Post# 1511589047

25-Nov-2017 11:50 am


আদি-আসল:


বিন সালমান তার সাক্ষাৎকারে বলেছেন : এই ভাবে পেপারে লিখবেন না যে আমরা ধর্মের আধুনিকায়নে বিশ্বাসি। বরং লিখবেন আমরা আদি ও আসল ইসলাম ধর্মে ফিরে যাচ্ছি।

এর পর আমাদের নেতাদের "মদিনা সনদ" টাইপের কিছু দলিল দস্তাবেজ দেখালেন।


ডিসিডেন্ট কোনো গ্রুপের "আদি আসলে ফিরে যাচ্ছি" কথাটা নতুন না। প্রায় শুনি।

"হানাফিরা ইমাম আবু হানাফিকে অনুসরন করে না, বরং উনার আদি ও আসল অনুসারি হলেন আহলে হাদিসগন।"

"হাটহাজিরি মাদ্রাসা দেওবন্দের আসল শিক্ষা অনুসরন করে না। বরং আদি দেওবন্দের শিক্ষা অনুসরন করছে বেরলভিরা।"

বর্তমান বিবাদমান সবগুলো গ্রুপের দাবি তারা মাওলানা ইলিয়াস যে তবলিগের নিয়ম প্রবর্তন করেছেন সেই আদি শিক্ষায় ফিরে যেতে চান বলে এরকম করছেন।

আমাদের সালাফি ভাইদের 'আদি ও আসল' সংক্রান্ত যুক্তিগুলো উল্লেখ করলাম না। সবাই জানেন বলে।


কেউ যখন বলে আমরা "আদি ও আসলে ফিরে যাচ্ছি", তখন আমি ধরে নেই সে নতুন কিছু চালু করতে যাচ্ছে। তার পরবর্তি যুক্তি যাই হোক না কেন।

তবে নতুন সব কিছুই কি খারাপ?
কে জানে! That depends.

But lets call a spade for what it is, a spade.

25-Nov-2017 11:50 am

Published
25-Nov-2017