Facebook Posts - December 2015

1-Dec-2015 1:18 am


খবর: ফেসবুকে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হচ্ছে। তিনি বলেন, ভুয়া অ্যাকাউন্টধারীদের শনাক্ত করা এবং নতুন করে ভুয়া অ্যাকাউন্ট খোলা ঠেকানো যাবে বলে মনে করা হচ্ছে। ‘স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড প্রকল্প চালু হলে ফেসবুকের কাছে ইমেইল আইডির সঙ্গে ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশনের জন্য নতুন অপশন যোগ করার জন্য আমরা ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠি লিখব।
_______
সামনের কমেন্ট: জো হুকুম জাহাপনা। হুজুরের যা মর্জি।

পেছনের কমেন্ট: এই বলদরা কি করতে পারবে আর কি করতে পারবে না, সেটাও জানে না।

ফ্রেন্ডস অনলি আপডেট বলে কিছু ভলগার ব্যবহার করলাম। আমার ওয়াইফের পরামর্শ মত আমার ছবিটা এই ধরনের টার্ম ব্যবহার করার আগেই বদলিয়ে ফেললে ভালো হতো বুঝতে পারছি :-P

1-Dec-2015 1:18 am

1-Dec-2015 8:18 am


তাওহীদের ক্ষেত্রে মাঝামাঝি রাস্তা:

প্রান্তিকতা বাংলায় একটি সুন্দর শব্দ যা দুই প্রান্তকেই বোঝায়। বাড়াবাড়ি-ছাড়াছাড়ি, ইফরাত-তাফরীত দুটোকেই বোঝায়। সব বিষয়ের মতো তাওহীদ-বিষয়েও প্রান্তিকতা আছে।

এক ‘ইফরাত ফিত তাওহীদ’, অর্থাৎ আপনি তাওহীদের বিষয়ে এমন প্রান্তে গিয়ে পৌঁছলেন যে, তাওহীদ পরিপন্থী নয় এমন অনেক কিছুকে তাওহীদ পরিপন্থী বলা শুরু করলেন।

আর ‘তাফরীত ফিত তাওহীদ’ হল, তাওহীদের ক্ষেত্রে শৈথিল্য প্রদর্শন করতে করতে এমন প্রান্তে গিয়ে পৌঁছলেন যে, এখন তাওহীদ পরিপন্থী জিনিসকেও বলেন তাওহীদ পরিপন্থী নয়।

তাওহীদের ক্ষেত্রে উভয় প্রান্তিকতাই আমাদের বর্জন করতে হবে। প্রান্তিকতা যে দিকেরই হোক এর অর্থ হল, তাওহীদের ক্ষেত্রে মাঝামাঝি রাস্তা থেকে সরে যাওয়া। একটি কাজ তাওহীদ পরিপন্থী কিন্তু আমি মনে করলাম তাওহীদ পরিপন্থী নয়। আবার তাওহীদ পরিপন্থী নয় কিন্তু আমি মনে করলাম তাওহীদ পরিপন্থী দুটোই নিন্দনীয় এবং দুটোই বর্জনীয়।

- আল কাওসার: এপ্রিল/২০১৫

1-Dec-2015 8:18 am

1-Dec-2015 9:05 am


মনিষীদের বানী:

"বিকল্প উপায়ে যারা ফেসবুক ব্যবহার করছেন তাদের নজরদারি করা হচ্ছে। প্রয়োজনে তাদের অ্যাকাউন্ট হ্যাক করা হবে" - হালিম আপু।

btw: হালিম আপু কিন্তু আমার "বড়" আপু। মানে বয়সে দিক থেকে আমার মুরুব্বি।

1-Dec-2015 9:05 am

1-Dec-2015 9:27 am


আমার হিরো, Omid Rezwan Chowdhury আজকে আমাদের বাসায় আসলো দাওয়াত এক্সেপ্ট করে।

Feeling like: জীবনে এখন আর কোনো কস্ট নেই :-P

    Comments:
  • তোমরা যারা সামান্য বানান নিয়ে ময়দান গরম করে তোলো। ঠিক আছে বানান ঠিক করলাম।

    And Hero is always a Hero. বানান যাই হোক :-P

  • ফেসবুক এই প্রস্তাবে রাজি হবে না।

    যদি রাজি হতো তাহলেও ভিপিএন দিয়ে ইন্টারনেটে ঢুকলে ফেসবুক বুঝতে পারবে না কে হিন্দুস্তানে থাকে আর কে বাংলায় থাকে।

    সাইড ইফেক্ট হলো ফেসবুক আর খুলছে না। সরকার এখন থেকে বলবে: "ফেসবুক কতৃপক্ষ রাজি হলেই আমরা ফেসবুক খুলে দিবো। তাই কখন খুলবে সেটা তাদের জিজ্ঞাসা করেন।"

1-Dec-2015 9:27 am

1-Dec-2015 7:11 pm


লম্বা জীবন কাটিয়ে এসে গত কয়েক সপ্তাহে নতুন যা কিছু জানলাম আর যা মেনে নিলাম:

১। বাংলাদেশে মুনাফেক আছে -- মেনেছি।
২। যারা নিয়মিত নামাজ পড়ে না তারা মুনাফেক -- মেনেছি।

এর পর আমার পরবর্তি কাজ হলো মুনাফেকদের যেন বিশ্বাস না করি আর তাদের যেন ভালো না বাসি। তারা বিশ্বস্ত হলেও না, আত্মিয় হলেও না, দরিদ্র হলেও না, বিপদাপন্ন হলেও না।

আল্লাহ তায়ালা যেন আমাকে এর উপর আমল করার তৌফিক দান করেন এবং আমার আন্তরকে এব্যপারে কঠোর করেন।

মাঝে মাঝে মনে হয় আমি "এক্সট্রিমিস্ট আইডোলজির" দিকে যাচ্ছি কিনা। কিন্তু কোরআন শরিফের কোনো আয়াত আমার কাছ কঠোর ঠেকলেও মাথা নত করে সেটা মেনে নেবো। কারন আমি আল্লাহর গোলাম।

আল্লাহ তায়ালা আমাদের জন্য সহজ করুন, আর আমাদের পথ দেখান।

    Comments:
  • ইন্টারেস্টিংলি যাদেরকে দাওয়াত দেয়া সত্বেও তারা আসে নি, তারাই এখন ফেসবুকে অনশনের আওয়াজ তুলছে।

    নিন্দুকেরা বলে: তারা খেতে পারে নি বলে এখন অনশন, অনশন করছে।

    আমি কিন্তু নিন্দুকদের কথা বিশ্বাস করি না। :-P

    Chowdhury Saima Ferdous, Masud M. Zaman

1-Dec-2015 7:11 pm

1-Dec-2015 8:11 pm

1-Dec-2015 8:30 pm


উর্দু বুঝিনা। তাই এই কথাগুলোও বুঝতে পারি না।

তবে আবেগ ভেতর থেকে আসে। আর আমার রবের সামনে আমার ঘাড় যতটুকু নিচু করা উচিৎ ছিলো, সেটা আমি করতে পারি নি।

https://www.youtube.com/watch?v=hf8OiLGXV_M

    Comments:
  • সেকুলারিজম - ননসেকুলারিজম এর মাঝে একটা হার্ড লাইন টানা কস্টকর। কারন the gray zone in the middle।

    তাই এখানে সন্দেহের অবকাশ আছে।

    তবে যারা নামাজ পড়ে না, তাদের ব্যপারে সন্দেহের অবকাশ নেই।

1-Dec-2015 8:30 pm

2-Dec-2015 3:12 pm


হাকিম ইবনে হাজাম রা: বলেন: এক ব্যক্তি রাসুলুল্লাহ ﷺ এর কাছে জিজাসা করলেন উত্তম সদকা কি? উনি বললেন "কাশেহ" আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা।

- মেশকাত
"কাশেহ" হলো ঐ লোক, যার মনে অন্য কারো প্রতি ঘৃনা আছে।

রাসুলুল্লাহ ﷺ বলেছেন: যে চায় কেয়ামতের দিন উচু উড়ু দালন এবং উচু মর্যাদা লাভ করবে তার উচিৎ তার প্রতি জুলুমকারীদের ক্ষমা করা, তাকে বঞ্চিত কারীদের উপর অনুগ্রহ করা, তার সাথে সম্পর্ক ছিন্নকারীদের সাথে সম্পর্ক স্থাপন করা।

- দোররে মনসুর।

____
সুত্র: ফাজায়েলে সাদাকাহ

    Comments:
  • "সমস্ত লোভনীয় খাওয়া বক্সে ভরে" <-- ভালো আইডিয়া। সামনের মঙ্গলবার এটা প্রয়োগ করার সুযোগ আছে।

    আশা করি আপনার খালা ছাড়াও ভালো মানুষ দু একজন আরো আছে :-P

2-Dec-2015 3:12 pm

2-Dec-2015 5:00 pm


রাসুলুল্লাহ ﷺ একবার মসজিদে একদল লোককে বসে থাকতে দেখে গিয়ে জিজ্ঞাসা করলেন

- তোমরা এখনে বসে আছো কেন?

  • আমরা বসেছি আল্লাহ তায়ালার স্বরন করার জন্য, উনি পথ দেখিয়ে আমাদেরকে মুসলিম করেছেন তার হামদ আদায়ের জন্য আর উনার নিয়ামতের আলোচনার জন্য বসেছি।
  • আল্লাহর নাম নিয়ে বলো, শুধু এর জন্যই বসেছো?
  • ওয়াল্লাহ! শুধু এর জন্যই বসেছি।
  • না, তোমাদের কোনো দোষের জন্য আমি আল্লর নাম নিতে বলি নি। বলেছি কারন জিব্রিল আমার কাছে এসে বলেছেন আল্লাহ তায়ালা তোমাদের কথা ফিরিস্তাদের সাথে আলোচনা করছেন, একারনে।

    [বুখারি শরিফের হাদিস]

    অন্য বর্ননায় আছে "আমাকে হুকুম দেয়া হয়েছে তোমাদের সাথে বসতে"
    _________

    ঐ মজমায় সবাই তার অন্তরের কথা বলতো। একজন করে বলতো অন্যরা শুনতো। এটা পরবর্তি যুগেও প্রচলিত ছিলো। এখন বন্ধ হয়ে গিয়েছে।

    বৈঠক খানায় যেরকম গল্প করি, সেরকম। বন্ধুদের সাথে যেরকম আলাপ করি, সেরকম। বৈঠক এখনো আছে কিন্তু ওগুলোতে আল্লাহর কথা আলোচনা হয় না। যদি হয় তবে কোন এক ব্যক্তি ডমিনেট করে কোনো দলের শিক্ষার কথা অন্যদের শেখাতে থাকে। ওটা হামদ আর শোকরের মজমা না। সবার কথা শোনার সুযোগ সেখানে নেই।

      Comments:
    • OK. Shall be there inshaAllah.

      // Lesson learned: ভালো মানুষ খুব কমই বেচে আছে :-D

    2-Dec-2015 5:00 pm

  • 2-Dec-2015 7:31 pm


    "গত পাঁচ-ছয়দিন ফেইসবুক থেকে দূরে থেকে কত্ত লোকের জীবন বাঁচালাম কে জানে! কিন্তু এই অকৃতজ্ঞের দল - হুএভার দেয় মেইবি - একটা ধন্যবাদও দিলনা।" - জনৈক।
      Comments:
    • ফাজায়েলে হজ্জ।
    • ফাজায়েলে হজ্জে আছে :-)

    2-Dec-2015 7:31 pm

    2-Dec-2015 9:20 pm


    "খাসাফ" বলে একটা কথা হাদিসে এসেছে। শেষ যুগে এটা বেশি বেশি হবে। "খাসাফ" হলো এটা।

    http://www.thehindu.com/news/national/andhra-pradesh/sinkholes-now-spread-to-more-villages-in-kadapa/article7934844.ece

      Comments:
    • ফাজায়েলে হজ্জের রিসেন্ট অনুবাদগুলোতে সম্ভবতঃ প্রতিটা বর্ননার রেফারেন্স দেয়া আছে। নেটে যে PDF গুলো আছে সেটা অনেক পুরানো অনুবাদের।

    2-Dec-2015 9:20 pm

    3-Dec-2015 4:48 am


    14 killed and 14 injured in terrorist attack in USA. As a person named Farook Sayeed is a suspect among others.

    Life of Muslims in USA is going to be tougher. As if daily random beatings on the streets and pushing people off railway platforms were not enough.

    And like the last one taking place in a Marathon race, this one also took place in an emotional and sentimental place: Center for people with developmental disabilities, of all the other places.

    And it's getting much worse. The three are on run. And yes. If we believe twitter ISIS posters, it's them.

    Hashtag for current situation: America Burning

    3-Dec-2015 4:48 am

    3-Dec-2015 10:42 am


    বাই দা ওয়ে: "টেররিস্ট একটিভিটি" টার্মটা দিয়ে এটা ভালো নাকি মন্দ কাজ, উচিৎ নাকি অনুচিৎ এগুলো কিছুই বুঝায় না। শুধু বুঝায়, হালমাকারীরা মুসলিম ছিলো এতটুকু। আমিও টার্মটাকে এই সেন্সে ব্যবহার করি।

    ব্যক্তগতভাবে আমি কোনো কিছুকেই condemn করি না। Everything is a reality of life -- আমার আইডোলজি।

    Live happy :-D

    3-Dec-2015 10:42 am

    3-Dec-2015 11:01 am


    Second suspect is "Bin Ardogan", Qatari.

    Shit just got real. Some major changes coming within the next few days?

    Prayers for all Muslims everywhere.

    3-Dec-2015 11:01 am

    3-Dec-2015 1:05 pm


    ইয়ং মানুষেরা এখন স্ট্রোক করে মারা যাচ্ছে। রক্তে চর্বি জমে। এবং এগুলো শুধু শহরে না, গ্রামেও।

    দেশের বাড়িতে আজকেও একজন মারা গেলো। ছয় মাস আগে আরেক জন মারা গিয়েছিলো। সবাই ৪০, ৫০ বছর বয়স।

    3-Dec-2015 1:05 pm

    3-Dec-2015 1:44 pm


    A writer describes how the ability to say a single word "No!" made him rich.

    Reminds me of "Just say no" movement in the 80s. When I realized, being able to say no is an art in itself, a capability, a strength. Which I still am not very good at.

    http://www.independent.co.uk/news/business/news/the-one-word-that-will-make-you-rich-a6757111.html

    3-Dec-2015 1:44 pm

    3-Dec-2015 5:13 pm


    Everything is getting real. রাশিয়া দুর্বল হয়েছে তুর্কিরা রাশিয়ার একটা প্লেন ফেলে দেবার পর। এবার এসেছে বৃটিশরা।

    এতদিনে একটা দল একটা কালো পতাকা নিয়ে সবগুলো আরব রাস্ট্র, আমেরিকা, রাশিয়া, ইরান এবং ফ্রান্সের আক্রমন প্রতিহত করে এখনো টিকে আছে।

    কিন্তু বৃটিশদের কি তারা প্রতিহত করতে পারবে?

    Let's watch! :-D

    3-Dec-2015 5:13 pm

    3-Dec-2015 6:07 pm


    Trump is now ahead in every republican nomination poll. Ahead by a BIG margin from the rest. At least by 10%.

    A comic book villain is currently ruling India. And another one probably will be leading America, soon.

      Comments:
    • লিখছিলেন বলেই উনাকে ধরা হয়েছে। এখন মনে হয় চুপ করে যাবার সময়।

    3-Dec-2015 6:07 pm

    3-Dec-2015 8:40 pm


    Syria had been a mess this far. And now the whole World has turned into a mess centering Syria.

    Today was a day with a big jump in this messiness. UK getting engaged in Syria? Bashar al Asad opposing UK's involvement? Todays attack in USA carried out by IS? Turkey checking how far it can go blocking Russian vessels in the Black sea?

    I have lost count of ways how things can go worse from here.

    3-Dec-2015 8:40 pm

    3-Dec-2015 9:38 pm


    Confrontation between Turkey and Russia is now bound to get worse. Putin accused Erdogan of buying ISIS oil. Erdogan denied and challenged to produce evidence. And now Putin has come up with satellite evidence.

    It surely will enrage Turkey. And if they continue to block Russian vessels in Bosphorus in retaliation, Russia will most certainly and legitimately fight back.

    3-Dec-2015 9:38 pm

    4-Dec-2015 5:29 am


    আমাদের রাম, বাম, নাস্তিক আর মুক্তমনারাও যখন ফেসবুক খুলে দেবার জন্য সরকারের কাছে দাবী তুলেছে, তখন সরকারও রিয়েক্ট করেছে।

    রিয়েক্ট করেছে রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসিয়ে মোবাইল ফোনে ভিপিএন ইন্সটল করা আছে কিনা সার্চ করে, আর ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করার অপরাধে তিন জনকে গ্রেফতার করে।

    ব্রাভো।

    4-Dec-2015 5:29 am

    4-Dec-2015 11:02 am


    ৭২:
    লিখিত কোনো আইন ছিলো না ছেলেরা চুল বড় রাখতে পারবে না। তবে কোটেশন: "কিন্তু ওই সময় সারা দেশে রক্ষী বাহিনী লেলিয়ে দেওয়া হয়েছিল সেই সকল যুবকদের পেছনে যাদের চুল বড় ছিল, কাউকে ধরতে পারলে প্রকাশ্যে বুট জুতা দিয়ে পাড়ানো হত। ওই সময় আমার আব্বার চুল বড় ছিল। রক্ষী বাহিনীর অত্যাচার থেকে রক্ষা করতে তাকে গলা পানিতে নামিয়ে ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছিলেন আমাদের স্বজনরা।"

    ৮২:
    এরশাদ ক্ষমতায় আসার পর। লিখিত কোনো আইন ছিলো না যে স্বামির পেছনে স্ত্রী মটর সাইকেলে বসতে পারবে না। কিন্তু মটরসাইকেলের পেছনে যে কোনো মহিলাকে বসিয়ে নিয়ে যেতে থাকলে সেনা সদস্যরা তাদের আটকিয়ে প্রাকাশ্যে কান ধরে উঠা বসা করানো হতো, সামরিক পানিশমেন্টের মত কাদা পানিতে দুজনকেই কয়েক ঘন্টা দাড় করিয়ে রাখা হতো, অথবা রাস্তায় সবার সামনে পিটানো হতো।

    ২০১৫:
    কোটেসন: "ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করার জন্য তিনজনকে ধরা হয়েছে। র‍্যাব আবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এ কথা। কিন্তু কেউ বলতে পারবে না, ফেসবুক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে কোনো লিখিত আদেশ জারি করেছে। কোথাও এমন নোটিশও নাই যে ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করলে কী শাস্তি হবে।"

    4-Dec-2015 11:02 am

    4-Dec-2015 3:05 pm


    তেলের দাম এখন $60 ব্যরেল [$40 ক্রুড + রিফাইন কস্ট $20] এটা দেশে বিক্রি হচ্ছে $200 ব্যরেল। প্রতিদিন ৬০ হাজার ব্যরেল তেল দেশে আমদানি হয়।

    বছরে সরকার তেলের উপর ট্যক্স থেকে পাচ্ছে ৩ বিলিয়ন ডলার। বাংলাদেশের বাজেট ১০ বিলিয়ন ডলার।

    4-Dec-2015 3:05 pm

    4-Dec-2015 11:24 pm


    বদমাশ ট্যক্সি ড্রাইভার। পথচারিকে প্রায় ভুলিয়ে দিয়েছিলো সে কে :-P

    https://mydeathblog.files.wordpress.com/2010/08/fake.gif?w=630

    4-Dec-2015 11:24 pm

    5-Dec-2015 10:44 am


    সরকারী নিষেধাজ্ঞা মেনে নিয়ে মুখ বন্ধ রাখলেই এখন নিরাপদ।

    বাই দা ওয়ে, ফেসবুক ব্লক এত সুন্দর ভাবে ইফেকটিভ হয়েছে, যে দেখে মনে হচ্ছে সরকার সব সোশাল নেটওয়ার্কিং সাইট বাংলাদেশিদের জন্য ব্যবহার নিষিদ্ধ ঘোষনা করবে। এখন এই পরিবেশে শুধু "নিষিদ্ধ ঘোষনা" করলেই বাংগালী সব পলাবে। আর কিছু লাগবে না।

    যারা স্বপ্ন দেখতেন ফেসবুক কয়েক দিনের মাঝে খুলে দেবে, continue to live in your dreams. You might finally be able to find your inner peace that way :-P

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    5-Dec-2015 10:44 am

    5-Dec-2015 9:09 pm


    Narrated Anas bin Malik:
    The Prophet of Allah ﷺ said to me: "My son! If you are able of live the morning and the evening without any deception ( غِشٌّ ) in your heart for anyone, then do so." He added "My son! That is from my practice. And whoever revives my practice loves me. And whoever loves me will be with me in Paradise."

