক বছর পরে এসে সে যখন বলতে থাকবে "তোমাদের নামাজ হয় না...." তখন তার আক্রমন থেকে নিজে বাচা।
৩
এ জন্য "কিভাবে নামাজ পড়বো?" এই প্রশ্নের উত্তর দিতে হয় না। সে জানে।
সে জানে না সে হানাফি নাকি সালাফি।