সৌদি আপডেটস:
দেড় হাজার ব্যংক একাউন্ট ফ্রোজেন।
শেয়ার বিক্রি করে দিচ্ছে বড় লোকেরা।
সৌদিরা তাদের সম্রাজ্যের নতুন যে শেয়ার বিক্রি করবে, সেটা কিনতে গিয়ে বিদেশিরা দ্বিধায় -- যদি কোনো কারন দেখিয়ে বিদেশিদের শেয়ারও সৌদি সরকার ভবিষ্যতে বাজেয়াপ্ত করে?
তাই সরকার বার বার ঘোষনা দিচ্ছে বিদেশি কম্পানির একাউন্ট বাজেয়াপ্ত করা হয় নি।
নতুন নতুন আলেম এমন কি সরকার পক্ষের আলেমদেরও বন্ধি করার খবর আসছে। উল্লেখ্য সৌদিরা/আরবরা অনেক ভদ্র। আমাদের মত না। তাই সম্মানিত লোকদের গ্রেফতার করলেও জেলে ঢুকায় না। তাদের ঘরেই গৃহবন্ধি করে রাখে। যে প্রিন্সদের গ্রেফতার করেছে তাদের এই কাজ করেছে। যে আলেমদের বন্ধি করেছে তাদেরও।
কন্সপাইরেসি থিউরিস:
১। ইজরাইলের সাথে প্লেন করে এটা করছে বিন-সালমান। ইজরাইল ইরানকে আরবের সবচেয়ে বড় শত্রু মনে করে, বিন সালমানও তাদের সাথে হাত মিলিয়ে ইজরাইলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে লাগার জন্য এই সব করছে।
২। হয়তো সামনে আরো বড় কোনো স্টেপ নিতে যাচ্ছে সরকার। তাই ঘর গুছাচ্ছে।
৩। ইন্টারন্যল বিদ্রোহ ছিলো। সেটা দমন করেছে। যেহেতু অনেক সেনা প্রধানদেরও পাকড়াও করেছে।
- Comments:
- FAQ:
"প্রিন্সদের গৃহ বন্ধি করে নি। হোটেলে বন্ধি করেছে।"
"ভদ্র!!! আমাদের শায়েখের/দলের উপর যে টর্চার করেছে..."
"আপনার মত দরবারি লোক এই কথাই তো বলবে। আমরা তাগুতের গোলামের বিরুদ্ধে...." - আরব পত্রিকাগুলো নিউজ ফিড, আরবী-ইংরেজিতে। পরে আরবীর সাথে ডিকশেনারি ইন্টিগ্রেট করে দেবো ইনশাল্লাহ। তাহলে যে কোনো ওয়ার্ডে ডবল ক্লিক করলে ইংরেজি অর্থ দেখাবে।
http://news.habibur.com/arab/
http://news.habibur.com/arab/