    Reference: Tirmidi
    http://sunnah.com/tirmidhi/41/34

    5-Dec-2015 9:09 pm

    5-Dec-2015 10:29 pm


    "অর্থ সংগ্রহের আশায় তিনজন মাদ্রাসা ছাত্র আরিফের বাসার নিচে আসে। তাদের চলে যেতে বললেও তারা যায় না। যা বাড়ির দারোয়ান ফোনে জানালে বাসায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। জেবতিকের মা দরজা বন্ধ করে দিয়ে তাকে বাথরুমে লুকিয়ে থাকতে বলে। অথচ পরে দেখা যায়, তারা বৃষ্টির হাত থেকে বাঁচতেই সেখানে অবস্থান করছিলো।"

    - Time Magazine :-P

      Comments:
    • এই যদি হয় অবস্থা তবে আমাদের কি হবে। আর এই দেশে যে ৮০% লোক রেগুলার নামাজই পড়ে না তাদের কি হবে?
    • সরকারের কাছে দাবি তোলা যেতে পারে। পুলিশরাই এখন খুতবা দিবে।

    5-Dec-2015 10:29 pm

    6-Dec-2015 8:11 pm

    7-Dec-2015 1:08 pm


    As has happened the last time when FB was blocked, FB is now a bare land. Yes, you can access it using VPN and proxy. But

    - a lot of the users have lost their IDs using Tor and ucbrowser [which uses tor].

  • most can't use VPN or proxy.
  • other don't like the hassle of starting a VPN, and therefore are visiting less.

    Plus, with the arrests for using FB, it's no longer worth it.
    _________
    Freedom (n.) Supporting the leader that has got you hypnotized.

    7-Dec-2015 1:08 pm

  • 7-Dec-2015 3:45 pm


    কেমন যেন আইডোলজিক্যল চেইঞ্জ দেখতে পাচ্ছি নিজের মাঝে। মুনাফিক আর মুসলিমদের এক করে দেখতে পারছি না। "কে মুনাফিক আর কে মুসলিম সেটা আল্লাহ জানেন, তুমি কি তার অন্তর চিড়ে দেখেছ?" --- এই যুক্তি এখন আমার কাছে অচল।

    "যারা নামাজ পড়ে না, তারা সবই মুনাফিক এবং এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই" --- এই কথাটাই ঠিক।

    এটা আমার একটা আইডোলজিক্যল সিফট। কিন্তু এটা কিসের লক্ষন? সামনে মুনাফিক মুসলিমরা ভাগ হয়ে যাবে তার ছায়া? নাকি শেষ বয়সে এসে একটা ভুলে পড়ে যাচ্ছি?

    শেষ বয়সে অনেক মুসলিম একটা ভুল করে বসে। এটা প্রমানিত। আমাদের হাফেজ্জি হুজুর শেষে এসে পলিটিক্সে নেমেছেন। এটাকেও আমি উনার একটা ভুল হিসাবে দেখি, কিন্তু সঠিকটা আল্লাহ জানেন। ইতিহাসে উনাকে এখনো স্বরন করা হয় ইসলামি শিক্ষায় উনার অবদানের জন্য। পলিটিক্যলি উনি কি করেছেন তার জন্য না।

    এরকম শেষ বয়সে এসে পলিটিক্সে ঢুকে ভুল করেছেন এরকম আরো কয়েকটা উদাহরন আছে। কিন্তু পলিটিক্সই একমাত্র ভুল করার জায়গা না, আরো আছে।

    আমার পরিনতি কি হবে, আল্লাহ তায়ালা জানেন।

    7-Dec-2015 3:45 pm

    7-Dec-2015 5:48 pm


    একটা জিনিস যেটা শিখেছি:

    'দাওয়ার' ফজিলত, তবলিগের লোকের কাছ থেকে শিখতে হয় না।
    'ইলমের' ফজিলত, আলেমের কাছ থেকে শিখতে হয় না।
    'জিহাদের' ফজিলত, মুজাহিদের কাছ থেকে শিখতে হয় না।
    আর 'জিকিরের' ফজিলত তাসাউফ পন্থিদের কাছ থেকে শিখতে হয় না।

    কারন প্রত্যেকে, যে যেই লাইনে আছে, সেটাকে সবচেয়ে উচু করে বর্ননা করে :-P

    7-Dec-2015 5:48 pm

    7-Dec-2015 6:00 pm


    আখিুরজ্জামান বিষয়ে: [নিচের লিখাটা সবার জন্য না]

    বলা হয়েছিলো "মসুলিমরা এর পর কসতুনতুনিয়া জয় করবে।" সারা জীবন এই হাদিস পড়ার পর ফুটনোট বা ব্যখ্যায় পড়ে এসেছি "কন্সট্যনটিনোপ্যল" এখন মুসলিমদেরই দখলে।

    তাই এটা কিভাবে হবে তার ব্যাখ্যা আমার কাছে ছিলো না। কিছু ধারনাও করতে পারতাম না। তাই ধরে নিতাম সময় হলে তখন দেখা যাবে।

    গত একমাসে সব কিছু বদলিয়ে গিয়েছে। এখন ধারনা করতে পারি কি হতে পারে।

    রাশিয়া হয়তো তুরস্ক দখল করে নেবে :-P

      Comments:
    • তবে এরদোগান আসার পর সেই হিসাবটাও উল্টো পাল্টা হয়ে যায়। কারন কামাল পাশার মাঝে কুফরি থাকলেও এরদোগানকে ঠিক কাফের বলা যায় না।

    7-Dec-2015 6:00 pm

    7-Dec-2015 8:22 pm


    CS Monitor covers Tablig sweeping the ME.

    "Mysterious Islamic movement...in the past four years, no region has seen faster growth than the Arab world...Views on Dawah are sharply divided: Is it truly a nonviolent antidote to groups like IS, or another danger for the West to worry about?"

    http://www.csmonitor.com/World/2015/1206/The-mysterious-Islamic-movement-quietly-sweeping-the-Middle-East?cmpid=FB

    7-Dec-2015 8:22 pm

    7-Dec-2015 8:34 pm


    "তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।"

    হায়দার হোসেনের গান নিয়ে ফেসবুক এখন গরম। রিয়েলিটি হলো ৩০ বছরের বদলে ৪০ বছর পর এই গানটা এখন আরো বেশি রেলিভেন্ট।

    বাই দা ওয়ে: ছোটকালে "স্বাধিনতার দশ বছর পরেও এখন..." এই কথাগুলো দৈনক পত্রিকার সম্পাদকীয়তে পড়ার কথা আমার মনে আছে। ১২ তম বছর হয়ে যাবার পর লিখতো "স্বাধিনতার এক যুগ পরেও...." :-P

    হায়দার হোসেনের গানটাও শুনেছিলাম ৩০ বছর পর।
    এখন শুনি সময় পার হয়ে গিয়েছে ৪০ বছর!!!

    7-Dec-2015 8:34 pm

    8-Dec-2015 6:48 am


    I have a feeling that the involvement of UK and USA in Syria is more against Asad than against ISIS. While for Russia, it's the opposite.

    There is a big conflict of interest here within the superpowers. And their targets are each other.

    Watching. And most probably won't have to wait long.

      Comments:
    • আপনি ফেসবুকে আছেন জানলে আপনার সামনে এরকম কথা বলতাম না সালেহ ভাই :-P

    8-Dec-2015 6:48 am

    8-Dec-2015 11:37 am


    "Trump calls for 'complete shutdown' of Muslims entering U.S.", today's news.

    This man, most probably than not, is going to be the next US president.

    When faced with this harsh reality of the future, how does one react?

    Well, first step is denial: "He doesn't mean what he says", or "he most certainly will not execute on any of it".

    Dream on.

    8-Dec-2015 11:37 am

    8-Dec-2015 1:56 pm


    "সরকারকে সমস্যায় ফেলতে ড. ইউনুস হিলারি ক্লিনটনের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হবার জন্য অপেক্ষা করছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা"

    বুঝলাম

  • হিলারি আর হাসিনার সম্পর্ক চরমে।
  • এর আগে দুজনের মাঝে ফোন আলাপ যেগুলো ফাস হয়েছিলো সেগুলো হয়তো মিথ্যা না।
  • সামনের আম্রিকান নির্বাচনে কোন দলকে বিএনপির সমর্থন করা উচিৎ তার একটা ধারনা।

    তবে আমি কিন্তু Trump এর সমর্থক :-P

      Comments:
    • অনেক বছর আগের খবর এটা। ফেসবুক তখন এটা নিয়ে গরম হয়ে গিয়েছিলো। খুজলে এখন পাওয়া যাবে কিনা জানি না।
    • এভাবে লিখলেতো স্যার আম্রিকার ভিসা আর পাবেন না। দুতাবাস থেকে ফিরত পাঠাবে।

    8-Dec-2015 1:56 pm

  • 8-Dec-2015 4:47 pm


    This is the most talked about tweet on Obamas recent address.

    Rukmini Callimachi (@rcallimachi) December 07, 2015

    1/ Obama has done his homework when he says ISIS wants us to start a ground war, and will use our occupation of a foreign land to recruit

    2/ ISIS propaganda is rife with references to scriptural prophecy regarding the last great battle of our time which will begin when

    3/ The "Romans" (us) invade Dabiq, a town that still exists today in Syria. In scripture that battle sets the stage for the end of times

    4/ leading to a showdown between "Muslims" (they think this refers only to them) and their enemies, in which the enemies are vanquished

    5/ Remember it was in Dabiq that ISIS killed US hostage Peter Kassig, a former U.S. Army Ranger, as a way to underscore this point

    6/ While it's hard to get our heads around this, I have spoken to enough ISIS fanboys & members by now to believe that they mean this

    7/ ISIS *wants* U.S. boots on the ground, and wants us to engage them militarily. It would do wonders for their recruitment pitch

    8. Question is: Can fight against this group be won from the air & via proxy forces on the ground, ones which are divided ethnically?

    9/ Here is what I saw in Hasaka, Syria in July where I was embedded with YPG militia fighting ISIS & what I saw in Sinjar, Iraq last month

    10/ where I was embedded with the PKK and with the Peshmarga, two more local forces fighting ISIS: In both places ISIS folded quickly

    11/ In Hasaka, I saw frontline jump several miles in a few days; In Sinjar, I saw airstrikes & local forces take city in 48 hours

    12/ But here's the rub: The proxy forces *only* succeeded because of heavy U.S. air support & air support will need to continue indefinitely

    13/ If we let up the freed areas will be reinfiltrated. Already there are reports that Hasaka, which was declared liberated when I was there

    14/ has been re-infiltrated by ISIS cells. Second big problem: The proxy forces fighting ISIS are nearly all Kurdish (YPG, Peshmarga, PKK)

    15/ And they will only fight for historically Kurdish areas. Last month, I went to a sandbagged position overlooking the city of Mosul, Iraq

    16/ Mosul was so close, were I wearing running shoes I could have jogged there and back. But the Peshmarga commander holding the position

    17/ explained to me that when invasion of Mosul occurs (believed to be many months away) he would only fight to roughly halfway in to city

    18/ Why? Because that is the ethnic faultline, and as a Kurdish commander he did not think it would be appropriate to go further in.

    19/ The cities that need to be taken back (Mosul, Raqqa etc) are mostly Sunni, not Kurdish, and the U.S. has yet to find a Sunni proxy force.
    ____ end.

    8-Dec-2015 4:47 pm

    8-Dec-2015 5:55 pm


    আমার পোস্টের বিষয়গুলোর ব্যপারে কিছু আপত্তি উঠেছে। তাই অডিয়েন্স আরো অনেক ছোট করে এনেছি। এর পরও কারো আপত্তি থাকলে আরো ছোট করে আনবো ইনশাল্লাহ।

    ফ্রেন্ড লিস্টে আছে মাত্র ৭০ জন। তার মাঝে অনেকে পাবলিক পোস্ট ছাড়া আর কিছু দেখতে পায় না।

    শিক্ষনীয় কিছু হলে গ্লোবাল পোস্ট দেই। বিতর্কিত হলে ফ্রেন্ডস অনলি। এবং আমি বেশির ভাগ যা বলি তাতে শিক্ষনীয় কিছু নেই। যাস্ট একটা লগ রাখি কখন কি চিন্তে করছি তার।

    8-Dec-2015 5:55 pm

    8-Dec-2015 6:38 pm


    জাতীয় পরিচয় পত্র জোকস:

    - ফেসবুকের স্টেটাস পড়ে একজনকে যত ভালো মনে হয় সে তত ভালো না। আর জাতীয় পরিচয় পত্রের ছবি দেখে একজনকে যত খারাপ মনে হয় সে তত খারাপ না। :-P

    - মোবাইলের সিম কিনতে, সরকারী কোনো আবেদন করতে, এয়ারপোর্টে ঢুকতে বা ফেসবুকে একাউন্ট খুলতেও ভোটার আইডি কার্ড লাগে। তবে এদেশে ভোট দেবার সময় ভোটার আইডি কার্ড লাগে না। :-P

    8-Dec-2015 6:38 pm

    8-Dec-2015 11:32 pm


    The ultimate troll goal.

    Someone has to be exceptionally evil to be this much mean towards the opponent :-P

    https://www.youtube.com/watch?v=WXeiB1d0STc

    8-Dec-2015 11:32 pm

    8-Dec-2015 11:48 pm


    "নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই
    এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই
    বহুদূর হেঁটে এসে তোমাকে চাই
    এ জীবন ভালোবেসে তোমাকে চাই"

    8-Dec-2015 11:48 pm

    8-Dec-2015 11:59 pm


    সা'য়াদ ভাইয়ের বিয়ের রান্না আমাদের বাসার ছাদে।

    [ বাচ্চাদের ভাই, আমার না ]

    8-Dec-2015 11:59 pm

    9-Dec-2015 12:01 am


    Let me the first to upload সাম্মি'পুর দাওয়াতের ছবি।

    [আমার আপু না, আমার বাচ্চাদের আপু]

    9-Dec-2015 12:01 am

    9-Dec-2015 12:02 am


    One of the best dinners I had in my life.

    9-Dec-2015 12:02 am

    9-Dec-2015 10:29 am


    I support Trump, regardless :-P

    9-Dec-2015 10:29 am

    9-Dec-2015 12:44 pm


    জামাতে ইসলামির এফিলিয়েটেড একটা আনুষ্ঠান দেখছিলাম ইউটুবে। দেশপ্রেম, দেশকে ভালোবাসা আর দেশের গানে ভরপুর। এর পক্ষে কোরআন হাদিসের প্রমান আর শিক্ষা। "দেশ প্রেম ঈমানের অংশ"।

    কেন? জানিনা। হয়তো, নিন্দুকের সমালোচনা থেকে বাচতে।

    আমাদের আব্দুননূর তুষার ৮০ দিকে শুভেচ্ছা নামে একটা ম্যগাজিন অনুষ্ঠান করতেন বিটিভিতে। তখন উনাকে আমাদের প্রগতিশীলরা সম্পর্কিত করতেন রাজাকারদের সাথে। কারনটা জানি না, সম্ভবত উনার বাপ বা অন্যকারো কারনে। উন্মাদ পত্রিকায় তখন উনার রাজাকার এফিলিয়েশন নিয়ে মশকরাও করা হতো।

    এই আব্দুননূর তুষার ২০১০ এ এসে হয়ে উঠেছেনে শাহবাগীের চেয়ে বড় শাহবাগী। তাদের পক্ষে সবচেয়ে বড় যুক্তিবাদী। মুখপাত্র।

    কেন? জানিনা। হয়তো, নিন্দুকের সমালোচনা থেকে বাচতে।

    আমাদের হায়দার হোসেনেও তার "৩০ বছর" গানের বিতর্কের পর ঐ শাহবাগীদের পক্ষ নিলো।

    কেন? হয়তো, হয়তো উনি সত্যি সত্যি মনে প্রানে শাহবাগী। নাকি সমালোচনার কোনো রোল ছিলো এখানে?

    হিন্দুরা যখন গরুর গোস্ত খায় তখন মুসলিমদে থেকেও বেশি খায় বলে শ্রুতি আছে।

    আমাদের দাউদ হায়দার জার্মানিতে গিয়েও নাকি খৃষ্টানদের থেকে বেশি শুকেরের গোস্ত খেতেন।
    ________
    Stick with your believe, And what you think is right. Let not the criticism of criticizers sway you from your path.

    মানুষকে খুশি করা আমার উদ্যেশ্য হলে আমি আল্লাহকে হারাবো।

    9-Dec-2015 12:44 pm

    9-Dec-2015 4:40 pm


    আরবীতে হাসান মানে সুন্দর। এহসান মানে সবচেয়ে সুন্দর-পার্ফেক্ট কাজ বা ব্যবহার।

    হাদিসে জিব্রীলে সবচেয়ে পার্ফেক্ট কাজ বলা হয়েছে এটা:

    জিব্রীল আ: বললেন “আমাকে ইহসান সম্পর্কে বলুন”।
    রাসুলুল্লাহ ﷺ জবাব দিলেন "তুমি এমনভাবে আল্লাহর ইবাদাত কর যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর তুমি যদি তাঁকে দেখতে নাও পাও তবে তিনি তোমাকে দেখছেন”।

    আল্লাহ তায়ালাকে যেন দেখতে পাচ্ছি এমন ভাবে নামাজ পড়া হচ্ছে, ইহসান। স্মরন রাখতে হবে।

    আমরা প্রত্যকেই উনার দিকে ফিরবো।

    9-Dec-2015 4:40 pm

    9-Dec-2015 5:51 pm


    মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ:

    কিছু জিনিষ আছে যেগুলো কোনো ওয়াজে খুতবায় বা কোনো আলেমের বর্ননায় কখনো শুনি নি। এগুলো বই পড়ে জানতে হয়েছে। এর মাঝে একটা হলো মুসলিম হয়ে অন্য মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের নিষেধাজ্ঞা, বা যুদ্ধে অন্য মুসলিমদের হত্যার পাপের বর্ননা। এবং মুসলিমে মুসলিমে যদি যুদ্ধ লেগেই যায় তবে সর্বাবস্থায় নিজেকে তা থেকে বিরত রাখার বর্ননা।

    আমার ধারনা ইসলামি দলগুলো এগুলো নিয়ে আলোচনা করে না কারন একটা মুসলিম প্রধান দেশের সবগুলো দল একে অন্যের বিরুদ্ধে কিছু না কিছু মাত্রায় একটিভ থাকে। তাই এই বর্ননাগুলোকে তারা তাদের মূল শিক্ষার সাথে কিছুটা হলেও সাংঘর্ষিক মনে করে।

    That being said. হাদিসের শুধু দুই জায়গায় পেয়েছি যেখানে মুসলিম দাবিদারদের বিরুদ্ধে যুদ্ধের অনুমতি আছে।

    ১। প্রথম যুগের খাওয়ারিজদের বিরুদ্ধে।
    ২। শেষ যুগে সুফিয়ানীর বিরুদ্ধে।

    খাওয়ারিজদের ব্যপারে বলা আছে তারা ইসলাম থেকে তীরের বেগে বের হয়ে যাবে।

    সুফিয়ানীর ব্যপারে বলা আছে: তারা কেমন মুসলিম যারা নামাজ পড়ে না, আবার মদও খায়?

    9-Dec-2015 5:51 pm

    9-Dec-2015 10:03 pm


    স্ত্রীকে বললাম, "আমার পলিটিক্যল পোস্ট নিয়ে যারা আপত্তি জানাচ্ছে তাদেরকে আমি এক্সক্লুড লিস্টে রাখছি। এই লিখাগুলো তারা আর দেখতে পারবে না। তোমাকে কি ইনক্লুডে রাখবো নাকি এক্সক্লুডে রাখবো?"

    জবাব দিলো, "তোমাকে কিছু করতে হবে না, আমিই তোমাকে ব্লক করে দিচ্ছি।" :-P

    9-Dec-2015 10:03 pm

    10-Dec-2015 10:09 am


    ৯৬-৯৭ দিকের যখন আওয়ামিলিগ ক্ষমতায় তখন খতিব উবায়দুল হক, বাইতুল মুকাররমে বসে সরকার বিরোধি বক্তব্য দিতেন।

    ২০১৫ তে এসে সুদূর গ্রামাঞ্চলের কোনো মসজিদের কোনো খতিব সরকারের বিরুদ্ধে কোনো শব্দ করতে পারে না।

    Time changes.

