কিতাবে এই আছে। তবে বাই-পাস করতে চাইলে যুক্তির অভাব নেই।
সাধারন নিয়ম হলো, ফতোয়া কোন দিকে যাক আমি চাই, সেটা আগে ঠিক করে নেয়া। এর পর যেটা চাই সেটার পক্ষে দলিল খুজে বের করে পেশ করে নিজের সাফাই গাওয়া।
নিউট্রাল ভিউ চান? হাদিস আর ফিকাহর বই নিজে পড়েন প্রথম থেকে শেষ পর্যন্ত। এর পর নিজে স্বিদ্ধান্ত নিন।
আরেকজন নিজের পছন্দ মত কাচি দিয়ে কেটে কোটেশন জড়ো করে যে পিডিএফ, বা ফেসবুকের নোট-পোষ্ট বানিয়েছে, সেগুলো না।
- Comments:
- ^ শরিয়ার বইয়ে যদি এই রকম স্পষ্ট করে ব্যখ্যা করে আলাদা করে বলা না থাকে তবে এটা কোরআন-হাদিসের উপর ভিত্তি করে অপনার ফিকাহ। বা যে এই কথা বলছে তার ব্যক্তিগত ইজতিহাদ। যেটা আমার অনুসরন করার কোনো কারন নেই। Ashraful Alam