Post# 1510237630

9-Nov-2017 8:27 pm


জানলাম কমুনিষ্টদের অক্টোবর রেভুলেশনের ১০০ বছর পূর্ন হয়েছে।

ছাত্র কালে আমাদের তর্ক ঘুরতো কমুনিজম বনাম গনতন্ত্র নিয়ে।

ইসলামিষ্টরা ছিলো গনতন্ত্রের পক্ষে। ইসলাম বিদ্বেষিরা কমুনিষ্ট। কমুনিষ্টরা রাশিয়ার পক্ষে। গনতন্ত্রীরা আমেরিকার।

বিটিভিতে ছিলো কমুনিষ্টদের জয় জয়কার। পত্রিকাতে, বিভিন্ন সভা সমিতি আলোচনা সভায় সব জায়গায় তাদের আধিপত্য। বিরোধিদের গালি দিতো: পুজিবাদি, বর্জুয়া, শোষক, ধনিক, বনিক, সামন্তবাদী বলে। যারা গরিবের রক্ত চুষে বড়লোক হয়। সবগুলো শব্দের অর্থও আমি জানি না। তারা জানতো। তাদের সার্কেল হতো যাকে বলে 'হালাকা'।

তাদের দিন শেষ হয়েছে।
যদিও যু্‌ক্তি তর্ক আর আবেগের কথায় তারা সবসময় এগিয়ে থাকতো।

Lesson for us.

9-Nov-2017 8:27 pm

Published
9-Nov-2017