    10-Dec-2015 10:09 am

    10-Dec-2015 2:57 pm


    Evil লোকেরা evil কাজ করবেই। গায়ে লাগে না। কিন্তু তারা সেটা না করে হটাৎ করে ভালো কাজ করলে গায়ে আরো বেশি লাগে।

    হালিম আপু ফেসবুক খুলে দিয়েছে? রাগে আমার পিত্তি জ্বলে যাচ্ছে। :-P

    গতকাল রাতে হোটেলের পাশ দিয়ে যাবার সময় মনে করেছিলাম হালিম খেয়ে ছবি ফেসবুকে আপলোডাইবো। সেটার সময়ও দিলো না। এমন evil. :-P

      Comments:
    • একটা কন্সপাইরেসি থিউরি আনা যায়। ফেসবুক ব্লক অবস্থায় সবাই ভিপিএন ব্যবহার করছিলো বলে তাদের ট্রেক করতে আরো বেশি সমস্যা হচ্ছিলো। তাই খুলে দিয়েছে যেন এটলিস্ট বাংলাদেশের আইপি থেকে আপডেটটা ফেসবুকে যায় :-P
    • এই চান্সে দেশের একটা বড় অংশ সুডো-অনোনিমাসলি কিভাবে ফেসবুক চালাতে হয় সেটা শিখে ফেলেছে।

    10-Dec-2015 2:57 pm

    10-Dec-2015 8:35 pm


    আজ ঐতিহাসিক ১০ই ডিসেম্বর, ফেসবুক মুক্তি দিবস। আমরা তোমাদের ভুলবো না। :-P

      Comments:
    • ঐতিহাসিক ১০ই ডেসেম্বরের বীরদের একজন।

      http://www.kalerkantho.com/online/national/2015/12/10/300271

    10-Dec-2015 8:35 pm

    11-Dec-2015 12:31 pm


    সব দলের দুই সাইড আছে। আমি সব দলের ভালো-মন্দ দুটো দিক দেখতে পছন্দ করি।

    তবে কোনো দলের ভালো কিছু থাকলেই আমি ঐ দলের সমর্থক না, বা কোনো দলের মন্দ থাকলেই আমি তার বিরোধি না। দু পক্ষেরই ভালো মন্দ থাকলেও আমি এক পক্ষের সমর্থক।

    মাঝে মাঝে সেল্ফ কন্ট্রাডিকটিং মনে হয় যখন আমি যুক্তি প্রেজেন্ট করি এক পক্ষের কিন্তু সমর্থন করি অন্য পক্ষকে। এটা স্পস্ট করে বুঝানোর জন্য যে তোমার যুক্তিগুলোকে আমি স্বিকার করছি। কিন্তু আমি সমর্থন করি ঐ পক্ষকে, রিগার্ডলেস।

    কোন দলের বিরোধিতা করার জন্য ঐ দলকে এবসোলিউট খারাপ প্রমান করাকে শর্ত মনে করি না। এবং বিপরিত পক্ষের সবগুলো যুক্তিকে ভাঙ্গা আমি জরুরি মনে করি না।

    এটা তর্ক এড়ানোর জন্য, করি। সত্যকে চিনতে হয় বিচক্ষনতা দিয়ে, যুক্তি দিয়ে না।

    যে জানতে চায় তাকে জানাই। কিন্তু যে আগে থেকে জানে এবং অলরেডি স্বিদ্ধান্ত নিয়ে নিয়েছে, তার সাথে তর্কে জড়াই না।

    কারন এটাই: ভালো-মন্দ যুক্তি উভয় পক্ষের আছে। কিন্তু আমি এক পক্ষের সমর্থক, উভয় পক্ষে না।

    11-Dec-2015 12:31 pm

    11-Dec-2015 2:08 pm


    আজকে ১১ ডিসেম্বর ২০১৫ আরবী কত তারিখ?

    বছর ২০১৫ থেকে ২ + ১৫ = ১৭
    ১১ গুন করে ১৭ x ১১ = ১৮৭
    মাস আর তারিখ যোগ করে ১৮৭ + ১১ + ১২ = ২১০
    ৩০ করে বাদ দিয়ে ২১০ - ১৮০ = ৩০
    সেহিসাবে আজকে হিজরির ৩০ তারিখ।

    সত্যিকার আজকে হলো সফরের ২৯-৩০ তারিখ। দেশে ২৯ বাইরে ৩০।

    11-Dec-2015 2:08 pm

    11-Dec-2015 2:44 pm


    সুরা কাহাফ এ "মাশাল্লাহ" আর "ইনশল্লাহ" এর উল্লেখ

    ইনশাল্লাহ:
    ভবিষ্যতে এটা করবো বলার সময় বলতে হয় ইশাল্লাহ। সুরা কাহফে আল্লাহ তায়ালা রাসুলুল্লাহ ﷺ কে বলেছেন "আমি কালকে এটা করবো" এরকম বলবেন না। বরং এর সাথে বলেন "ইনশল্লাহ", মানে, "যদি আল্লাহ চান"।

    বলতে ভুলে গেলে বলেন عَسَى أَن يَهْدِيَنِ رَبِّي لِأَقْرَبَ مِنْ هَذَا رَشَدًا

    আসা আই ইয়াহদিয়ানি রাব্বি লি আকরাবা মিন হাদা রাশাদা।

    মানে, "আশা করি আমার রব আমাকে আরো কাছের কোনো রাস্তা দেখাবেন।"

    মাশাল্লাহ:

    মানে আল্লাহ তায়ালা যা চান। এক লোক তার নিজের বাগানের ফুল ফল দেখে আহংকারী হয়ে উঠে তার গরিব বন্ধুর উপর। তখন তার বন্ধু তাকে বলে তুমি কেন বললে না مَا شَاء اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ ?

    মাশাআল্লাহ, লা কুয়াতা ইল্লা বিল্লাহ।

    অর্থ: মাশাল্লাহ [আল্লাহ তায়ালা যা চান]। আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই।

    এর পর এই কথা না বলা আর অহংকার করার জন্য আল্লাহ তায়ালা তার বাগান ধ্বংশ করে দেন এক রাতের মাঝে।

    আল্লাহ তায়ালা আমাদের এর উপর আমল করার তৌফিক দিন।

    11-Dec-2015 2:44 pm

    11-Dec-2015 2:55 pm


    ক্রিকেটার শাহাদাতের কাজের মেয়ের পিটানোর খবর ফলো করছিলাম কিছু মাস ধরে। সে বলছিলো সে এব্যপারে কিছু জানে না, তার বৌ পিটিয়েছে।

    কিছুদিন আগে তার বৌ জামিন পায়, এখন শাহাদাতও জামিন পেয়ে মুক্ত। পলিটিক্যেল বিচারগুলোর কথা ছেড়ে দিলাম। এর পরও জুলুমের বিচার এখন রাস্তায় গাড়ির টায়ারের নিচে। তবে মজলুম যদি হিন্দু হয়, তবে ভিন্ন কথা। সিএনএন এর উপর এখন প্রতিবেদন করেছে।

    সব অপরাধের বিচার দুনিয়াতে হয় না। কিছু জমা থাকে।

    আমার রবের উপর আমি সন্তুস্ট।

    11-Dec-2015 2:55 pm

    11-Dec-2015 5:54 pm


    গোলাম,

    মাটি থেকে যার সৃষ্টি।
    মাটির ভেতরে যার মৃত্যু।

    এই মাটি দিয়ে সে পবিত্র হয়।
    এই মাটিতে কপাল ঠেকিয়ে রেখে সে তারা রবের ইবাদতে করে।

    গোলাম --
    যার সৃস্টি হয়েছে কেবল মাত্র তার রবের ইবাদতের জন্য।

    11-Dec-2015 5:54 pm

    12-Dec-2015 6:39 am


    আমেরিকায় আজকেও একটা মসজিদ আগুন-বোমা দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে। গতকাল এক মুসলিম দোকানদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আর ফ্রান্সে মুসলিমদের বাসায় বাসায় চলছে পুলিশের তল্লাশি, একের পর এক মসজিদ বন্ধ করা।

    Just a regular day.

      Comments:
    • আরবী বানানের ক্ষেত্রে নিয়ম আছে। বাংলায় বানানের ক্ষেত্র সব নিয়ম হলো বর্তমান যুগে কারো না কারো বানানো।

      তাই যেটা প্রচলিত সেটা ব্যবহার করি। পার্ফেক্ট লিখতে চাইলে আরবীতে লিখতে হবে।

    • ঠিক! উচ্চারন হবে ইং <১ টান> শা <৩ টান> আল্লাহ। এবং এখানে উচ্চারন "ইন" হবে না বরং বাংলায় "ইং" এর মত হবে।

      তবে আমি আলেম না।

    12-Dec-2015 6:39 am

    12-Dec-2015 2:27 pm


    আওলাকি:
    আমি উনাকে ভালোবাসি। উনার ইখলাসের জন্য উনার ইলমের জন্য।

    কিন্তু উনার কোনো লেকচার শুনতাম না। ইচ্ছে করে না শুনার স্বিদ্ধান্ত নিয়েছিলাম। শুনে কি করবো? এই মুহুর্তে বাংলাদেশে উনার লেকচারের শুনে সত্যিকারে করার মত কোনো কাজ মুসলিমদের নেই।

    বরং কিছু বাংগালী উনার লেকচার শুনে অতিউত্তেজিত হয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছে। তাদেরকে আমি পথ ভ্রস্ট মনে করি। এবং তারা মুসলিমদের যেই যেই ফতোয়ার উপর কাফির বলে, সে সকল ফতোয়াগুলোর অধিকাংশে আমার কাছে গ্রহনীয় না।

    তাই উনার লেকচার রেখে দিয়েছিলাম সময় যখন হবে তখন শুনবো বলে। কিছু দিন পরেই সময় হবে এই বিশ্বাসে।

    এখন সময় হয়ে গিয়েছে। "মালাহামা" দিয়ে আরম্ভ করবো, ইনশাল্লাহ।

      Comments:
    • সংস্লিস্ট কর্তৃপক্ষের নিকট থেকে লাইসেন্স না নিয়ে, মত প্রকাশ বৈধ হয় কিভাবে?

    12-Dec-2015 2:27 pm

    12-Dec-2015 4:22 pm


    Ingenious :-P

    12-Dec-2015 4:22 pm

    12-Dec-2015 6:27 pm


    More like 6 thousand were dead this year in Hajj, as 60% the people performing Hajj each year are Saudi nationals and foreign workers living in Saudi, who have not been counted toward this new total.

    This was the deadliest Hajj, in recent history by a wide margin. Interestingly this happened as soon as the new King was crowned. And culturally Saudi Kings measure there success with the success of hajj held each year. It's their pride point.

    It's bad new all over.

    https://www.rt.com/news/325555-mecca-hajj-stampede-casualties/

    12-Dec-2015 6:27 pm

    12-Dec-2015 6:41 pm


    "It said that the Taliban had informed all shadow governors, district chiefs and "commanders" that Mansour would take up to eight months to recovery from his injuries, and that Haibatullah would serve as acting leader of the militia.

    "Another senior Taleban source said that the group is buying time to select a new leader and bring their organisation out of "this sudden shock". "It will be released soon", Zabihulla Mujahid said. Omar was killed in 2013 and was in charge of the Taliban for two decades."
    ______
    তালিবানদের কথা বিশ্বাস যোগ্য হতো যদি মুল্লা ওমরের মৃত্যু নিয়ে তারা লুকোচুরি না করতো। যে কারনে মোল্লা ওমরের মৃত্যু তারা লুকিয়েছিলো, সেই একটই কারনে মুল্লা মনসুরের মৃত্যু গোপন করতে পারে।

    কিছু বুঝার উপায় নেই। তবে এটা বুঝা যাচ্ছে বড় একটা কিছু হয়েছে।

    12-Dec-2015 6:41 pm

    12-Dec-2015 8:58 pm


    "সমাজের সবচেয়ে নিচু লোকেরা নেতা হবে" -- মিলেছে - Checked.

    চলে আসলো কি পাঞ্জেরি?

      Comments:
    • (Y) তবে হিলারির সমস্যা আছে। সে বেশি চাল্লু, বেশি বুদ্ধি। আম্রিকার প্রেসেডেন্ট হলে সমস্যা।

    12-Dec-2015 8:58 pm

    13-Dec-2015 12:35 pm


    যারা মাঝে যতটুকু ভালো আছে তা থেকে শিক্ষা নেই। যদি তার মাঝে কোনো মন্দ থাকে তবে তার খারাপ টাকে বাদ দেই।

    যে দলের মাঝে যতটুকু ভালো আছে সেটা থেকে শিক্ষা নেই। মূলধারার বাইরে যা শেখায় সেটা বাদ দেই।

    যে আলেমের থেকে যতটুকু শিক্ষনীয় আছে তা শিক্ষা গ্রহন করি। বিতর্কিত মতগুলোকে বাদ দেই।

    13-Dec-2015 12:35 pm

    13-Dec-2015 1:55 pm


    "আসাবিয়াহ" ও "গনতন্ত্র কুফর"

    এসব ব্যপারে ইসলামিস্টরা যে ব্যখ্যা দেয় সে ব্যখ্যা যদি আমি মেনে নেই, তবে শেষে কংক্লুশন দাড়ায়: দেশের সরকার, সরকারী কর্মচারী, নির্বাচন প্রার্থী, দেশের সব ভোটার এবং যারা এই দেশের সংবিধান মেনে এদেশে আছে তারা সবাই কাফের এবং তাদের হত্যা করা জায়েজ।

    যার মাঝে দেশের ৯৯% মুসলিম পড়ে যায়। এ কারনে এই ব্যখ্যা আমি গ্রহন করি না।

    এটা আমার বানানো কথা না। কিছু দলের শিক্ষা থেকে এটা জেনেছি। পাকিস্তানের টিটিপি এর এক কর্মির সাক্ষাৎকার আছে নেটে সার্চ করে এটা দেখতে পারেন।

    তবে যুক্তিগুলো যদি সঠিক হয় তবে মেনে নিতে অসুবিধা কি?
    অসুবিধা হলো হাদিসে বর্নিত "খাওয়ারিজ" হবার আশংকা।

    কিছু পাপ নিয়ে আমি আল্লাহর সামনে দাড়াতে রাজি, শুধু মাত্র নিজেকে খাওয়ারিজদের দলে না দেখার নিশ্চয়তার জন্য।

    সে পাপ যদি হয় এই দুটোর ব্যপারে ইসলামিস্টদের ব্যখ্যাকে না মেনে নেবার পাপ, তবে আমি তাতেও রাজি।

    আল্লাহ তায়ালা ক্ষমাশিল।

    13-Dec-2015 1:55 pm

    13-Dec-2015 10:45 pm


    "মালিকের সীমাহীন লোভ, নিম্নমানের ওষুধ বানাচ্ছে স্কয়ার" -- টাইটেলে খবরটা আজকে ছাপিয়ে আবার সরিয়ে ফেলেছে একটি অনলাইন পত্রিকা। স্কয়ারের মালিক মারা যাবার পর এ অবস্থা হয়েছে ছেলেদের হাতে পড়ে।

    আমিন ভাই ভেতরের খবর জানেন। বলতে পারবেন এ খবর ভুয়া নাকি ঠিক।

    আশা করছি আল্লাহ তায়ালা উনাকে ঝামেলা বাড়ার আগেই নিরাপদ কোনো ব্যবস্থা করে দেবেন, যদি সত্যিই ঝামেলা থাকে।

      Comments:
    • ওলামারা সরব সবসময় ছিলো। কিন্তু ওলামারা অনলাইন আর মিডিয়া এতদিন এড়িয়ে চলতো। এটাতেই সমস্যা হয়েছে। অনলাইনে যখন ওলামারা এসেছে,তখন সব বদলিয়ে গিয়েছে।

    13-Dec-2015 10:45 pm

    14-Dec-2015 9:42 pm


    সরকার টুইটার আর স্কাইপ গতকাল ব্লক করে দিয়েছে। তাই habibur.com এর ওপেন প্রক্সি টুইটার আর স্কাইপে কাজ করার জন্য আপডেট করে দিয়েছি। Windows এই সেটিংটা বের করে এভাবে সেট করতে হবে। তাহলে কাজ করবে, ইনশাল্লাহ।

      Comments:
    • Instagram এ একটা একাউন্ট খুলেন। এসব ছবি সেখানে চলে আরো বেশি।

    14-Dec-2015 9:42 pm

    15-Dec-2015 7:00 am


    আমাদের মোদিজীর উপরও আল্লাহ তায়ালার সাহায্য আছে। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর আছে। নেক্সট আমাদের ডোনাল্ড ট্রাম্পের উপর কতটুকু আছে সেটা বুঝা যাবে সামনের বছর ইনশাল্লাহ।

    বাই দা ওয়ে। কথাগুলো সারকাস্টিক মনে হলেও আমি কিন্তু এগুলো বিশ্বাস করি। মন্দ জিনিষও আল্লাহ তায়ালার তরফ থেকে আসে এবং উনার সাহায্য নিয়েই টিকে থাকে। মন্দ সবকিছুকে আল্লাহ তায়ালা হটিয়ে দিলে পৃথিবীতে মন্দের অস্তিত্ব থাকতো না। কিন্তু তখন মানুষের পরিক্ষাটা হতো কিসের দ্বারা?

    তাই মন্দের উপর আল্লাহ তায়ালার সাহায্য চোখে পড়লেও --- আল্লাহ তায়ালা যেন আমাকে সত্য পথের উপর রাখেন এবং মন্দের প্রতি দুর্বল হওয়া থেকে বিরত রাখেন।

    http://www.hindustantimes.com/punjab/congress-youth-catches-fire-while-burning-pm-s-effigy/story-NF72vfAKEUMPSL7lqAbhgK.html

    15-Dec-2015 7:00 am

    15-Dec-2015 7:12 am


    ভুলে যেন না যাই:

    দুনিয়ার এক ফুট জায়গার থেকে জান্নাতের এক ফুট জায়গার দাম বেশি। তাই দুনিয়ার এক ফুট জায়গা হারানোর শোক যেন আমাকে এত বিচলিত না করে যে আমি জান্নাতের জায়গা হারিয়ে বসে থাকি।

    এ দুটোর একটা ১০০ বছর পর চলে যাবে। অন্যটা ২ বিলিয়ন বছর পরেও বান্দার কাছে থাকবে।

    ভুলে যেনো না যাই।

    15-Dec-2015 7:12 am

    15-Dec-2015 7:23 am


    সৈনিক:
    যুদ্ধ ক্ষেত্র সৈনিক ঘুমানোর জন্য কোনো সময় পায় না। না দিনে না রাতে। শুধু গাড়িতে করে যখন এক জায়গা থেকে অন্য জায়গাতে যেতে থাকে তখন সিটে বসে অস্ত্রটা খাড়া করে ধরে রেখে কিছুক্ষন ঝিমুতে থাকে।

    এতটুকু ঝিমানো দ্বারা তার ঘুম হয়ে যায়।

    আর রাত্রি জাগার কথা শুনলে আমি ভয় পেয়ে যাই। কারন ঐ এড্রিনালিন আমার রক্তে নেই যেটা ঐ সৈনিকের আছে।

    15-Dec-2015 7:23 am

    15-Dec-2015 7:38 am


    পদ্মা সেতুর সামনে আমাদের পলক সাহেবের তোলা সেলফি। জাপানিরা এই ডিজাইন আমাদের কাছ থেকে চুরি করেছে।

    /End sarcasm.

    15-Dec-2015 7:38 am

    15-Dec-2015 1:56 pm


    আশিটা পতাকার একটা পতাকা যে বাংলাদেশের পতাকা হবে, কে জানতো? :-P

    যদিও এই আশি পতাকা এখনো ঐ আশি পতাকা না।

    http://www.mzamin.com/details.php?mzamin=MTA2MjQ1&s=MQ%3D%3D#.Vm-2MF42pNk.facebook

    15-Dec-2015 1:56 pm

    15-Dec-2015 2:21 pm

    15-Dec-2015 6:40 pm


    বাংলাদেশে ১৮% অমুসলিম, আফগানিস্তানে মাত্র ১%
    মিশর হলো মিকস্ড সোসাইটি সেখানে অমুসলিমদের সংখ্যা ২৬%

      Comments:
    • এমন সেকুলার যে সে শরিয়া ল-এর বিরোধি --- তাদেরকে অমুসলিম ধরতে আমি সমস্যা দেখি না। :-D
    • সউদি আরবে যে কোনো জনমত জরিপ চালানো নিষিদ্ধ। তাই জনমত জরিপের সব চার্টে সৌদিআরব বাদ থাকে।

    15-Dec-2015 6:40 pm

    15-Dec-2015 7:25 pm


    Sayre's law: In any dispute the intensity of feeling is inversely proportional to the value of the issues at stake.

