ভারতের নোট বাতিলের ১ বছর।
১
হুট করে এই দিন গত বছর মোদি ৫০০ আর ১০০০ টাকার সব নোট বাতিল করে। জনগনের মাঝে ক্রাইসিস পড়ে যায়। বলে সব নোট ব্যংকে জমা দিয়ে কোথা থেকে টাকা পেয়েছে ব্যখ্যা করে নতুন টাকা নিতে হবে।
ব্যংকে ব্যংকে আকাশচুম্বি লাইন। ভোগান্তি। বাজারে কেনা কাটা বন্ধ। ব্যবসা প্রতিষ্ঠান ক্যশের অভাবে একের পর এক ক্লোজড।
এর পরও যে কারনে এত কষ্ট করা হয়েছিলো সেটা ফেইল করে।
বলা হয়েছিলো: কালো টাকার মালিকরা তাদের টাকা ব্যংকে জমা দেবে না। এভাবে ৭৫% টাকা শুধু জমা পড়বে। বাকি টাকা বাতিল।
শেষ খবর: ৯৯% টাকা জমা পড়েছে। কালো-সাদা সব টাকা দিব্যি আছে।
পরে বলা হয়েছিলো কালো টাকা না। বরং ক্যশ থেকে ডিজিটাল ট্রানজাকশানে যাবার জন্য এটা করেছে। তাহলে ট্যক্স নিতে সুবিধা হয়। এক বছর পর এখনো ইন্ডিয়ায় সেই ক্যশই চলছে আগের মত। ডিজিটাল বহু দূর।
মোদি তখন বলছিলো: ধর্য্য ধরো, এতে GDP বাড়বে। উল্টো এর পরের বছর GDP কমে অর্ধেক হয়ে গিয়েছে। ১০% থেকে ৫%।
২
শিক্ষা:
আমাদের মত সাধারন মানুষদের ধারনা আছে কিছু লোক অনেক টাকার মালিক। তাদের টাকা লুট করে গরিবদের মাঝে ভাগ করে দিলে গরিব আর গরিব থাকতো না। এটা ভুল ধারনা। এর পরও যখনই নতুন কেউ ক্ষমতা পায় তখন প্রথমে এই কাজটা করে।
সৌদিতে এখন এটা হচ্ছে। দশ বছর আগে বাংলাদেশে হয়েছিলো।
৩
মুসলিমদের শিক্ষা:
কিভাবে ভারতের জনগন এর পরও মোদির পক্ষে ছিলো। এত কষ্টের পরও। এই রকম নেতার সাথে ঐক্যবদ্ধ থাকতে পারা একটা বড় গুন। বিজয়ের পূর্বশর্ত।
মুসলিমদের মাঝে এটার বড় অভাব।