Post# 1509482181

1-Nov-2017 2:36 am


RPN ক্যলকুলেটর। ইঞ্জিনিয়ারিং হিসাবে জন্য নরমাল ক্যলকুলেটের থেকে এটাতে বরং সুবিধা হয়। আমি সব সময় এই ক্যলকুলেটর ব্যবহার করি।

এখানে 1 + 2 = 3 বের করতে হলে টাইপ করতে হবে "1 enter 2 +"

অর্থাৎ সংখ্যাগুলো আগে স্টেকে ঢুকাতে হবে একটার পর একটা। এর পর অপারেটর [মানে যোগ ভাগ] চাপ দিলে স্টেকের সবচেয়ে নিচের দুটো সংখ্যার উপর অপারেটর কাজ করবে।

স্টেক মেনিপুলেশনের জন্য আছে drop আর swap, দুটো বাটন। এতেই হয়ে যায়।

একটা RPN ক্যলকুলেটর OSX এ বিল্ট ইন আছে। Android এ নেই, তবে app ডাউনলোড করা যায়। ভালোগুলো পেইড। ফ্রিগুলো যেরকম চাই সেরকম না।

তাই নিজে বানালাম। অপ্রয়োজনীয় সব বাটন বাদ দিয়ে শুধূ দরকারিগুলো রেখেছি।

এই পেইজ থেকে ল্যপটপ বা মোবাইলে চালানো যাবে।
লিংক:
http://habibur.com/rpn/

http://habibur.com/rpn/

    Comments:
  • Running on my mobile.

1-Nov-2017 2:36 am

Published
1-Nov-2017