    Which is why academic politics are so bitter. Stakes are so low.

    https://en.wikipedia.org/wiki/Sayre%27s_law

    15-Dec-2015 7:25 pm

    15-Dec-2015 10:17 pm


    "ইসলাম কোনো ধর্ম নয়, পরিপূর্ন জীবন ব্যবস্থা":

    এই শ্লোগানটা আমার মাঝে কোনো চেতনা উজ্জিবীত করে না। সরি।

    এটা দিয়ে বক্তা কি বুঝাচ্ছে সেটাও আমার কাছে ক্লিয়ার না।

    লক্ষনীয়:

  • ধর্ম মানেই পূর্ন জীবন ব্যবস্থা এটা আমি বুঝি। হিন্দুরাও নিজেদের ধর্মকে পূর্ন জীবন ব্যবস্থা দাবী করে।

    - আরবীতে ইসলামকে একটা "দ্বীন" বলা হয়েছে। এবং দ্বীন মানে ধর্ম। এই অর্থের উপর এর পর টুইস্ট খেলার প্রয়োজনটা কি সেটা আমার বুঝে আসে না।

    আমি সব সময় ধরে নেই এই শ্লোগানটা যারা বলে তারা এর পর আরো কিছু একটা বলতে চায়। কিন্তু সরাসরি বলতে পারে না। তাই এই শ্লোগানটা দিয়ে একটা গ্রাউন্ড তৈরি করে।

    কিন্তু তারা কথাটা কোন দিকে নিতে চায় সেটা আমার কাছে ক্লিয়ার না।

    শ্লোগানটা এত গুরুত্বপূর্ন হলে কথাটা কোরআন বা হাদিসে সরাসরি আসতো। কিন্তু কথাটা আমি আরবীতে কোথাও পাই নি।

      Comments:
    • C wins all in this video, in the end.

    15-Dec-2015 10:17 pm

  • 17-Dec-2015 12:23 pm


    For all you conspiracy theorists out there, this man disproves you in 2 mins.

    https://www.youtube.com/watch?v=FzF1KySHmUA

      Comments:
    • এখন এমন একটা সময় যখন মানুষ বিশ্বাসিকে অবিশ্বাস করবেন অবিশ্বাসিকে বিশ্বাস করবে। Feeling the effect.

    17-Dec-2015 12:23 pm

    17-Dec-2015 8:57 pm


    পানাম সিটি, সোনারগাওন।
    ভাঙ্গাচুরা বিল্ডিং, আদি যুগের।

    But I have to pretend that I love seeing these old junks.

    17-Dec-2015 8:57 pm

    17-Dec-2015 8:57 pm


    পানাম সিটি, সোনারগাওন।
    ভাঙ্গাচুরা বিল্ডিং, আদি যুগের।

    But I have to pretend that I love seeing these old junks.

    17-Dec-2015 8:57 pm

    17-Dec-2015 8:57 pm


    পানাম সিটি, সোনারগাওন।
    ভাঙ্গাচুরা বিল্ডিং, আদি যুগের।

    But I have to pretend that I love seeing these old junks.

    17-Dec-2015 8:57 pm

    17-Dec-2015 8:57 pm


    পানাম সিটি, সোনারগাওন।
    ভাঙ্গাচুরা বিল্ডিং, আদি যুগের।

    But I have to pretend that I love seeing these old junks.

    17-Dec-2015 8:57 pm

    17-Dec-2015 8:57 pm


    পানাম সিটি, সোনারগাওন।
    ভাঙ্গাচুরা বিল্ডিং, আদি যুগের।

    But I have to pretend that I love seeing these old junks.

    17-Dec-2015 8:57 pm

    17-Dec-2015 8:57 pm


    পানাম সিটি, সোনারগাওন।
    ভাঙ্গাচুরা বিল্ডিং, আদি যুগের।

    But I have to pretend that I love seeing these old junks.

    17-Dec-2015 8:57 pm

    17-Dec-2015 9:48 pm


    Had some great time with নাঈম অপু, who is now in Dhaka. And received this gift from him.

    May Allah help him in this life and increase his status in Jannah.

      Comments:
    • নিজাম ভাই: আমাকে ফ্রী লেন্সার বললে আমার বস ধরে আমাকে পিটাবে। এর আগে আমি ফেসবুকে পেশা লিখেছিলাম "কনসালটেন্ট।"

      আমার বস আমাকে রুমে ডেকে নিয়ে জিজ্ঞাসা করে, "আপনি নাকি ফেসবুকে নিজেকে কনসালটেন্ট হিসাবে পরিচয় দেন? তার মানে কি আপনি তাহলে আমাদের কম্পানির পারমানেন্ট না?" :-P

    17-Dec-2015 9:48 pm

    18-Dec-2015 10:41 am


    অনেক সময় "তথ্য ঠিক" সেটা মানি, কিন্তু শুধু ঐ তথ্য থেকে যে ব্যখ্যা পাওয়া যায় সেটা মানি না।

    কারন এর বাইরেও তথ্য আছে, যেগুলো দিয়ে ভিন্ন কোনো ব্যখ্যা পাওয়া যায়।

    এসব জায়গায় আমি যেহেতু আলেম না তাই তর্কে যাই না। কিন্তু স্পস্ট করে বলে দেই, "তোমার রেফারেন্স হাদিসগুলো ঠিক আছে, কিন্তু এর উপর তুমি যে ব্যখ্যা দিচ্ছ সেটা আমি গ্রহন করছি না।"

    এখানে এরকম একটা ঘটনা নিচে বর্ননা করা হয়েছে। যেখানে মিশরবাসী লোকটির তথ্য ঠিক, কিন্তু ব্যখ্য ভুল ছিলো। সঠিক ব্যখ্যা দিয়েছেন আব্দুল্লাহ ইবনে ওমর রা:।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    18-Dec-2015 10:41 am

    18-Dec-2015 1:49 pm


    How to achieve peace on earth. (Y)
    This image is now making the rounds on the net.

    18-Dec-2015 1:49 pm

    18-Dec-2015 5:07 pm


    একবার একটা প্রেডিকশন করেছিলাম আফগানিস্তানে এর পরের যুদ্ধে হয়তো তালিবানরা থাকবে না। নতুন কেউ আসবে। এটা বলার পর ফেসবুকের একিউ পন্থিরা সবাই আমার উপর ক্ষেপে উঠেছিলো।
    তখন কথাটা বলেছিলাম প্রিসিডেন্স দেখে। ইতিহাসে দেখে।
    এখন দেখছি ঘটনা, এবং তালিবানরা টিকে থাকতে পারবে, সেটা এখনো মনে হচ্ছে না।

    "...defections are daily occurrence, there is no future for Taliban as they will eventually cease to exist"

    Trend ফলো করছি। ভবিষ্যতের কথা আমি জানি না। আল্লাহ জানেন।

    http://www.bbc.com/news/world-asia-35123748

      Comments:
    • "ব্যটমেন" মানে আমরা যাদের বলি "বয়-বেয়ারা"। ব্যটমেনের হাতে গ্রনেড আসে কিভাবে সেটাও প্রশ্ন।

      সরকার খবরটাকে লো প্রোফাইল রাখতে চাচ্ছে।

    • ধারনা করছি সামনের বছর আরো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, ইনশাল্লাহ। বড় কিছু টার্নিং আসতে পারে।

      সব কিছু উলট পালট হয়ে যাবে সেটা বলছি না। কিন্তু ঘটনা আরো বড় কয়েকটা স্টেপ যাবে।

      হয়তো।

    • এর অর্থ যদি হয় বুবু ১৮ পর্যন্ত থাকবে, তবেও চিন্তের বিষয় :-P বাই দা ওয়ে, ১৮র হিসাবটা কার থেকে এসেছে?
    • এখনো কিছু বুঝা যাচ্ছে না। ঘটনা যে কোনো দিকে যেতে পারে। কিংবা এই দুই দলের বাইরে ৩য় কোনো দল উঠে আসতে পারে, রাতারাতি। আল্লাহ জানেন। Just watch.
    • হা হা, good trick!

    18-Dec-2015 5:07 pm

    18-Dec-2015 7:02 pm


    Niyamatullah Shah Wali's Prediction. সেন্সিটিভ বিষয় যেহেতু তাই কমেন্ট করছি না। জাস্ট কোট করছি।

    Page-50
    228. Like India, the west too will have bad luck. The Third Great War will begin.
    229. Out of Two Alephs (England and America), one Aleph will be destroyed. 'Ra' (Russia) will attack the Aleph of the west.
    230. The defeated 'Geem' (Germany or Japan) will become equal to (or unite with) the 'Ra'(Russia). Very dangerous, hellish weaponry of fire will be used.
    231. 'Ra' (Russia) will be destroyed by the anger and wrath of 'Seen' (China). Russia will save itself from china by cunning tricks.
    232. Aleph (75) shall be destroyed to an extent that not a single dot of it will remain. Only its name and description will remain in the history books.
    ________
    কোইন্সিডেন্টলি বোনাস পয়েন্ট: এটার সাথে "1968 Prophecy by 90 Year Old Woman in Norway" মিলে যায়।

    Just saying.

      Comments:
    • ১৮ র মধ্যে সুফিয়ানি, আমার প্রেডিকশন :-P
    • Wait and see. ঘটনা স্রোতের উল্টো দিকে যে যাচ্ছে না সেটা শিউর। কিন্তু স্রোতের সাথে কতটুকু যাবে সেটা শিউর না। এটার জন্যই অপেক্ষা করে দেখতে হবে।
    • "পাড়ে বসে থাকবো" -- এটা আমার ফতোয়া। সিরিয়াসলি। সারকাজম না।
    • স্রোতের সাথে যাবার সময় হবে যখন কালো পতাকা খুরাসান থেকে বেরুবে। তাদের সাথে জয়েন করার কথা হাদিসে অছে। এর আগে আমরা জানিও না কে হক আর কে নাহক।
    • ফিতনার সময় মুফতিরাও ফিতনায় পড়ে যায়। হাদিসে এই কথাটা এসেছে। এটার সবচেয়ে বড় প্রমান পেয়েছি হিফাজতের আন্দোলনের সময়। দিনের শেষে আমার জবাব আমাকে দিতে হবে। তাই শেষ ফতোয়া যেটা আমাকে অনুসর করতে হবে সেটা হলো "আমার ফতোয়া।"
    • আর ফিতনার সময় যে নিজেকে ইবাদতের মাঝে রাখলো সে ৫০ জন শহিদের সোয়াব পাবে, অন্য জায়গায় আছে তোমাদের মত [সাহাবাদের মত] ৫০ জনের সোয়াব পাবে এধরনের কথা অনেক হাদিসে আছে। আমি সেগুলো কালেক্ট করে কোট করে দেবো যদি অলরেডি শুনে না থাকেন।
    • অর্থাৎ যে এখানে একটিভ হয়ে কিছু করতে চাচ্ছে তার থেকে যে নিজেকে শুধু মাত্র নামাজ রোজায় ব্যস্ত রাখছে এর কোনোটাতে শরিক না হয়ে সে ঐ মুজাহিজদের থেকে বেশি সোয়াব পাবার আশা করতে পারে, যদি সময়টা সত্যিই ফিতনার হয়।

      Its worth taking the step for.

    • We both are on the same page then. Jajakallah. আল্লাহ তায়ালা আমাদের পথ দেখান, আর উম্মার উপর রহম করুন।

    18-Dec-2015 7:02 pm

    20-Dec-2015 2:48 pm


    '৮০ র দিকে। ইত্তেফাকে মাঝে মাঝে বিদেশ থেকে পাঠানো কোনো চিঠির ছবি ছাপিয়ে দিতো, যেখানে To তে লিখা Dhaka, Bangladesh, India. সংগে প্রশ্ন: "বাংলাদেশ কি ইন্ডিয়ার প্রদেশ?"

    '১৫ সেটাকে সত্যি হতে দেখলাম Dhaka থেকে ইন্টারনেট ব্রাউজ করতে গিয়ে।

    20-Dec-2015 2:48 pm

    20-Dec-2015 3:30 pm


    "এরা সুবিধা নেয়। এরা হিন্দু, এজেন্সি করে। ঢাকায় থাকা মুশকিল হয়ে যাবে ওর। যত যুবলীগ আর ছাত্রলীগের সাথে আমার ওঠাবসা। ওই পাপন-ফাপন আর কামাল সাহেবদেরও চামড়া তুইলা ফালাই আমি। আমার বাড়ি গোপালগঞ্জ, ঘাড়ের একটা রগ বাঁকা আমার। আমার অর্থের কোন অভাব নাই, ডালভাত খাওয়ার সামর্থ্য আছে। আমার পরিবার সবকিছু স্ট্রং।"
    _______

    হিন্দুদের জয় জয়কার এখন সারা বাংলায়। নৌকা ঘাটের কাছে চলে এসেছে পাঞ্জেরি।

    20-Dec-2015 3:30 pm

    20-Dec-2015 4:33 pm


    Student's Quantum Mechanics essay, rick rolling the teacher :V

    20-Dec-2015 4:33 pm

    20-Dec-2015 4:56 pm


    Quote: "আসলে হজরত উমর রা: এর বর্ণিত এই হাদীসের ব্যাখ্যায় মুহাদ্দিসীনে কেরাম উম্মাহ কেন্দ্রিক সংঘবদ্ধতা বুঝিয়েছেন। কিন্তু আমরা আমাদের দলের সমর্থনে বলতে গিয়ে এর ভুল ব্যাখ্যা দিচ্ছি।"

    এক সময় দেখতাম কেউ কেউ, "তোমরা আল্লাহর রশি দলবদ্ধভাবে ধর", "দল থেকে যে দুরে সরে গেলো তাকে মেষের মত বাঘে খেয়ে ফেলবে" এই আয়াতসমুহ আর হাদিসগুলো দিয়ে শিক্ষা দিতো যে, "আমাদের দলে তুমি যোগ না দিলে, তোমার নিজেকে এরকম একটা নতুন দল গঠন করতে হবে। কারন সবসময় দলের সাথে থাকতে বলা হয়েছে"।

    পরে জেনেছি তাদের এই ব্যখ্যাটা ছিলো ভুল।

    দল বলতে এখানে উম্মাহর সাথে একিভুত থাকা বুঝিয়েছে। এবং আমরা বর্তমানে যেগুলোকে দল বলি এরকম কোনো দলে যোগ দিলে বরং মূল দল উম্মাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বো। তখন এই আয়াত আর হাদিসগুলোতে যা করতে নিষেধ করা হয়েছে, সেটা করা হবে।

    ইন্টারেস্টিংলি তারা যে আয়াত কোট করে যে কাজটা করতে বলতো, ঐ আয়াতের ব্যখ্যা হলো ওই কাজটা যেন না করি।

    আল্লাহ তায়ালা আমাদের সিরাতিল মুস্তাকিমের উপর রাখুন।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    20-Dec-2015 4:56 pm

    20-Dec-2015 5:11 pm


    তোমরা যারা স্যারকে অমুসলিম মনে কর :V :V

    Q. তাহলে কি স্যারকে মুসলিম মনে করতে হবে?
    A. জানি না। চেতনার ফিল্টারে যেমন অনেক কিছু আটকায়, তেমনি ইসলামেরও অনেক ফিলটার আছে। কিন্তু আমি মুফতি না। :-P

      Comments:
    • শুকনা।

    20-Dec-2015 5:11 pm

    20-Dec-2015 9:12 pm


    Nostalgia: যে গানটা বিটিভিতে এক সময় শত শত বার বাজাতো।

    কাক্কু এখনো বেচে আছেন। Who would have thought? Salute!

    https://www.youtube.com/watch?v=4OzpGO9oNiA

    20-Dec-2015 9:12 pm

    20-Dec-2015 9:44 pm


    গাজাখুরি গল্প যেভাবে লিখা হয়, আর যেভাবে সেগুলো নিউজ হয়ে যায়।
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • এ তো দেখি সামনে তাকিয়ে আছে। আমি মনে করেছিলাম নিচের দিকে তাকিয়ে আত্মঅনুশোচনা করছে :-P

    20-Dec-2015 9:44 pm

    20-Dec-2015 10:26 pm


    ফেসবুকের ব্যপারে সরকারের নতুন বানী এসেছে, যে সরকার সবার পাসওয়ার্ড জানে, যে কোনো লোকের আইডিতে ঢুকতে পারবে, আইডি ডিসেবেল করে দিলেও এখন সব বের করতে পারবে হাবি জাবি এসব।

    এগুলো আমি বিশ্বাস করি না।
    সরকার ভয় দেখাচ্ছে।

    এটা করা সম্ভব শুধু মাত্র ফেসবুক যদি সরকারকে এডমিন এক্সেস দেয় তবে। এবং ফেসবুক এরকম করবে না কারন তখন তাকে আমেরিকার আইনে ধরা খেতে হবে, বদনাম হবে, অন্য দেশের ব্যবহারকারীরারও আর ফেসবুক ভয়ে ব্যবহার করবে না, বিশ্বাস হারাবে।

    সামারি: যদি সরকার করতে পারতো তবে গোপনে গোপনে করতো, কাউকে জানাতো না।

    কিন্তু করতে পারে না বলে এখন ভয় দেখাচ্ছে: "দেখি না কি হয়।" হারানোর তো আর কিছু নেই।

      Comments:
    • "ভালো ডোমেইন প্রয়োজনে লাগতে পারে", এরকম রেখে লাভ নেই। টাকা নস্ট। দরকারের সময় খুজলে অনেক ফ্রি ভালো ডোমেইন পাবেন।

    20-Dec-2015 10:26 pm

    21-Dec-2015 10:49 am


    হযরত যুবাইর বিন মুত'ইম (রা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন আমার একাধিক নাম আছে আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমাদ, আমি মাহী (ধ্বংস্বকারী), আল্লাহ আমার দ্বারা কুফুরী ধ্বংস করবেন, আমি হা-শির (একত্রকারী), লোকদের (কিয়ামতে) একত্রিত করা আগে আমাগে উঠাবেন, আমার নাম আকীব (সর্বশেষ),আমার পর কোন নবী জন্ম নিবে না।

    হযরত হুযায়ফা (রা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন: আমি মুহাম্মদ, আমি আহমাদ, আমি নবী এ রহমত, আমি নবী এ তাওবা, আমি মুকাফফী (সর্বশেষ আগমনকারী), আমি হাশির (একত্রকারী), আমি মালহামা (যুদ্ধ) এর নবী।

      Comments:
    • এগুলো কোনোটাই নতুন ছবি না। সবগুলো ৩-৫ বছর ধরে ব্যবহার করা। পার্থক্য হলো এগুলো যখন ব্যবহার করতাম, তখন ফেসবুকে গ্লোবাল শেয়ার বলে কিছু ছিলো না, শুধু ফ্রেন্ড শেয়ার করা যেতো, তাই প্রাইভেসি ছিলো বেশি।

    21-Dec-2015 10:49 am

    21-Dec-2015 10:54 pm


    Every nation gets the leader it deserves:

    ১। ফিরআউন জুলুম করতো বনু ইসরাইলিদের উপর। ফিরআউন মারা যাবার পর সেই বনু ইসরাইল হয়ে উঠলো বড় জালেম। শেষে আল্লাহ তায়ালা তাদের অভিশপ্ত করলেন।

    ২। হিটলার ইহুদিদের উপর জুলুম করতো। হিটলার থেকে রক্ষা পাবার পর সেই ইহুদিরা হয়ে উঠলো বড় জালেম। মুসলিমদের উপর সেই একই কায়দায় টর্চার আরম্ভ করলো।

    ৩। সাদ্দাম ইরাকী শিয়াদের উপর জুলুম করতো। সাদ্দাম মারা যাবার পর সেই শিয়ারা হয়ে উঠলো বড় জালেম।

    ৪। বার্মার সামরিক জান্তা বর্মিজদের উপর জুলুম করতো। সামরিক শাসক চলে যাবার পর সেই বর্মিজরা হয়ে উঠলো বড় জালেম। মুসলিমদের গনহারে কতল আরম্ভ করলো।

    _____
    দেখা যাচ্ছে প্রতিটা জাতি যাদের উপর আল্লাহ তায়ালা কোনো একজন জালেম শাসক নিযুক্ত করেছেন তার একটা কারন ছিলো। ঐ শাসক চলে যাবার পর তারা যখন স্বরূপে প্রকাশিত হয়েছে, তখন তাদের রূপটা সেরকম ইনোসেন্ট ছিলো না।

    এখন এই ফরমুলাটা, এক্সটারপোলেট করে ... ...

    ৫। শেখ হাসিনা জুলুম করতো বাংলাদেশিদের.... :-P

    21-Dec-2015 10:54 pm

    22-Dec-2015 11:51 am


    "When you have stuff to do around the house, Do the things you least want to do first, and everything else seems easier."

