মনে করেন আমার ফ্রেন্ড লিষ্টে একজন চরমোনাইয়ের অনুসারি আছেন।
১
এখন উনার উপস্থিতিতে আমি চরমোনাই সম্পর্কে ফ্রিলি কিছু বলতে পারবো না।
ভালো কিছু বললে উনি প্রচুল লাইক, "ঠিক ঠিক" বলে এক্সপ্লেইন করবেন ভালোর সবটুকু আমি বলি নি।
খারাপ কিছু বললে "আপনি কিছু জানেন না। ঐ রকম না। হা: হা: চরমোনাই নাকি সেই? না জেনে মন্তব্য করেন কেন? চরোমোনাই এইভাবে কাজ করে না।" অনেক কিছু।
২
এখন উনি যদিও চরোমোনাই সম্পর্কে সবচেয়ে ভালো জানেন, আমাদের সবার থেকে। কিন্তু নিউট্রাল ভিউ উনার থেকে পাওয়া যাবে না। পাওয়া যাবে এমন একজন থেকে যে তাদের কাছা কাছি থাকে, কিন্তু এতে সাবসক্রাইবড না।
৩
বাহিরের লোকের কথায় তথ্যগত ভুল থাকবে। এর পরও তার কথা সেই মুরিদের কথা থেকে বেশি রিলায়েবল হবে।