Post# 1511514894

24-Nov-2017 3:14 pm


"কিন্তু মানুষ বিভ্রান্ত হবে যে?"

তাসাউফ সংক্রান্ত ব্যপারে বিভিন্ন মাজহাব-মানহাজের অবস্থান তাই জানিয়ে দিচ্ছি। যদিও এটা আপনি অলরেডি জানেন বা আপনার মাজহাব-মানহাজের অবস্থান আপনার নিজের জানা থাকা উচিৎ। আমার কাছ থেকে না জেনে।

এনিওয়ে আপনার মাজহাব-মানহাজ জেনে আপনি এ ধরনের স্টেটাসগুলো পড়া থেকে বিরত থাকেন। আবারো জানাচ্ছি, আমি নিজে হানাফি-দেওবন্দি মত অনুসরন করি এবং তাদের মাঝে বিতর্কের ক্ষেত্রে অধিকাংশের মত অনুসরনের করার চেষ্টা করি।

তাসাউফ সংক্রান্ত বিষয়ে মত:

সালাফি: আগা থেকে গোড়ে এ সংক্রান্ত সব কিছু বিদায়াত ও পথভ্রষ্টতা। এবং অধিকাংশ ক্ষেত্রে কুফর। মুসলিমদের জন্য কোরআন হাদিস যথেষ্ট হওয়া উচিৎ।

জামাত-ইখওয়ান : এই সব কিছু বিদায়াৎ, অপ্রয়োজনীয় এবং উম্মাহকে দ্বিনের আসল কাজ থেকে ফিরানোর চক্রান্ত। রাসুলুল্লাহ ﷺ আমাদের এগুলো শিক্ষা দেবার জন্য আসেন নি।

হানাফি : নিষিদ্ধ না।

দেওবন্দি : নিষিদ্ধ না।

শাফি : এখানে দেখলাম হানাফিদের থেকে অনেক বেশি তাসাউফের চর্চা। তাই যারা বলে "শুধু মাত্র আমাদের উপমহাদেশে এই সব হয়..." তাদের কথা ভুল।

24-Nov-2017 3:14 pm

Published
24-Nov-2017