আকিদা:
আকিদার জন্য আমাদের মতো আম-দের এতটুকু যথেষ্ট যে,
আমানতু বিল্লাহি - আল্লাহকে বিশ্বাস করি।
ওয়া মালাইকাতিহি - উনার ফিরিস্তাদের।
ওয়া কুতুবিহি - উনার কিতাব সমুহতে।
ওয়া রাসুলিহি - উনার রসুলদের।
ওয়াল ইয়ামুল আখিরি - আখিরাতে।
ওয়াল কাদরি, খাইরিহি... ... - তকদিরে, ভালো মন্দ আল্লাহ থেকে আসে।
ওয়া বা'সা বা'দাল মাউত - মৃত্যুর পরে আবার জীবিত হওয়াতে।
আর দ্বিতীয়তঃ
আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমায়িহী ওয়া ছিফাতিহী ওয়াক্বাবিলতু জামিয়া আহ্কামিহী ও আরকানিহী।
আমি আল্লাহর নাম আর গুন যেরকম সে রকম ভাবে আল্লাহতে বিশ্বাস করলাম। এবং উনার সমস্ত হুকুম নিয়ম মেনে নিলাম।
প্রশ্ন: "কিন্তু কেউ যদি... ... ..."
উত্তর : আলেমরা দেখবেন। তাদের এই বিষয়ে সমাধান করা আছে।
The point is এর থেকে বেশি কিছুর স্বিকৃতি দেবার জন্য নেটে যদি কেউ আপনাকে চেপে ধরে, তবে চুপ থেকে পালান।
সে তার মতবাদগুলোকে যত বিশ্বাসের সাথে জোর গলায় প্রচার করছে দলিল দিয়ে, এমন কোনো নিশ্চয়তা নেই যে এই ইলম হাশরে আমার বিন্দু মাত্র কাজে আসবে। উল্টো তার কথায় স্বিকৃতি দেয়া বা বিরোধিতা করার মাধ্যমে আমার ধরা খেয়ে যাবার আশংকা আছে। যেটা তার সাথে তর্কে গেলেই আমি পড়ে যাবো।
আল্লাহ তায়ালা এই ফিতনার সময় আমাদের হিফাজত করুন।
- Comments:
- FAQ: কিন্তু কেউ যদির বিভিন্ন ভার্শন --
"কিন্তু কেউ যদি বলে কিন্তু মানে না?"
"অমুক দলও এই বলে আপনি তাদেরও সেই বলবেন?"
"ঐ ব্যপারে তাহলে না মানলেও চলবে? আপনার লিষ্টে সেটা নেই কেন?"
.... - ডট ডটগুলো আরো বাড়িয়ে দিলাম। যারা আরবী জানেন তারা জানেন। যারা জানেন না তারা এখান থেকে মুখস্ত করবে না ধরে নিচ্ছি। অর্থটা ইম্পর্টেন্ট।