    22-Dec-2015 11:51 am

    22-Dec-2015 12:51 pm


    "...বর্গি এলো দেশে "

    এই বর্গিরা হলো ভারতের মারাঠি হিন্দুরা। এই বাংলায় এদের অত্যাচারের কিছু কাহিনী আছে নিচে।

    এরা আবার আসছে। Brace yourself.

    http://scroll.in/article/776978/forgotten-indian-history-the-brutal-maratha-invasions-of-bengal

    22-Dec-2015 12:51 pm

    22-Dec-2015 10:07 pm


    রুমার বিয়ের পরের দাওয়াত

    22-Dec-2015 10:07 pm

    23-Dec-2015 2:11 pm


    কিছু দিন আগে চোখে পড়েছিলো সেনাবিহিনীতে বুট জুতা পায়ে দিয়ে পিঠে ২০ কেজি একটা বেগ, এবং লোহার অস্ত্র সংগে নিয়ে সাতার কাটতে পারে কিনা সে পরিক্ষা নিচ্ছে।

    আজকে দেখলাম হাত আর পা বেধে পানিতে ছেড়ে দিলেও কিভাবে সাতার কাটতে হয় সে ট্রেনিং নিচ্ছে।

    আর আমি? হাত পা খোলা অবস্থাতেও সাতার কাটতে পারি না :-(

    23-Dec-2015 2:11 pm

    23-Dec-2015 2:34 pm


    যেভাবে "৩০ লক্ষ" এখন কোনো এক ধর্মের নবীর মুখ থেকে নির্গত পবিত্র বানীতে পরিনত হয়েছে।
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • এখন শিখাতে হবে বাচ্চাগুলোকে।

    23-Dec-2015 2:34 pm

    23-Dec-2015 3:23 pm


    ইস্তাম্বুল এয়ারপোর্টের পার্কিংয়ে রাখা একটা প্লেনে বোমা বিস্ফোরন। এক জন ক্লিনার মৃত দুই জন আহত। ক্লিনাররাই কি বোমা প্লেন্ট করছিলো? নাকি আগে থেকে বোমা পাতা ছিলো? ডিটেলস আসছে খবরে এখন।
    ____
    কক্সবাজারে যাবার শেডিউল আছে। মনে করেছিলাম প্লেনে করে যাবো নিরাপত্তার জন্য। এখন দেখি পরিকল্পনা বদলাতে হবে। বিমান ভ্রমন এখন আমার কাছে রিসকি মনে হচ্ছে।

    23-Dec-2015 3:23 pm

    23-Dec-2015 8:42 pm


    [নিচের স্টেটাসটা সবার জন্য না]

    আখিরুজ্জামানের ট্রেন্ডগুলোর মাঝে নতুন একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি সেটা হলো জার্মানির ন্যটো থেকে কিছুটা পিছটান দেয়া। আজকে জার্মানি তুরস্ক থেকে তাদের পেট্রিয়ট মিসাইলগুলো সরিয়ে নিয়েছে, তিন বছরের বধ্যকতা শেষ বলে।

      Comments:
    • সুরা কাহাফের শেষ আয়াত "কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম..." এর উপর একটা ব্যখ্যা আশা করছিলাম। পেলাম না এখানে।

      উনি বললেন: রাসুলুল্লাহ ﷺ বিনয়ের জন্য নিজে নিজেকে বশর বলেছেন। কিন্তু ঐ আয়াতে আল্লাহ তায়ালা নবীকে বশর বলছেন।

      এর পর উনি বললেন শয়তান ও কাফিররা নবীকে বশর বলেছেন, কিন্তু কোনো ঈমানদার নবীকে বশর বলেছে এটা কোরআনা শরিফের ৬৬৬৬ আয়াতে পাননি। কিন্তু ঐ আয়াতে আল্লাহ তায়ালা নিজেই নবীকে বাশার বলছেন।

      এর পর উনি বললেন আমরাও নবীকে বশর বলি, কিন্তু উনি নূরের তৈরি বাশার।

      কোরআন শরিফের এই আয়াতগুলোর উপর উনার ব্যখ্যা এবং বিখ্যাত তফসিরের কিতাবগুলোতে এই আয়াতগুলোর যে ব্যখ্যা, এ দুটো মিলে নাকি মিলে না সেটা হলো বড় প্রশ্ন। কারন তফসিরের সাথে না মিললে এটা হলো উনার ব্যক্তিগত ব্যখ্যা। এবং এ ভিডিওতে উনি তফসিরের কোনো রেফারেন্স দেন নি।

    23-Dec-2015 8:42 pm

    24-Dec-2015 6:57 am


    ব্যখ্যায় দ্বিমত থাকতে পারে। কিন্তু তথ্য বিকৃতি খারাপ। এতে বিশ্বাস হারিয়ে যায়। বিশেষ করে তথ্য বিকৃতিটা যদি আক্রমনের জন্য ব্যবহার করা হয়।

    শায়েখ মতিউর রহমান মাদানীর লেকচার থেকে অনেক কিছু শিখেছি। কিন্তু এখন উনার উপর থেকে আস্থা হারিয়ে ফেলছি। রশিদ আহমেন গঙ্গুহি র: এর উপর আক্রমনের জন্য উনি রশিদ আহমেদের মুখে বলা একটা কুফরির কাহিনী এমন ভাবে বর্ননা করছেন যেন ঘটনাটা রশিদ আহমেদের নিজের জীবনে ঘটা কাহিনী আর কুফরি কথাগুলো রশিদ আহমেদ সাহেব নিজে বলেছেন।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    24-Dec-2015 6:57 am

    24-Dec-2015 10:05 am


    রেগুলার পড়ার জন্যে রাসূলুল্লাহ সঃ শেখানো কিছু দূ’আ:

    ১- প্রত্যেক ওযুর পর কালেমা শাহাদত পাঠ করুণ(আশহাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা- শারীকা লাহূ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আব্দুহূ ওয়া রাসূলুহূ)
    এতে জান্নাতের ৮টি দরজার যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন।
    (মুসলিম-২৩৪)

    ২- প্রত্যেক ফরজ সলাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুণ এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন।
    (সহিহ নাসাই, সিলসিলাহ সহিহাহ-৯৭২)

    ৩- প্রত্যেক ফরজ সলাত শেষে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ্, ৩৩ বার আল্লাহু আকবার এবং ১বার (লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর) পাঠ করুণ এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে।
    (মুসলিম-১২২৮)
    সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন কেননা দিনে ৩৬০ বার এই তাসবিহগুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্ত রাখা হয় আর এভাবে ৫ ওয়াক্তে ৫০০ বার পড়া হচ্ছে।
    (মুসলিম, মিশকাত-১৮০৩)

    ৪- প্রতিরাতে সূরা মুলক পাঠ করুণ এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন।
    (সহিহ নাসাই, সহিহ তারগিব,
    হাকিম-৩৮৩৯, সিলসিলাহ সহিহাহ-১১৪০)

    ৫- রাসুল (সাঃ)-এর উপর সকালে ১০ বার ও সন্ধ্যায় ১০ বার দরুদ পড়ুন (আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আ’লা নাবিয়া’না মুহাম্মাদ) এতে আপনি নিশ্চিত রাসুল (সাঃ)-এর সুপারিশ পাবেন।
    (তবরানি, সহিহ তারগিব-৬৫৬)

    ৬- সকালে ১০০ বার ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করুণ এতে আল্লাহ তা’লা আপনাকে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশী মর্যাদা দান করবেন।
    (সহিহ আবু দাউদ-৫০৯১)

    ৭- সকালে ১০০ বার ও সন্ধ্যায় ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করুণ এতে কিয়ামতের দিন আপনার চেয়ে বেশী সওয়াব নিয়ে আর কেও উপস্থিত হতে পারবে
    না।
    (মুসলিম-২৬৯২)

    ৮- সকালে ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহ, ১০০ বার আলহামদুলিল্লাহ্, ১০০ বার আল্লাহু আকবার এবং ১০০ বার (লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর) পাঠ করুণ এতে মক্কায় ১০০ টি উট কুরবানির চেয়ে বেশী সওয়াব, জিহাদে ১০০ টা ঘোড়া পাঠানোর চেয়ে শ্রেষ্ঠ, ১০০ টি গোলাম আযাদ করার চেয়ে শ্রেষ্ঠ, এবং পৃথিবীর সব মানুষের চেয়ে বেশী সওয়াব হবে।
    (সহিহ নাসাই, সহিহ তারগিব-৬৫১)

    ৯- বাজারে প্রবেশ করে- (লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু য়্যুহয়ী ওয়া য়্যুমীতু ওয়া হুয়া হাইয়ুল লা য়্যামূত, বিয়াদিহিল খাইরু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর)পাঠ করুণ এতে ১০ লক্ষ পুণ্য হবে, ১০ লক্ষ পাপ মোচন হবে, ১০ লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য ১ টি গৃহ নির্মাণ করা হবে।
    (তিরমিজি-৩৪২৮,৩৪২৯ শাইখ আলবানী হাদিসটিকে হাসান সহিহ বলেছেন)

    ১০- বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুণ এতে আল্লাহ তা’লা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন।
    (ইবনু হিব্বান-৪৯৯, সহিহ তারগিব-৩১৬)

    (collected)

      Comments:
    • s/ণ/ন/g <-- এই regular expression টা চালাতে হবে।
    • শীতের মধ্যে কানাডা। যখন সব মানুষ কানাডার শীত থেকে থেকে দক্ষিনে ছুটি কাটতে পালাচ্ছে।

    24-Dec-2015 10:05 am

    24-Dec-2015 1:38 pm


    রাশিয়ার সাথে ১২ বিলিয়ন ডলারে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন পাশ। ১২ বিলিয়ন ডলার হলো বাংলাদেশের ১ বছরের বাজেটে খরচের সমান।

    মূলধারার সংবাদ পত্রে এটা কেন আসলো না, জানি না।

    http://www.business-standard.com/article/news-ians/bangladesh-approves-12-65-billion-n-plant-115122301196_1.html

    24-Dec-2015 1:38 pm

    24-Dec-2015 1:44 pm


    খবর: "সব মামলায় জামিন পেলেন অনুপ চেটিয়া"

    বেচারা ভয়ে বাংলাদেশে এসে দেশের জেলে শুধু শুধু এত বছর পলিয়ে থেকে জীবন নস্ট করলো কেন সেটা বুঝলাম না।

      Comments:
    • যতটুকু জানি তবলিগে এখন "মুনতাখাব হাদিস" নামে নতুন একটা বইটি থেকে পড়া হয়।
    • পুরোটা দেখার পর মন্তব্য করা যাবে কি?
    • আমি এখন এটা থেকে পড়ি। উসমানি প্রিন্ট কোরআন শরিফে পাতার যে লেআউট এটাতেও হুবহু একই।

      https://play.google.com/store/apps/details?id=com.quran.labs.androidquran&hl=en
      https://play.google.com/store/apps/details?id=com.quran.labs.androidquran&hl=en

    24-Dec-2015 1:44 pm

    24-Dec-2015 4:35 pm


    Arabic Notes - 1
    আমার আরবী শিখার অংশ হিসাবে নোটস গুলো সহজ করে দিয়ে দিলাম যেন পরবর্তিতে এগুলো একসাথে করে কাজে লাগানো যায়। আমারও চর্চা হয়।

    ১। আরবীতে কোনো কাজের নামের আগে "ম" লাগালে ঐ কাজ করার জায়গা বুঝায়।

    সিজদা -> মসজিদ, সিজদা দেবার জায়গা।
    সালাহ -> মসল্লাহ, সালাত পড়ার জায়গা, জায়নামাজ।
    কিতাব -> মকতব, লিখার জায়গা।

    ২। আর "মু" লাগালে বুঝায় ঐ কাজ করার লোক

    আজান -> মুয়াজ্জিন, যে আজান দেয়।
    ঈমান -> মু'মিন, যে ঈমান এনেছে।
    সালাত -> মুসুল্লি, যারা নামাজ পড়ছে।

    24-Dec-2015 4:35 pm

    24-Dec-2015 6:12 pm


    Arabic Notes - 2

    ৩। "জের জবর পেশ" এই নাম গুলো মূলতঃ উর্দু নাম। আরবীতে এই চিহ্নগুলোকে বলে:

    উচ্চারন "আ", উর্দুতে "জবর", আরবীতে "ফাতহা"
    উচ্চারন "ই", উর্দুতে "জের", আরবীতে "কাসরা"
    উচ্চারন "উ", উর্দুতে "পেশ", আরবীতে "দাম্মা"

    ৪। এগুলো যখন দুটো করে হয় তখন "দুই-পেশ, দুই-জবর"। আরবিতে নাম দেয়া হয় শেষে "-তাইন" যোগ করে। যেমন "দাম্মাতাইন", "ফাতহাতাইন", "কাসরাতাইন" এরকম। আরবীতে "-তাইন" মানে হল "ডাবল" double.

    আমি এর পর ফাতহা, কাসরা নামগুলো ব্যবহার করবো ইনশাল্লাহ। নিজেরও চর্চা হবে।

      Comments:

    24-Dec-2015 6:12 pm

    24-Dec-2015 8:11 pm


    When women start driving. :V :V

    // not being misogynic

    https://www.youtube.com/watch?v=vupgBykQnko

    24-Dec-2015 8:11 pm

    24-Dec-2015 10:40 pm


    হাসতে হাসতে শেষ :V :V
    ____________

    # Case 1:
    আমি জ্ঞান হারাবো পড়েই যাবো বাচাতে পারবে না কেউ
    Diagnosis: Stroke

    # Case 2:
    জ্বলে আগুন বুকেতে দে আগুন নিভাইয়া দে
    Diagnosis : Gastro Oesophageal Reflux Disease (GORD)

    # Case 3:
    আসি আসি বলে তুমি আর এলে না
    Diagnosis: Benine Prostatic Hyperplasia (BPH)

    # Case 4:
    পাগল মন মনরে
    মন কেন এতো কথা বলে
    Diagnosis: সিজোফ্রেনিয়া

    # Case 5:
    হায়রে মানুষ রংগীন ফানুশ দম ফুরাইলেই ঠুস
    Diagnosis: Type 2 Respiratory Failure

      Comments:
    • ২ জন মিউচুয়াল

    24-Dec-2015 10:40 pm

    25-Dec-2015 5:23 am


    সেভাবেই একজনের মৃত্যু হবে যেভাবে সে পৃথিবীতে বেচে ছিলেন।

    কয়েকজনের মৃত্যুর ঘটনা:
    একজন যাকে অজু কিভাবে করতে হয় কখনো শিখানো হয় নি।
    অন্যজন যিনি আহত হয়ে মারা যাবার আগে গান গাচ্ছিলেন।
    পাইলট, যিনি প্লেন ক্রাসের আগের মহুর্তে পড়ছিলেন লাইলাহা ইল্লাল্লাহ।
    এক ছেলে যিনি মৃত্যুর আগে কোরআন তিলওয়াত করছিলেন এবং শাহাদা পড়ে মারা গিয়েছিলেন।

    // আসিফ সিবগাত এর লেকচার।।

    https://www.youtube.com/watch?v=GMYf5yu1eIg

    25-Dec-2015 5:23 am

    25-Dec-2015 11:24 am


    গত কয়েক বছর ধরে "মেরি খ্রিস্টমাস" মানে "ঈশ্বরের পুত্র জন্মেছে" [নাউজুবিল্লাহ] এরকম একটা ভুল কথা ফেসবুকের ইসলামিস্টদের মাঝে প্রচারিত হচ্ছে।

    যদিও শব্দগুলো এই রকম অর্থ আমি ফেসবুকের মুসলিম এক্টিভিস্ট ছাড়া অন্য কারো কাছে পাচ্ছি না।

    মনে পড়ে কয়েক বছর আগে কথাটা প্রথম যখন প্রচারিত হচ্ছিলো তখন যারা প্রচার করছিলো তাদের জিজ্ঞাসা করা হয়েছিলো এই অর্থটা মিথ্যা তার পরও প্রচার করছেন কেন?

    তখন জবাব দিয়েছিলো "মুসলিমদের বিরত রাখার জন্য এই রকম কড়া কথার দরকার আছে। ভালোর জন্য করছি।"

    আল্লাহ তায়ালা আমাদের মিথ্যা থেকে হিফাজত করুন।

    মনে পড়ে, প্রথম যুগের খ্রিস্টান পাদ্রিরাও জানতো ঈসা আ: আল্লাহর পুত্র না। তারা মানুষকে খ্রিস্টান ধর্মের দিকে আকৃস্ট করার জন্য এই মিথ্যাটা প্রচার করেছিলো। "মানুষের ভালোর জন্য" দাবি করে।

    মিথ্যায় ভালো কিছু নেই। সত্য কথার থেকে যে যতটুকু ভালো গ্রহন করে তাতেই বরকত।

    25-Dec-2015 11:24 am

    25-Dec-2015 11:54 am


    Arabic Notes - 3

    ৫। "আল্লাহ", "আল্লাহর", "আল্লাহকে" তিনটা শব্দ ভিন্ন। তিনটি অর্থ বুঝায়। যদিও শব্দগুলোর শেষ অক্ষরটা শুধু ভিন্ন ভিন্ন।

    আরবীতেও এরকম শেষ অক্ষরে কাসরা, ফাতহা বা দাম্মা [জের, জবর বা পেশ] দিলে তিনটা ভিন্ন অর্থ বুঝায়।

    সহজ করে বললে:
    বাংলায় "আল্লাহ" বুঝালে আরবীতে হবে "আল্লাহু" -- শেষে দাম্মা।
    যেমন: "আল্লাহু আহাদ", আল্লাহ এক।

    বাংলায় "আল্লাহকে" বুঝালে আরবীতে হবে "আল্লাহা" -- শেষে ফাতহা।
    যেমন "ইত্তাকি আল্লাহা" আল্লাহকে ভয় কর।

    বাংলায় "আল্লাহর" বুঝালে আরবীতে হবে "আল্লাহি" -- শেষে কাসরা।
    যেমন "লি আল্লাহি মাফিস সামাওয়াত" আকাশ যা আছে সব আল্লাহর!

    উদাহরন:

    "আসা ফিরআউনু রাসুলা" ফিরআউন রাসুলকে অমান্য করলো।
    "রাসুলকে" তাই আরবীতে "রাসুলা"
    "ফিরআউন করলো" তাই আরবীতে "ফিরআউনু"

    ৬। "হইতে", "থেকে" এই ধরনের preposition এর পরের শব্দে কাসরা [ই] হয়।

    من মিন [থেকে],
    في ফি [মধ্যে],
    مع মায়া [সংগে],
    الى ইলা [দিকে],
    ب বি [সাথে],
    ل লি [জন্য],
    على আলা [উপরে]

    এই ধরনের preposition যত আছে তারা পরের শব্দে প্রায় সব সময় কাসরা ["ই"] হয়।

    যেমন:
    লি আল্লাহি: "আল্লাহর জন্য"। আগে "লি" আছে, তাই শেষে "ই"
    মিনাস সামাওয়াতি: "আকাশ থেকে"। আগে "মিন" আছে তাই শেষে "ই"
    ফিল আরদি: "পৃথিবীর মাঝে"। আগে "ফি" আগে তাই শেষে "ই"।

    উদাহরন:
    إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
    وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ

    প্রথম "লাইলা" এর আগে ফি আছে তাই কাসরা দিয়ে "লাইলাতি" হয়েছে। দ্বিতীয় আয়াতে "আপনি কি জানেন লাইলা কদর কি?" ৫ম রুল অনুযায়ী ফাতহা হয়েছে।

    25-Dec-2015 11:54 am

    25-Dec-2015 12:17 pm


    অখন্ড ভারতের স্বপ্নে নতুন বছর।

    The time is coming.
    আপনি তৈরি তো?

    http://www.rtnn.net/bangla//newsdetail/detail/8/8/129433#.VnzeXza5PG5

    25-Dec-2015 12:17 pm

    25-Dec-2015 2:51 pm


    আজকে তিনটি ঈদ একত্রিত হয়েছে।

    ১। খ্রিস্টানদের খ্রিস্টমাস ডে।
    ২। রাজারবাগী/দেওয়ানবাগীদের "সাইয়্যেদুল আইয়াদ" -- শেষ্ঠ ঈদ।
    ৩। সাধারন মুসলিমদের শুক্রবার, সাপ্তাহিক ঈদ।

    25-Dec-2015 2:51 pm

    25-Dec-2015 4:33 pm


    বাংলাদেশের বৃহত্তম ইসলামি দল বড় দিন উপলক্ষে খৃষ্টানদের শুভেচ্ছা জানিয়েছে। তাদের নিজেদের ওয়েবসাইটে।

    বুঝতে পারছি তারা অনেক চাপে আছে। তাই কাউকে উপদেশ দেয়া আমার কম্ম না। তাদের অনেক বড় বড় আলেম আছে।

    এটা just a note to myself.

