Post# 1509945510

6-Nov-2017 11:18 am



একটা বোয়িং 747 এ চারটা ইঞ্জিন থাকে।

একটা ইঞ্জিন নষ্ট হলে : প্লেন ক্রাশ করবে না। উড়তে থাকবে।
দুটো নষ্ট হলে : উড়তে থাকবে।
তিনটা নষ্ট হলে : উড়তে থাকবে।
চারটাই নষ্ট হয়ে গেলে : ধুম করে পড়ে যাবে না। আস্তে আস্তে নিচে নামতে থাকবে। এই অবস্থায় সমূদ্রের পানিতে ল্যন্ড করতে পারবে।

এই কারনে প্লেনের পথ সমূদ্রের তীর ধরে দেয়ার চেষ্টা করা হয়। যেন, সব ইঞ্জিন নষ্ট হলেও সমূদ্রে ল্যন্ড করতে পারে।


হেলিকপ্টারে একটা ইঞ্জিন। রটোর, এর পাখাটা। এটা যদি নষ্ট হয়ে যায় তবুও ক্রাশ করবে না।

রটরের কেনেটিক এনার্জির জন্য এটা ঘুরতে থাকবে। এই অবস্থায় আস্তে করে নিচে ল্যন্ড করানো যাবে।

ইন ফেক্ট হেলিকপ্টার পাইলটদের এই ইমার্জেন্সিটা প্রেকটিশ করতে হয়। উপরে তুলে ইন্জিন বন্ধ করে দিয়ে, এর পর হেলিকপ্টার ল্যন্ড করানো।


এক্সট্রিম। যদি টেইকঅফের সময়ে প্লেনের একটা ছাড়া বাকি সব ইঞ্জিন নষ্ট হয়ে যায়?

তবুও নিরাপদে টেইকঅফ করতে পরবে। ডিজান করার সময় সব প্লেন এইভাবে ডিজাইন করা হয়।

    Comments:
  • FAQ:
    এগুলো পোলাপাইন্না কোশচেন:
    "একটাতে চলতে পারলে চারটা ইন্জিন দেবার দরকার কি?"
    "747 এ রকম, অন্য প্লেন গুলো?"
    "যদি দুইটা ইঞ্জিন থাকে, একটা নষ্ট হয় তবে?"
  • আমাদের জন্য কষ্টলি। তাদের জন্য না। অনেক টাকা যেহেতু। :-P

6-Nov-2017 11:18 am

Published
6-Nov-2017