    লিবিয়ার গাদ্দাফি প্রায় ৩০ বছর পশ্চিমাদের বিরোধিতা করে ক্ষমতায় ছিলেন বহাল তবিয়তে। এর পর মাথা নিচু করে উনি কোঅপারেটিভ হন। এর কিছু বছর পর উনার পতন হয়, বিভৎস ভাবে।

    সব "একাত্বতা" মুসলিমদের রক্ষা করতে পারে না।

    হাশরের মাঠে আল্লাহ তায়ালা আদম আঃ কে হুকুম দেবেন প্রতি হাজার মানুষে এক জনকে জান্নাতে পাঠাতে।

    তাই সবাই যতটুকু করছে, ততটুকু করাকে আমি নিজের জন্য যথেস্ট মনে করি না। আমার সামর্থের শেষ প্রান্ত পর্যন্ত চেস্টা করে যেতে হবে। তার পরও যদি আল্লাহ তায়ালা রক্ষা করেন।

    আল্লাহ যেন রশিটা না ছিড়ে দেন। সোজা রাস্তা ফেলে অলিতে গলিতে আমাকে না ঘুরান।

      Comments:
    • হুজুর হয়ে কক্সবাজার বিচে যাওয়া জায়েজ আছে কিনা, সেটাও প্রশ্ন :V
    • ওকে। সেন্ট মার্টিনে যাওয়া যে জায়েজ সেটা জানি। ঐ দ্বীপের লোকাল সবাই আল্লাহ ওয়ালা বলে জানি।
    • আমি লিখেছি হাজারে একজন জান্নাতি। একই অর্থ হচ্ছে। নাকি কিছু ওভার লুক করছি?

    25-Dec-2015 4:33 pm

    25-Dec-2015 8:55 pm


    As the Saudi monarchy is coming to its dusk, most of everyone agrees that this man was the greatest monarch from this dynasty.

    May Allah accept all his good deeds.

    25-Dec-2015 8:55 pm

    25-Dec-2015 9:19 pm


    তথ্যবহুল লিখা। নিজের যুক্তির থেকে আগেকার দিনের আলেমদের কথার রেফারেন্স বেশি।
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    25-Dec-2015 9:19 pm

    26-Dec-2015 5:17 am


    রাজশাহীতে কাদিয়ানী মসজিদে আত্মঘাতি হামলায়, হামলাকারী শুধু নিহত, বাকি তিনজন আহত।

    বুঝলাম: এদের ট্রেনিং প্রেকটিস আরো অনেক বাকি আছে।

    শিয়া বা কাদিয়ানি মসজিদ দেশে বেশি নেই। তবে হিন্দু মন্দির আছে প্রচুর। প্রায়োরিটি তারা কিভাবে সেট করছে আল্লাহ জানেন। :V :V

      Comments:
    • মন্দির আরো কাছে, regardless.
    • বুঝলাম। ধারনা করেছিলাম মাইলে দুরত্ব।
    • হতে পারতো, কিন্তু busted। মিরপুরে তাদের সবাইকে ধরে ফেলেছে। আমার ধারনা।
    • হতে পারে। Lets watch. সামনের বছরে সবকিছুর স্পিড আরেক ধাপ বাড়বে বলে ধারনা করছি।

    26-Dec-2015 5:17 am

    26-Dec-2015 12:16 pm


    দিনশেষে কেবল দিনই শেষ হয়, শেখা হয়না কিছু।
    বাছা! জ্ঞানার্জন যদি বিনোদনই হত কেউ মুর্খ থাকত না।
    জ্ঞানটা অর্জন কর। "চেখে দেখার" কিছু নাই।
    ~ জনৈক।

    26-Dec-2015 12:16 pm

    26-Dec-2015 12:33 pm


    Used to believe that Quantum computers are more like anti-grav. Will always live in fiction.

    Looks like I was wrong. Quantum computers are already here. But humans still have to figure out how to use one.

    http://www.theguardian.com/commentisfree/2015/dec/13/the-quantum-computing-era-is-coming-qubits-processors-d-wave-google

    26-Dec-2015 12:33 pm

    26-Dec-2015 3:55 pm


    বিজেপির সাথে একমত (Y)

    তবে এই একত্রিত দেশটা মুসলিমরা শাসন করবে। যেমন করে মুসলিমরা শাসন করে এসেছিলো এ দেশে ইংরেজরা আসার আগে, এবং ইংরেজরা এই দেশটাকে ভাগ করার আগে।

    http://mzamin.com/details.php?mzamin=MTA3ODUx&s=OA%3D%3D#.Vn5g5u5n9TY.facebook

    26-Dec-2015 3:55 pm

    26-Dec-2015 4:32 pm


    শেয়ারের এই লিস্টটা একেবারই ছোটো। চার পাচ জন মাত্র।

    আখিরুজ্জামান নিয়ে সেন্টিমেন্টাল, বিতর্কিত এবং অপিনিয়নড কথা লিখে এখানে শেয়ার দেবো ইনশাল্লাহ।

    More like একটা লগ রাখার জন্য, স্টিকি নোটস রাখার জন্য। হিট এন্ড মিস কতটুকু হচ্ছে সেটা বুঝার জন্য। অন্যদের কোনো মত বা তথ্য থাকলে শেয়ার দেবার জন্য।

    জাজাকাল্লাহ।

    26-Dec-2015 4:32 pm

    26-Dec-2015 4:49 pm


    যেসব কাজে তাহাজ্জুদ নামাজের সওয়াব পাওয়া যায়

    (Collected from Asif Shibgat Bhuiyan)

    আমাদের যেধরণের কর্মব্যস্ত রুটিন দাঁড়িয়েছে তাতে আমরা বেশিরভাগই তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। সন্দেহ নেই যদি আমরা তাহাজ্জুদ পড়তে পারি তাহলে খুবই ভালো হয়। কিন্তু না পারলে দুঃখ করে বসে না থেকে নিচের কাজগুলোতে মনোনিবেশ করতে পারি।

    ১. ‘ইশা ও ফজরের নামাজ জামাতের সাথে পড়া। আল্লাহ্‌র রাসূল (সা:) বলেন: “যে ‘ইশার নামাজ জামাতের সাথে পড়লো তার সেই নামাজ যেন অর্ধেক রাত নামাজের মতো হোলো, আর যে ‘ইশা ও ফজরের নামাজ জামাতের সাথে পড়লো তার সেই নামাজ যেন পুরো রাতের নামাজের মতো হোলো”। [মুসলিম]

    ২. যুহরের ফরজ নামাজের আগে নির্ধারিত চার রাক’আত সুন্নত নামাজ পড়া। আল্লাহ্‌র রাসূল (সা:) বলেন: “যুহরের আগে চার রাক’আত রাত জেগে নামাজ পড়ার সমান”। [মুসান্নাফ ইব্‌ন আবী শাইবাহ্‌]। কোনও কারণে ফরজ নামাজের আগে পড়তে না পারলে পরেও পড়ে নেয়া বৈধ।

    ৩. তারাবির নামাজ পুরোটা ইমামের সাথে পড়া। আল্লাহ্‌র রাসূল (সা:) বলেন: “যদি কোনও ব্যক্তি ইমাম উঠে যাওয়ার আগ পর্যন্ত তার সাথে নামাজ পড়ে তাহলে সেটি তার জন্য রাতের নামাজ হিসেবে ধরা হবে”।

    ৪. রাতে কুরআনের ১০০টি আয়াত পাঠ করা। আল্লাহ্‌র রাসূল (সা:) বলেন: “যে রাতে ১০০টি আয়াত পড়লো তার জন্য সেটিকে রাতের কুনুত হিসেবে লিখে দেয়া হবে”। [আত-তাবারানী]। এখানে আমরা সংক্ষেপে কুনুতের অর্থ করতে পারি আল্লাহ্‌র কাছে প্রার্থনা করা যা আমরা নামাজের সাহায্যে করি সচরাচর।

    ৫. রাতে সূরাহ বাকারা-র শেষের দিকের দুটি আয়াত পাঠ করা। আল্লাহ্‌র রাসূল (সা:) বলেন: “যে সুরাহ্‌ বাকারা-র শেষের দিককার দুটি আয়াত পাঠ করবে তার জন্য সেই দুটি আয়াতই যথেষ্ট হবে”। [বুখারী ও মুসলিম]
    ৬. সুন্দর চরিত্র ও ব্যবহার। আল্লাহ্‌র রাসূল (সা:) বলেন: “একজন মু’মিন সুন্দর চরিত্র ও ব্যবহারের মাধ্যমে রাতের নামাজির ও দিনের রোজাদারের মর্যাদা অর্জন করতে পারে”। [আহ্‌মাদ, আবু দা’উদ]

    ৭. বিধবা ও দরিদ্রদের দেখভাল করা। আল্লাহ্‌র রাসূল (সা:) বলেন: “বিধবা মহিলা বা দরিদ্র ব্যক্তির দেখভাল করা ব্যক্তি যেন আল্লাহ্‌র রাস্তায় জিহাদকারীর মতো, বা রাতের নামাজি এবং দিনের রোজাদারের মতো”। [বুখারী ও মুসলিম]

    ৮. জুমু’আহ নামাজের কিছু আদব কায়দা মেনে চলা। আল্লাহ্‌র রাসূল (সা:) বলেন: “যে জুমু’আহ-র দিনে গোসল করলো, তারপর তাড়াতাড়ি নামাজের জন্য রওনা দিলো, বাহনে না চড়ে হেঁটে গেলো, ইমামের কাছে বসলো, এবং কথা না বলে ঠিকমতো (ইমামের কথা) শুনলো, তার প্রতিটি পদক্ষেপের জন্য এক বছরের আমলের অর্থাৎ ঐ পরিমাণ সময়ের রোজা ও নামাজের প্রতিদান পাবে”। [আবূ দা’উদ]

    ৯. ঘুমের আগে তাহাজ্জুদ নামাজের নিয়ত করা। আল্লাহ্‌র রাসূল (সা:) বলেন: “যে বিছানায় গেল এই নিয়ত করে যে রাতে উঠে নামাজ পড়বে কিন্তু এরপর সকাল হবার আগে উঠতে পারলো না, তার জন্য তাই লেখা হবে যা সে নিয়ত করেছে, আর তার এই ঘুম হচ্ছে মহামহিম আল্লাহ্‌র তরফ থেকে তার জন্য সাদাকাহ্‌ (চ্যারিটি)”। [আন-নাসাই, ইবন মাজাহ্‌]

    ১০. যেসব কাজের জন্য তাহাজ্জুদ নামাজের মতো সওয়াব পাওয়া যায় (যেমন ওপরের ৯টি কাজ) সেগুলো অন্যকে শিখিয়ে দেয়া। আল্লাহ্‌র রাসূল (সা:) বলেছেন: “যে ব্যক্তি ভালো কাজের দিকে অন্যকে নির্দেশ করলো তার প্রতিদান যে ঐ কাজ করবে তার সমান”।[মুসলিম] সুতরাং যদি আপনি মানুষকে ওপরের কাজগুলোর মত কাজ শিখিয়ে দেন এবং তারা যদি সেটা করে তাহলে তারা যেমন তাহাজ্জুদ নামাজের মতো সওয়াব পাবে একই সাথে তাদের দেখিয়ে দেয়ার জন্য আপনিও তাই পাবেন।

    26-Dec-2015 4:49 pm

    26-Dec-2015 6:25 pm


    আমাদের ইয়াসির কাজী সাহেব কিছু দিন আগে মসজিদুল আকসা ঘুরে এসে এখন সিরিজ পোস্ট দিচ্ছেন। এটা হলো সেই দেয়াল যে দেয়ালের এক সাইডে ইহুদিরা দোয়া করে। ইহুদিদের সাইডের উল্টো দিকে উনি দাড়িয়ে। এই হুকটাতে বুরাককে বেধে রাখা হয়েছিলো, মিরাজের সময়।

    আর উনি বলছেন বুরাকের ডানা ছিলো এরকম কোনো কথা হাদিস পাওয়া যায় না। একটা ঘোড়ার থেকে ছোট কিন্তু খচ্চর থেকে বড় বুরাকের ব্যপারে রাসুলুল্লাহ ﷺ বলেছেন এটা প্রতি পদক্ষেপে দিগন্ত পার হতো। মানে খুব দ্রুত দুনিয়ার উপর চলতো।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    26-Dec-2015 6:25 pm

    26-Dec-2015 7:21 pm


    এতদিন ছিলো চোরাগুপ্ত হামলা। এখন প্রকাশে, গ্যংগ ফরম করে, রায়টের মত, হিন্দুস্তানের স্টাইলে গন হামলা আরম্ভ হয়েছে পশ্চিমের মসজিদের উপর।

    এ ঘটনাটা প্রথম।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    26-Dec-2015 7:21 pm

    26-Dec-2015 8:24 pm


    প্রথমে মিস ইউনিভার্স উল্টা পাল্টা করলো। এখন খ্রিস্টমাস আর ইস্টার।

    পাবলিকের ধারনা সবই প্রিপ্লেনড, তার খেল :V

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    26-Dec-2015 8:24 pm

    26-Dec-2015 8:57 pm


    I was just trying to shred my misogynic views, and then stumbled upon this video. Blame the world for what it is, not me :V

    // kidding by the way. nothing serious. :V :V :V

    https://www.youtube.com/watch?v=LS37SNYjg8w&feature=youtu.be

    26-Dec-2015 8:57 pm

    26-Dec-2015 10:32 pm


    Historic landing of SpaceX rocket. This is the first stage rocket, which launched its second stage into space at an altitude of 80km, then detached itself, and returned to earth to make a perfect vertical landing at its designated spot, while slowing down using its boosters.

    This till now, was only seen in science fiction movies.

    Great job by the team and a great comeback after its last accident. Cheers.

    https://www.youtube.com/watch?v=1B6oiLNyKKI

      Comments:
    • জীবনসঙ্গীর খোজে অসীমে তাকিয়ে থাকলে সমস্যা। আশা গুলোকে সীমিত করলে হয়ে যাবে ইনশাল্লাহ।
    • "তাবলীগওয়ালারা ... খোঁজেন চাকরি আর ডিগ্রী" <-- এর একটা কারন হলো মেযের বাবা সন্দেহ করে: ছেলেও অত দ্বীনদ্বার না যত দ্বীনদার মানুষ তাকে মনে করে।

      এবং ছেলের মনে যদি দুনিয়াদ্বারি লুকিয়ে থাকে কিন্তু ছেলের কাছে যথেস্ট দুনিয়া না থাকে, তাহলে বিয়ের পর এই ছেলে মেয়ের-বাপের দুনিয়া ভোগ করার চেষ্টা আরম্ভ করতে পারে। যেটা অনেক সময় দেখা যায়।

    26-Dec-2015 10:32 pm

    27-Dec-2015 12:21 pm


    ভারতের "র" এর প্রাক্তন ইন্টেলিজেন্স অফিসার খুব সুন্দর ভাবে এবং সংক্ষেপে স্বাধিনতা যুদ্ধের প্রতিটা ধাপ ব্যখ্যা করেছেন: কে করেছে, কেন করেছে, কিভাবে করেছে। কোনো ইমোশনাল টুইস্ট না এনে।

    Very informative.

    http://www.dailyo.in/politics/1971-bangladesh-war-research-and-analysis-wing-rn-kao-pakistan-army-indian-army/story/1/7972.html

      Comments:
    • গল্পের মত বলছি।

      ছেলেটাকে দেখলে মনে হয় দ্বিনদার। কিন্তু তার চাকরি বাকরি নেই। এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিলো এক ধনী পরিবার। শুধু ছেলের দ্বিনদারী দেখে।

      বিযের পর ছেলে বৌয়ের খরচ চালাতে পারে না। বাজার করার টাকা নেই। আল্লাহ তায়ালার উপর তাওয়াক্কুলও করতে পারে না, কারন ছেলের অন্তরে আসলে দুনিয়াদারীর প্রতি আকর্ষন লুকিয়ে আছে।

      সে এর পর তার বৌকে পাঠায় বাপের বাড়ি, "টাকা নিয়ে আস, আমাদের সংসার চলছে না।"
      বা "এটা লাগবে তোমার বাপকে কিনে দিতে বল, তারা তো অনেক বড়লোক।"
      বা "এত টাকা দিয়ে তারা কি করবে? আমাদের কিছু দিতে বলো"
      বা "তোমার বাপকে বল এর চাকরির ব্যবস্থা করে দিতে"
      বা "তোমার সম্পত্তির হিসাব নিয়ে আসো, মরলে তো তুমিও পাবে"

      শেষে মেয়ের বাপ বুঝলো: ছেলে দ্বিনদ্বার হলেও ছেলের অন্তরে দুনিয়াদারী প্রথম থেকেই লুকিয়ে ছিলো। এজন্যই ছেলে নিজে গরিব হলেও গরিব ঘরের কোনো মেয়েকে বিয়ে করে নি। দ্বিনদ্বারির দোহাই দিয়ে ছেলে বড়লোকের মেয়েকে বিয়ে করেছে।

      এর পর বাপ তার দ্বিতীয় মেয়েকে বিয়ে দিলো দুনিয়াদার দেখে। দ্বিতীয় ছেলের অন্তরে যদিও দুনিয়াদ্বারি আছে, কিন্তু এই ছেলে, মেয়ের বাপকে দুনিয়ার জন্য বিরক্ত করে না। কারন তার দুনিয়া সে নিজেই কামাই করে নিতে পারে।

      Just একটা গল্প।

    • (Y)

    27-Dec-2015 12:21 pm

    27-Dec-2015 2:33 pm


    যেসব কাজের জন্য জান্নাতে একটি বাড়ির প্রতিশ্রুতি রয়েছে

    (Collected from Asif Shibgat Bhuiyan)

    ১. সন্তানের মৃত্যতে ধৈর্য ধারণ করা ও আল্লাহ্‌র প্রতি কৃতজ্ঞ থাকা। আল্লাহ্‌র রাসূল (সা:) বলেন: “যখন কোনও ব্যক্তির সন্তান মারা যায়, মহান আল্লাহ্‌ ফেরেশতাদের জিজ্ঞেস করেন: তোমরা কি আমার বান্দার সন্তানের জান কবজ করেছো? ফেরেশতারা বলবেন: হ্যাঁ। আল্লাহ্‌ আবার বলেন: তোমরা কি তার কলিজার টুকরোকে কবজ করেছো? তারা বলেন: হ্যাঁ। আল্লাহ্‌ বলেন: আমার বান্দা কী বললো? ফেরেশতারা বলেন: সে আপনার প্রশংসা করেছে এবং নিজেকে নিবৃত রেখেছে। আল্লাহ্‌ বলেন: আমার বান্দার জন্য জান্নাতে একটি বাড়ি বানাও এবং এর নাম দাও “বায়তুল-হামদ” (প্রশংসাগৃহ)”। [আহ্‌মাদ, তিরমিযী]

    ২. জামাতের নামাজে কাতারের ফাঁক বন্ধ করা। আল্লাহ্‌র রাসূল (সা:) বলেন: “যে ফাঁক বন্ধ করলো আল্লাহ্‌ তার জন্য জান্নাতে বাড়ি বানান এবং এই কাজের জন্য তার মর্যাদাকে বৃদ্ধি করেন”। [আহ্‌মাদ, আত-তাবারানী]

    ৩. ঠিক মতো অজু করে ১২ রাক’আত সুন্নত নামাজ পড়া। আল্লাহ্‌র রাসূল (সা:) বলেন: “যে মুসলিম বান্দাই ঠিকমতো পানি লাগিয়ে অজু করবে এবং তারপর আল্লাহ্‌র উদ্দেশ্যে ১২ রাক’আত নফল নামাজ পড়বে যা ফরজ নয় তার জন্য আল্লাহ জান্নাতে একটি বাড়ি বানান”। আমরা ফরজ নামাজগুলোর সাথে যে সুন্নত নামাজগুলো পড়ি সেটিই এখানে প্রযোজ্য - অর্থাৎ ফজরের আগে দুই রাক'আত, যুহরের আগে চার ও পরে দুই রাক'আত, মাগরিবের পর দুই রাক'আত ও 'ঈশার দুই রাক'আত।

    ৪. মসজিদ বানানো বা বানানোর কাজে অংশগ্রহণ করা। আল্লাহ্‌র রাসূল (সা:) বলেন: “যে মসজিদ বানালো এবং সেটা লোক দেখানো বা শোনানোর জন্য করলো না, আল্লাহ্‌ তার জন্য জান্নাতে একটি বাড়ি বানান”। [আত-তাবারানী]

    ৫. সূরাহ্‌ আল-ইখলাস ১০ বার পড়া। আল্লাহ্‌র রাসূল (সা:) বলেন: “যে দশ বার ‘ক্বুল হুওয়া-ল্লাহু আহাদ’ পড়লো, আল্লাহ্‌ তার জন্য জান্নাতে একটি বাড়ি বানান”। [আহ্‌মাদ]

    ৬. বাজারে বা মার্কেটে ঢুকলে এই যিক্‌র করা “লা ইলাহা ইল্লা-ল্লাহু ওয়াহ্‌দাহু লা শারীকা-লাহ, লাহুল-মুলকু ওয়া-লাহুল-হামদু য়ুহ্‌য়ী ওয়া-য়ুমীতু ওয়া-হুওয়া হায়্যুন লা য়ামূত, বি-য়াদিহিল-খাইর ওয়া-হুওয়া ‘আলা কুল্লি শাই-ইন ক্বাদীর”। [অর্থ: আল্লাহ্‌ ব্যতীত কোনও উপাস্য নেই, তিনি একক ও অংশীদারবিহীন। সব রাজত্বই তার ও তারই জন্য সকল প্রশংসা। তিনিই জীবন দান করেন ও মৃত্যুও দেন তিনিই – নিজে তিনি জীবিত – মৃত্যুবরণ করেন না। তার হাতেই সকল মঙ্গল এবং তিনি সবকিছুর ওপরই ক্ষমতাধর।] আল্লাহ্‌র রাসূল (সা:) বলেন: “যে মার্কেটে ঢুকে বললো: ‘লা ইলাহা – (বাকিটা)’ তার জন্য আল্লাহ্‌ দশ লক্ষ হাসানাহ্‌ (ভালো) লেখেন, দশ লক্ষ মন্দ মুছে দেন, তার মর্যাদা দশ লক্ষ বৃদ্ধি করেন এবং তার জন্য জান্নাতে বাড়ি বানান”। [ইব্‌ন মাজাহ]

    ৭. তর্ক পরিহার করা নিজের কথা সঠিক হয়ে থাকলেও।

    ৮. মিথ্যা পরিহার করা করা মজা করে হলেও।

    ৯. সুন্দর চরিত্র ও ব্যবহার।
    ওপরের তিনটি কাজের ব্যাপারে আল্লাহ্‌ রাসূল (সা:) বলেন: “আমি তাকে গ্যারান্টি দিচ্ছি - জান্নাতের সীমান্তে একটি বাড়ির – যে তর্ক পরিহার করলো নিজে সঠিক হয়েও, জান্নাতের মাঝে একটি বাড়ির – যে মিথ্যা পরিহার করলো মজা করে হলেও, এবং জান্নাতের ওপরে একটি বাড়ির – যে তার চরিত্র ও ব্যবহারকে সুন্দর করলো”। [আবূ দা’উদ]

    ১০. দুহা-র নামাজ পড়া চার রাক’আত ও যুহরের ফরজ নামাজের আগে চার রাক’আত সুন্নত পড়া। দুহা-র নামাজ হোলো সূর্য উঠে যাবার পর পড়া নফল নামাজ যা সর্বনিম্ন দুই রাক’আত থেকে যতখুশি পড়া যায়। আল্লাহ্‌র রাসূল (সা:) বলেন: “যে চার রাক’আত দুহা-র নামাজ ও যুহরের আগে চার রাক’আত নামাজ পড়লো তার জন্য জান্নাতে একটি বাড়ি বানানো হয়”। [আত-তাবারানী]

    ১১. অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া ও কারও সাথে সাক্ষাৎ করা কেবল আল্লাহ্‌র জন্য। আল্লাহ্‌র রাসূল (সা:) বলেন: “যে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল অথবা তার কোনও ভাইকে দেখতে গেল আল্লাহ্‌র জন্য, একজন আহ্বানকারী (ফেরেশতাদের পক্ষ থেকে) তাকে আহ্বান করে বলবেন: ‘তোমার মঙ্গল হোক, মঙ্গল হোক তোমার পথ এবং জান্নাতে তুমি একটি ঘর পাও”। [তিরমিযী] এখানে ভাই বলতে রক্তসম্পর্কের ভাই শুধু বোঝানো হচ্ছে না, যে কোনও ব্যক্তি যে তার ভাইয়ের মতো সেও এখানে প্রযোজ্য। আল্লাহ্‌র জন্য ভাইয়ের সাক্ষাৎ করার অর্থ হোলো কোনও প্রয়োজন ছাড়া কেবল এই কারণে ভাইয়ের সাক্ষাৎ করা যে এটা করলে আল্লাহ্‌ খুশি হন।

      Comments:
    • এই দেশে অপরিচিত কেউ যদি কিছু একটা বলে টাকা চায় তবে সেটা ফেইক। যাই বলুক না কেন, তার কথা যত সত্য মনে হোক না কেন।

      এটা মাথায় রাখলে ঠকবেন কম।

      আল্লাহর ওয়াস্তে কাউকে সাহায্য করতে চাইলে দান করার নিয়তে যতটাকা দান করতে চান করুন। তার অনুনয় দ্বারা প্রভাবিত না হয়ে।

    27-Dec-2015 2:33 pm

    27-Dec-2015 6:15 pm


    News: শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় শহীদ বুদ্ধিজীবী প্রসঙ্গে বলেন, "২৫ মার্চ যেসব সাধারণ মানুষ নিহত হয়েছে তারা পাকিস্তানিদের হামলার বিষয়ে অজ্ঞাত ছিল। কিন্তু ১৪ ডিসেম্বর যেসব বুদ্ধিজীবী নিহত হয়েছে, তারা পাকিস্তানিদের হামলা ও বরবরতা সম্পর্কে জানতো। এমনকি শেষদিন পর্যন্ত তারা পাকিস্তান সরকারের অধীনে চাকরি করেছেন, অফিসে গিয়েছেন এবং নিয়মিত বেতন নিয়েছেন। তাহলে তারা শহীদ হন কীভাবে?"

    তিনি বলেন, "বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে ফুল দেয়া নির্বোধের কাজ। তারা নির্বোধের মতো মারা গেলো, আর আমাদের মতো নির্বোধেরা শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দেয়।"

    _____ reactions ______
    "গয়েশ্বর সাহেবের কথাটা শোনার পর থেকে আমি ঘুমাতে পারছি না। আমি সশরীরে গিয়ে তার সঙ্গে কথা বলতে চাই। জিজ্ঞেস করতে চাই এ ধৃষ্ঠতা তিনি কোথা থেকে পাচ্ছেন। কিন্তু আমি তার ঠিকানা জানি না। দয়া করে তার ঠিকানা দিয়ে আমাকে সহযোগিতা করবেন।

    এদের বিরুদ্ধে আর বক্তৃতা বিবৃতি, মানববন্ধন করে লাভ নেই। এবার লড়াইটা করতে হবে সামনা-সামনি। নতুন প্রজন্মকে এ লড়াইয়ে নেতৃত্ব দিতে হবে।"

    - আলতাফ মাহমুদ কন্যা শাওন মাহমুদ

    27-Dec-2015 6:15 pm

    27-Dec-2015 6:52 pm


    অনেক সময় অনেক লিখা শেয়ার করি বা লাইক দেই লিখকের এটিচিউড, এপ্রোচ, পার্সপেকটিভ বা স্পিরিটকে হাই লাইট করতে

    লিখার সকল বিষয়বস্তুর সাথে আমি একমত না হলেও।

    27-Dec-2015 6:52 pm

    27-Dec-2015 8:46 pm


    সুরা বাকারার প্রতি পৃষ্ঠায় যে বিষয় সমুহ কভার করা হয়েছে:

    পৃষ্ঠা -> বিষয়
    ১। মুমিন কে
    ২। মুনাফিক কে
    ৩। কাফির কে?
    ৪। আদম আ:
    ৫। ইহুদিদের ওয়াদা
    ৬। ইহুদিদের বাছুর পুজা ও তৌবা
    ৭। ইহুদিদের খাবার নিয়ে অসন্তুস্টি
    ৮। ইহুদিদের গরু জবাই নিয়ে প্রশ্ন
    ৯। ইহুদিদের অন্তর যে পাথরের মত
    ১০। ইহুদিদের উপর আল্লাহর যে নির্দেশ
    ১১। ইহুদিরা যে প্রতিশ্রুতি ভেঙ্গেছে
    ১২। পরবর্তি নবীদের প্রতি ইহুদিদের অবিশ্বাস
    ১৩। ইহুদিরা মৃত্যুকে ভয় করে, জিব্রিল আ: কে শত্রু জানে
    ১৪। হারুত মারুত ফিরিস্তা
    ১৫। মুসলিমরা যেন ইহুদিদের মত না করে
    ১৬। খৃস্টানদের আল্লাহর পুত্রের দাবি
    ১৭। ইব্রাহীম আ: ও মক্কা তৈরি
    ১৮। ইব্রাহীম আ: এর বংশধরদের প্রতিশ্রুতি
    ১৯। ইব্রাহীম আ: এর ধর্মের উপর থাকার হুকুম
    ২০। খৃষ্টানরা মুসলিমদের উপর কোনো কারনে খুশি হবে না

      Comments:
    • ৩০ লক্ষ একটা ধর্ম। তাই প্রমান লাগে না। এতে অবিশ্বাস করলে ঐ ধর্ম মতে কাফের। এতে প্রশ্ন তুললেও ধর্মের সত্যতা নিয়ে প্রশ্ন তুলার মত অপরাধ।

      তাই যার ধর্ম তার কাছে। Let them be. আমার ধর্ম ইসলাম।

    • এইডারে ড্রাইভিং সিটে কবে বসাবা?

    27-Dec-2015 8:46 pm

    28-Dec-2015 10:40 am


    (collected)
    এগুলো না করলে কি আল্লাহ অখুশী হবেন??
    ==================
    আমি বার বার ভাবি কারো সমালোচনা করবো না।
    নিজের মধ্যেই তো হাজারো দোষ ।
    তবে এগুলো কি সমালোচনা নাকি আত্বজিজ্ঞাসা বা, স্বীয় দ্বীনি চেতানার বৈপরিত্ব দেখে অবাক হওয়া !!!
    আমার সত্যিই জানা নেই।।
    ●●●আমার খুব প্রিয় এক বুযুর্গ, যিনি আমাকে আদর করে তার তৃতীয় পুত্র বলতেন, লালখান বাজারের মুফতী ইজহার দাঃ বাঃ,
    খুব অবাক হলাম ওনাকে গ্রেফতারের সময় "ভি" সাইন দেখাচ্ছেন দেখে ।।
    আমি জায়েজ না জায়েজের ফতোয়ায় তো যাবো না,
    তবে ইসলামের চাহিদা বা সৌন্দর্যের সাথে বেমানান লাগলো ।
    আর মনে হলো যেনো হুযুর নিজের অবচেতন মনেই সাকা চৌধুরীর ভঙ্গি অনুকরন করছেন।
    ●●●অবাক হয়ে দেখলাম,
    জমিয়তের নির্বাচিত নেতাদের পুষ্পমাল্য গলায় আবারো "ভি" সাইন।
    আমি সৈয়দ মবনুর মতো পচাঁ ভাষা ব্যবহারকে ঘৃণা করি।
    তাই বলে এই মালা সংস্কৃতির পক্ষে ভাবার কোন কার ন নাই।
    কেনো হযরত?? জিতে গেছেন??
    কার চোখে??
    আল্লাহর কাছে??
    মনে রাইখেন, "_____ওয়ালা কিয় ইয়াংজুর ইলা ক্বুলুবুকুম ওয়া আ'মালাকুম।"
    হ্যাঁ। এটাই আল্লাহর নজরের বিষয়।।
    ওহে সম্মানিত আলেম সমাজ,
    পরীক্ষা ও ফলাফলের পার্থক্য কি আপনারাও বুঝেন না??
    এই নির্বাচিত হওয়া তো পরীক্ষা।
    পাশ ফেলের ফলাফল হাশরে মিলবে।
    ইহুদী খ্রীষ্টানরা যেই পদ ও পদবী লাভকে সফলতা ভেবে উদযাপন করে, আপনারাও কি মনের অজান্তে তাদের প্রভাবে প্রভাবান্বিত হয়ে তাদের মতো এই গুলোকে সফলতা ভাবছেন??
    অথচঃ আপনারাই তো কওমের রাহবার। আমাদের উদজাপনের ভঙ্গিই হবে আলাদা।
    ভেজা চোখে নিজের অযোগ্যতা আর জিম্মাদারির গুরুত্ব বয়ান করে সবাই মিলে অশ্রু বিষর্জন দেওয়ার ভঙ্গি কি এতোটাই খারাপ??
    কতো অমুসলিমের দিলেও হয়তো ইসলামের বীজ বুনে দিতো সে অশ্রু।
    ●●●যাক গতকাল দেখলাম,
    মাদ্রাসার ছাত্রদের গায়ে জাতীয় পতাকা।
    কেনো এটা?? কেনো দিতে হবে??
    আলেম সমাজ কি বুঝে না, জাতীয়তাবাদের বিষ যে ইসলামের শিক্ষার সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক।
    এই কচি বাচ্চাগুলো আমানত ।
    ওদের কচি মনে জাতীয়তাবাদের বিষ ঢুকানোর জন্য আমরা আপনাদের কওমী মাদ্রাসাতে দেই নাই।
    বরং ঐ বিষ থেকে বাচাঁতেই স্কুল মুখী করিনি তাদের ।
    কি ঢং শুরু করলেন এসব।
    কাদের অনুসরনে??
    এতো জাতীয়তাবোধ থাকলে ফরিদ মাসুদ সাহেবের মতো আপনারাও মাদ্রাসায় জাতীয় সংগীত চালু করেন।
    ●●●আরো দেখলাম চরমোনাইয়ের বর্নাঢ্য র্যালী ও বর্ণাঢ্য শোভাযাত্রা ।
    আশ্চর্য লাগে জুব্বা গায়েও শোভা যাত্রা করতে হয়??
    "শোভা যাত্রা" শব্দটার অর্থ বোঝেন??
    সব কিছুর একটা রুচি বোধ থাকে,
    জুব্বা পাগড়ী মাথায় সানগ্লাস চোখে বাশি বাজিয়ে হোন্ডার শো-ডাওন, আওয়ামী ক্যাডারদের মানায় ।
    আপনাদের সাথে মানায় না।
    কাকে শো করলেন এগুলো???
    আল্লাহ কে??
    আল্লাহ খুশী হইছে তো ???
    আল্লাহ খুশী হলে আমরাও খুশী।।
    =========================
    দেশের বিজয় দিবস পালন করা মুসলমানদের কোন পর্যায়ের আমাল??
    ফরজ, সুন্নত, নফল??
    নাকি মুস্তাহাব??
    ওওও আচ্ছা জায়েজ আছে ।
    মনে করে দেখুন তো, মুসলমানদের ইতিহাসের বিজয় দিবস কেমন ছিলো??
    বিজয়ী বেশে মক্কায় প্রবেশের সময় রসুল সঃ উটের পীঠে মাথাকে এতো নিচু করে দিচ্ছিলেন যে, কোন বর্ননায় আসছে কালো পাগড়ী যেনো উটের পীঠের সাথেই লেগে যাচ্ছিলো ।
    কি বলছিলেন মুখে??
    "লা- ইলাহা ইল্লাল্লাহ, ওয়া নাসারা আব'দা_______"
    আল্লাহ তার গোলাম কে সাহায্য করেছেন। তাঁর কৃত ওয়াদা পূরণ করেছেন।
    আর আল্লাহ তায়ালা বিজয়ীদের করনীয় বুঝাইলেন,
    "ইজা যা আনাস রুল্লাহি ওয়াল ফাতহ্,
    ওয়ার আই তান্নাসা ইয়াদ খুলু না ফী দ্বীনিল্লাহী আফওয়াজা,
    ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াসতাগফির,
    ইন্নাহু কানা তাওয়াবা।"
    অর্থাৎ শুরুতে মনে করালেন,
    আল্লাহর সাহায্যেই এই বিজয় লাভ, আর শেষে বললেন,
    তোমরা মহান আল্লাহর পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করো।
    এস্তেগফারকারী হও ।
    আমি তাওবা কবুল করনেওয়ালা।
    তো রাসূল সঃ বা, পরবর্তীতে কোন সাহাবী কি বছরান্তে বিজয় দিবস পালন করেছিলেন নাকি কখনো,?
    তো আমরা কিসের চেতনায় এমন হঠাৎ জাগ্রত হলাম??
    ●●দ্বীন হুযুগে চলার নাম নয় বরং বিচক্ষণতার সাথে সচেতনভাবে আল্লাহর সন্তুষ্টি তালাশে লিপ্ত হবার নাম।
    ●●আরো গভীরভাবে চিন্তা করলে বুঝবেন সীমানা নির্ধারন করে জাতীয়তার তথা দেশ দেশ বানানোর খেলা উম্মতকে টুকরা টুকরা করার ষড়যন্ত্র।
    ●●তাবলীগের ভাই আব্দুল ওয়াহাব দাঃবাঃ সব সময় একটা কথা বলেন, আমাদের পরিচয়, বাঙ্গালী, ইন্ডিয়ান, পাকিস্তানী, আফ্রিকান নয় বরং আমরা মুসলমান, পুরা উম্মতের ।
    আমরা তো "উখরিজাত লিন নাস।"
    ●●●পরিশেষে, মুসলমান যে যুগেই তার স্বীয় পরিচয় ভুলে গিয়ে অন্যের রুপধারনের চেষ্টা করছে।
    অর্থাৎ, সিবগতাল্লাহ্ বা আল্লাহর রঙ্গে রঙ্গীন হওয়াকে লজ্জার কারন ভেবে তথাকথিতো সমাজপতিদের রঙ্গে ঢঙ্গে সেজেছে।
    অপমান অপদস্তি লান্চনা আর আসমানী, জমিনী বালা মুসীবত সেই সাথে, শত্রুর মাইর তাদের সঙ্গী হইছে।
    ●●হুযুগে না চলে দ্বীনের ব্যপারে সচেতনতা অবলম্বনের আহবান রইলো প্রতিটি ইসলামী দলের প্রতি।
    ●●আল্লাহ আমার অযোগ্যতা জনীত ভুল কে মাফ করেন।
    (আমীন।)

    28-Dec-2015 10:40 am

    28-Dec-2015 11:38 am


    "Generated is never a one-to-one match, nor can it be.
    At scale with enough projects, it is exceedingly difficult to back-port features & improvements from one application to the rest, since the common code is not abstracted into an independently updatable dependency."

    https://medium.com/@ericclemmons/javascript-fatigue-48d4011b6fc4#.v3g1j4d99

    28-Dec-2015 11:38 am

    28-Dec-2015 2:20 pm


    ৯০ এ শোনা ঘটনা:

    ১৯৯০ এর দিকে যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম তখন তবলিগের বড় ভাইরা যখন বিকালে মসজিদের বারান্দায় গোল হয়ে বসতো, আমিও তাদের সাথে বসতাম।

    তখনো আমি তবলিগে সময় লাগাইনি বা এ সম্পর্কে ভালো কিছু জানতাম না। তবে আমরা আখিরুজ্জামানে বসবাস করছি এই বিশ্বাসটা আমার ছিলো অন্য কিছু কারনে।

    এই সময়ে একদিন এক ভাই বললো দিল্লির কোনো এক মুরিব্বির কথা। ঐ মুরুব্বি স্বপ্নে দেখেছেন রাসুলুল্লাহ ﷺ বলছেন মাহদির আসার সময় হয়ে গিয়েছে। উনি জিজ্ঞাসা করলেন আমি কি উনার সাথে থাকবো? রাসুলুল্লাহ ﷺ উনাকে জবাব দিয়েছিলেন, না তুমি থাকবে না। ওমর পালনপুরি সাহেব? উনিও থাকবেন না। এরকম নিজামুদ্দিনের আরো কয়েকজন মুরুব্বির কথা বললো কেউ থাকবে না।

    তাহলে কে থাকবে? উনি ﷺ জবাব দিলেন পাকিস্তানের আব্দুল ওহাব ভাই আর আহমদ লাট সাহবে এই দুজন থাকবেন।

    আমার যতটুকু মনে পড়ে।

    ইন্টারেস্টংলি ঐ মুরুব্বি যাদের কথা জিজ্ঞাসা করেছিলেন, তারা সবাই ইতিমধ্যে মারা গিয়েছেন। কিন্তু ঐ সময়কার মুরুব্বিদের মাঝ থেকে এই দুজনকে আল্লাহ তায়ালা এখনো বাচিয়ে রেখেছেন।

    দেখি এর পর কি হয়।

    মাহদি আসার আগে এদের দুজনের একজনও যদি মারা যান তবে আমি ধরে নিবো আমার শুনতে ভুল ছিলো, বা ঠিক মত মনে রাখতে পারি নি।

    28-Dec-2015 2:20 pm

    28-Dec-2015 2:43 pm


    Discussion: দ্বীনদার মেয়ের বাবারা কেন বিয়ের সময় দুনিয়াদার পাত্র খুজেন?

    ১ নং ভাইয়ের কথা _____
    আফসোস লাগে, যে তাবলীগওয়ালারা সারাদিন 'দুনিয়া থেকে না হওয়ার' বয়ান করেন মেয়ের বিয়ের সময় তারাও খোঁজেন চাকরি আর ডিগ্রী!
    শুধু দ্বীনদারীতে সন্তুষ্ট থাকেন কতজন?
    আমরা ঐ দ্বীনদার ছেলে চাই একই সাথে যার দুনিয়াও আছে নচেৎ দ্বীন বাহুল্য বিষয়!
    সকল মেয়ের বাবাদের জন্য এক মিনিট নীরবতা !!

    ২ নং ভাইয়ের কথা _____

    গল্পের মত বলছি।

    ছেলেটাকে দেখলে মনে হয় দ্বিনদার। কিন্তু তার চাকরি বাকরি নেই। এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিলো এক ধনী পরিবার। শুধু ছেলের দ্বিনদারী দেখে।

    বিযের পর ছেলে বৌয়ের খরচ চালাতে পারে না। বাজার করার টাকা নেই। আল্লাহ তায়ালার উপর তাওয়াক্কুলও করতে পারে না, কারন ছেলের অন্তরে আসলে দুনিয়াদারীর প্রতি আকর্ষন লুকিয়ে আছে।

    সে এর পর তার বৌকে পাঠায় বাপের বাড়ি, "টাকা নিয়ে আস, আমাদের সংসার চলছে না।"
    বা "এটা লাগবে তোমার বাপকে কিনে দিতে বল, তারা তো অনেক বড়লোক।"
    বা "এত টাকা দিয়ে তারা কি করবে? আমাদের কিছু দিতে বলো"
    বা "তোমার বাপকে বল এর চাকরির ব্যবস্থা করে দিতে"
    বা "তোমার সম্পত্তির হিসাব নিয়ে আসো, মরলে তো তুমিও পাবে"

    শেষে মেয়ের বাপ বুঝলো: ছেলে দ্বিনদ্বার হলেও ছেলের অন্তরে দুনিয়াদারী প্রথম থেকেই লুকিয়ে ছিলো। এজন্যই ছেলে নিজে গরিব হলেও গরিব ঘরের কোনো মেয়েকে বিয়ে করে নি। দ্বিনদ্বারির দোহাই দিয়ে ছেলে বড়লোকের মেয়েকে বিয়ে করেছে।

    এর পর বাপ তার দ্বিতীয় মেয়েকে বিয়ে দিলো দুনিয়াদার দেখে। দ্বিতীয় ছেলের অন্তরে যদিও দুনিয়াদ্বারি আছে, কিন্তু এই ছেলে, মেয়ের বাপকে দুনিয়ার জন্য বিরক্ত করে না। কারন তার দুনিয়া সে নিজেই কামাই করে নিতে পারে।

    Just একটা গল্প।

    ৩ নং ভাইয়ের কথা _______

    আজব বিষয়ে তর্ক হচ্ছে। চাকুরীর অনাগ্রহতা দ্বীনদারীর মাপকাঠি হতেই পারে না। বরং অধিকাংশ ক্ষেত্রে তা সওয়ালের কারন হয়।

    এছাড়া আমাদের মেয়েদের তরবিয়্যতও এতো উত্তম হয় না যে স্বামীর সাথে বৈরাগ্য আর উপবাসের সাথী হবে। আর ছেলের মুজাহাদা তার নিজের উপর কিন্তু তার স্ত্রীর উপর মুজাহাদা চাপানো মুর্খতা । বরং খানদানের মর্যাদা অনুযায়ী খরপোষ প্রদান শরীয়তের দাবী।

    আর যেই ছেলে আল্লাহর জন্য দুনিয়াত্যাগী হয় তার ধনী বাবার মেয়ের দিকে কেনো নজর যাবে? আর কেনোই বা সমালোচনা হবে। সে তো কোন এতীম মিসকীন দিনমুজুরের একবেলা খেয়ে অভ্যস্ত পয়সার অভাবে বিয়ে আটকে থাকা দ্বীনদার মেয়েকে চাইলেই পারে বিয়ে করতে। তবে দ্বীনদারীর সাথে মোলায়েম চামড়ার সাদা রং চাহিদা থাকে কেনো?

    আসলে নিজের চিন্তাগুলোকে উল্টে দিলে কারোরই ভালো লাগে না।

    __________________________
    Conclusion: "যেই ছেলে আল্লাহর জন্য দুনিয়াত্যাগী হয় তার ধনী বাবার মেয়ের দিকে কেনো নজর যাবে?"

      Comments:
    • :-P

    28-Dec-2015 2:43 pm

    28-Dec-2015 4:28 pm


    নফিসা কবির (বড়দি) পরিষদের দাবিদাওয়াগুলো বলতেই বঙ্গবন্ধু বলে উঠলেন --- অনেকে ত দালালী করে মরেছে।

    সঙ্গে সঙ্গে বড়দি একটু উত্তেজিত হয়ে বলল --- আপনি ত কাউকেই হারাননি, আমাদের দুঃখটা আপনাকে বুঝাতে পারবো না।

    -- Quote from "মুক্তিযুদ্ধের আগে ও পরে", পান্না কায়সার।

      Comments:
    • ঐ সোর্স থেকে আর বেশি কিছু জানা যাবে না। আমার মনে কথাগুলো গেথে আছে একারনে যে আমি বিষয়গুলোকে অন্য দৃস্টতে দেখতাম। ২৫ বছর ধরে বহন করে আছি।

      তবে বর্ননা যেহেতু এই দেশ পর্যন্ত পৌছেছে, তাই হিন্দুস্তানের পুরানো দায়ীদের কেউ কেউ শুনেছে অবশ্যই। তাদের কারো বর্ননায় যদি জানা যায় তবে হলো।

      ঐ সময়ে আহমেদ লাট সাহেব কিন্তু বড় কোনো মুরুবব্বি ছিলেন না। তারা পরও উনার নাম আসাটা অন্যদের কাছে কিছু ব্যতিক্রম লেগেছিলো। এখন পরিস্থিতি ভিন্ন।

    28-Dec-2015 4:28 pm

    28-Dec-2015 6:42 pm


    সুফিয়ান থাওরি রাহিমাহুল্লাহ বলেন, অন্তর কঠোর হয়ে যাবার দশটা কারন

    ১। কেউ নিজের জন্য দোয়া করে কিন্তু তার বাপ-মা আর মুমিন-মুসলিমদের জন্য করে না।
    ২। কেউ কোরআন শিখেছে কিন্তু প্রতিদিন সেটা থেকে ১০০ আয়াত পড়ে না।
    ৩। কেউ মসজিদে প্রবেশ করেছে এবং বাহিরও হয়ে গিয়েছে, কিন্তু তাতে ২ রাকাত নামাজ পড়ে নি।
    ৪। কেউ কবরস্থানের পাশ দিয়ে গেলো, কিন্তু কবরবাসীদের সালাম দিলো না বা দোয়াও করলো না।
    ৫। কেউ জুম্মার দিন কোনো শহরে ঢুকলো আর বেরিয়ে গেলো, কিন্তু জুম্মা পড়লো না। [টিকা: আগেকার দিনে শুধু মাত্র শহরে জুম্মা হতো]
    ৬। কেউ তার নিজের মহল্লায় আসলো এবং সে নিজে আলেম, কিন্তু তার ইলম থেকে সে কাউকে কিছু শিখালো না।
    ৭। কেউ সংগি নিয়ে কোনো বন্ধুর সাথে দেখা করলো কিন্তু প্রত্যেকে প্রত্যেকের সংগির নাম জিজ্ঞাসা করলো না।
    ৮। কেউ দাওয়াত দিলো এবং সে কবুল করলো, কিন্তু দাওয়াতে গেলো না।
    ৯। কোনো যুবক যৌবন অতিক্রম করলো, কিন্তু ইলম আর আদব [ভদ্রতা] শিখলো না।
    ১০। কারো পেট ভরা এবং তার সাথে দেখা করতে কোনো ক্ষুধার্ত লোক আসলো, অথচ সে তাকে কোনো খাবার দিলো না।

    (আরবী শেখার প্রেকটিস হিসাবে এটা আনুবাদ করা)

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • BNP র নেতারা সাধারনতঃ ভুল বলেন না। এজন্যই BNP সাপোর্ট করি। যারা আওয়ামিলিগ করে তারা হলো ভারতের দালাল। কইয়া দিলাম। :-P
    • না ভাই, আমার বেকগ্রাউন্ড মাদ্রাসা না। শিখতে হলে সময় দিতে হবে। যত ঘন্টা সময় দেবেন তত শিখতে পারবেন।

      আর এটার আরবী অনেক সহজ ছিলো তাই পেরেছি। একটু কঠিন হলে আর পারি না। তাই খুব ভালো এখনো শিখা হয় নি।

      জাজাকাল্লাহ।

    28-Dec-2015 6:42 pm

    28-Dec-2015 8:49 pm


    উমার (রাঃ) বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি:

    তোমরা আমার প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করো না, যেমন ‘ঈসা মারইয়াম (আঃ) সম্পর্কে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছিল। আমি তাঁর বান্দা, তাই তোমরা বলবে, আল্লাহর বান্দা ও তাঁর রাসূল।

    বুখারি-২৪৬২
    http://sunnah.com/bukhari/60/115

      Comments:
    • বাংলাদেশে মুসলিমদের বৃহত্তম দল, তার পরেও।
    • নামটা জাতীয়তাবাদী হলেও এর কাম কতটুকু "আসাবিয়াহর" সাথে মেলে সেটা বিবেচ্য।
    • "সক্রিয় নিষ্ক্রিয় মুসলিম দুই দলে সমান সংখ্যক" <-- উহু। বাংলাদেশে ১৮% হিন্দু-বুদ্ধুর সবাই আওয়ামি সাপোর্টার। এক্সেপশন ১% ও না।

      সে হিসাবে দেশের জনসংখ্যার ৪০%-৪০% বিএনপি আর আওয়ামি ধরলে BNP তে মুসলিমদের সংখ্যা আওয়ামিলিগের ডাবল। কারন আওয়ামিলিগের অর্ধেকই হিন্দু/বুদ্ধু।

      এর পরে যে নাস্তিক-কমুনিস্ট আর মাজারী-মাইজভান্ডারি সবাই আওয়ামিলিগ সাপোর্টার, সেটা এখনো এই হিসাবে আনি নি। আনলে আওয়ামিলিগের ১০ জনে ৩ জন মুসলিম খুজে পাওয়া দুস্কর হবে। বিএনপির ১০ জনে ৯.৫ জনই মুসলিম।

      কোন দল মুসলিমদের দল এখন বুঝে নিন 8-) 8-)

    • হুম। অপেক্ষা করে দেখা যাক। তাদের শেডিউল দেখে মনে হচ্ছিলো এই ফেব্রুয়ারি মাঝে বড় কিছু করবে। এটা যদি না হয় তবে ধরে নেবো তারা gone কেস।

      তবে গাজীপুরেরটা সন্দেহজনক। জেলের দুই জন ক্রসফায়ারে মারা গিয়েছে? আমি ট্রেস হারিয়ে ফেলছি কোনটা বিশ্বাস করবো।

    • ১৮% এর পরিসংখ্যান নিয়ে আমি একটা স্টেটাস দিব, ইনশাল্লাহ। তবে গ্লোবাল শেয়ার দিলে আমি ঝামেলায় পড়বো কিনা সেটা বের করতে পারছি না বলে এখনো লিখছি না।

    28-Dec-2015 8:49 pm

    28-Dec-2015 10:32 pm


    দেশে হিন্দু/বুদ্ধুর পার্সেন্ট:

    এ ব্যপারে পপুলার মত হলো দেশে ৮% অমুসলিম।

    ভোটার রেজিস্ট্রেশনের সময় "ধর্ম" একটা ফিল্ড আছে। ডাটাটা কালেক্ট করা হয় কিন্তু কার্ডে লিখা হয় না। কিন্তু ফিল্ডে যেহেতু আছে তাই ডাটাবেসে এন্ট্রি করা হয় এবং সেভ হয়ে থাকে।

    ২০০৮ এ এই ডাটাবেসে যখন আমি কাজ করছিলাম তখন একটা সার্চ দিলাম, দেখিতো বাংলাদেশে হিন্দু/বুদ্ধুদের সংখ্যা কত? ধারনা করেছিলাম ৮% এর কম হবে।

    ২ মিনিট লাগলো কোয়ারিটা ডাটাবেসে চলতে। রেজাল্ট আসলো। হিন্দু ১৫%, বুদ্ধ/খৃস্টান মিলে অমুসলিম ১৮%।

    বিশ্বাস করতে পারলাম না। আরো দুই বার চালালাম। একই রেজাল্ট।

      Comments:
    • হুম। আল্লাহ তায়ালা কিছু ঘটাতে চাইলে যখন ঘটাতে চাইবেন তখনই ঘটাবেন।

      Lets watch.

    28-Dec-2015 10:32 pm

    28-Dec-2015 11:36 pm


    আন্দোলনে আমি আর বিশ্বাস করি না।
    নির্বাচন, রাজনীতি নিয়েও আমার কোনো উৎসাহ নেই।
    গণতন্ত্র, রাজতন্ত্র কোনোটার পক্ষেও না বিপক্ষেও না।

    কোন দলের উপর এখন বিশ্বাস নেই।
    কোনো নেতার উপর আস্থা নেই।

    তার পরও শেয়ার করলাম।
    সুন্দর লিখা বলে।

    ____মোল্লারা সব জাগো___

    জুব্বা খুলে নাওরে তুলে বারুদ মাখা পাঞ্জাবী,
    শক্ত করে পাগড়ী বাধো থাকনা পড়ে গোলটুপী।

    পান চিবানোর স্বভাব ছেড়ে হাড্ডি চিবাও দুশমনের,
    ঝড়-তুফানে পড়বে মারা মৌলভী সব খোশমনের।

    সুরমা দেবার কী প্রয়োজন! থাকনা দু'চোখ রক্তে লাল!
    ক্ষিপ্ত বাঘের দৃষ্টি দেখে দৌড়ে পালাক ভেড়ার পাল।

    উপচে পড়া দাড়ির ফাকে গোফটা না হয় থাক ফুলে,
    ঝাকড়া চুলের বাবরী দেখে সিংহ পালাক জঙ্গঁলে।

    রুমাল দিয়ে কান ঢেকে আর ক’দিন রবে শান্তিতে,
    বিশ্বটা যে যাচ্ছে ডুবে গোমরাহী আর ভ্রান্তিতে।

    গামছা ফেলে রুমাল ফেলে হাত রাখ ভাই বন্দুকে,
    মারের ভয়ে মরার আগেই মরতে হবে কোন দুঃখে?

    ডাক দিয়ে যাই মৌলভীদের ঘুম ভাংগানোর গাইরে গান,
    সব গোড়ামী ছাড়তে হবে থাকতে হবে মুক্ত প্রাণ।

    ঘরকুনোদের ঠাই হবে না ময়দানে বা রাজপথে,
    আজ থেকে তাই জাগতে হবে সবাই মিলে একসাথে।

    বাঁচার মত বাঁচতে হলে ঝান্ডা উড়াও বিপ্লবের,
    বিশ্বজুড়ে নতুন করে মৌলভীরাই জাগবে ফের।

    এই শহীদ-গাজীর বাংলা ছেড়ে নাস্তিকেরা সব ভাগো,
    দিন বদলের ডাক এসেছে মোল্লারা আজ সব জাগো

    - মুহিব খাঁন।

    28-Dec-2015 11:36 pm

    29-Dec-2015 5:07 am


    It's rare now a days, that I read something new in a news article about ISIS that I already don't know of.

    But here is an article with two new information:

    1. ISIS fears Israel the most. And doesn't fear US or UK ground troops any bit.

    2. They are ready to leave the Jews and Christians after accepting Zijya tax from them. But the fate of Shia Muslims is death. They are willing to kill as much Shia as needed. 150 million or 500 million, it's only a technical problem.

    http://www.theblaze.com/stories/2015/12/28/reporter-who-spent-10-days-with-islamic-state-fighters-says-theres-only-one-country-the-jihadist-group-fears/

    29-Dec-2015 5:07 am

    29-Dec-2015 5:18 am


    যে কারনে কোনো ইসলামী দলই বড় কোনো দল নয়। বড় হওয়া সম্ভব নয়। এবং সব সময়ই এগুলো ছোট ছোট দল হিসাবে থাকবে।
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    29-Dec-2015 5:18 am

    29-Dec-2015 10:20 pm


    Apple 6 being shipped.
    This post had an attachment, which is now missing
      Comments:
    • "যদিও কথাটা তারা...ধর্ম স্রষ্টা বিরোধিতা তাদের ইমান।" <-- বোঝা যাচ্ছে ব্যপারটা কমপ্লিকেটেড। তাই "স্পস্ট কুফরি" হচ্ছে না কিন্তু। কযেকটা জিনিষের ইন্টার ডিপেন্ডেন্সি দিয়ে কুফরি প্রমান করতে হচ্ছে।

      হাদিসে "স্পস্ট" কুফরির কথা আছে। এক্সাক্ট টার্মটা আমাকে দেখতে হবে।

    • "তারা নামাজ পড়ে না, এবং নামাজ না পড়লে কাফির" এই রকম এক সেন্টেন্সে জিনিষটা বলা যাচ্ছে না। তাদের কিছু কথা, কিছু কাজ আর কিছু বিশ্বাস মিলিয়ে ধারনা করতে হচ্ছে "তাহলে নিশ্চই কাফির"।

      এরকম।

    • "খলিফার হয়ে যুদ্ধে" আর "খলিফার বিরুদ্ধে যুদ্ধ" -- এর দুটোতে শর্তের পার্থক্য আছে। প্রথমটার ক্ষেত্রে ব্যপক স্বাধিনতা দেয়া আছে। দ্বিতীয়টার ক্ষেত্রে ব্যপক রকম নিষেধাজ্ঞা আছে।

      রিদ্দা ছিলো খলিফার হয়ে যুদ্ধ।

    • অতি শিগ্রই এই সব এলাকায় এমন সরকার ক্ষমতায় আসছে যার কুফরি সম্পর্কে কারো সন্দেহ থাকবে না। aka সুফিয়ানি। আর সুফিয়ানী বেনামাজী হবে। হাদিসে আছে। কপালে নামাজের দাগ থাকবে এমন কথা আমি এখনো পাই নি। আরো খুজে দেখতে হবে।

      সময় আসুক যখন বরফের উপর হামাগুড়ি দিয়ে কালো পতাকার সাথে যোগ দিতে হবে। তখন এই সরকারগুলোর একটাও থাকবে না। সৌদিতেও না। me thinks.

    • তাদের কর্ম আবৈধ এবং তাদের শাস্তি আল্লাহ তায়ালা তাদের দেবেন।

      কিন্তু আসল প্রশ্ন হলো কখন প্রজারা রাজাদের অবৈধ কাজের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে? সেটা। এব্যপারে বেশ রেস্ট্রিকশন আছে।

    29-Dec-2015 10:20 pm

    30-Dec-2015 5:24 am


    ইন্টেলিজেন্স? নাকি যাস্ট "হইতেও পারে" থেকে বলছে?

    http://www.usatoday.com/story/news/world/2015/12/29/us-embassy-dhaka-bangladesh-new-years-eve-attacks/78015728/

    30-Dec-2015 5:24 am

    30-Dec-2015 7:55 am


    প্রশ্নহীন আনুগত্য:

    আমি আলেম না। তাই যে লোক আলেম, আর যে জানে, তার কথার উপর আমি কথা বলতে পারি না। তার ভুল ধরার অধিকার আমার নেই। কারন যে কোনো সময় সে বলতে পারে "আপনি কিছু জানেন না", "অল্প বিদ্যা ভয়ংকরী", "দেশের সবাই যেন ডাক্তার আর মুফতি" এসব কথা।

    তাহলে কি আমি তার প্রশ্নহীন আনুগত্য করবো? যেমন সাহাবা কিরামগন রাসুলুল্লাহ ﷺ কে করতেন?

    উত্তর হলো: আলেমদের কথায় পার্থক্য আছে। এবং সব আলেমের বিপরতিমুখি বিষয়গুলোতে এক সাথে সবার অনুসরন সম্ভব না। তাই প্রশ্নহীন আনুগত্য শুধু আমি নিজ ঘড়ানার আলেমদেরকে করবো। অন্য ঘড়ানার না।

    আমি যদি হানাফি-দেওবন্দি মতধারায় বিশ্বাসী হয়ে থাকি তবে শুধু মাত্র হানাফি-দেওবন্দি আলেমের প্রশ্নহীন অনুগত্য করবো।

    দিনের শেষে, একজন শিয়া আলেমও কোরআন হাদিস থেকে প্রমান না দিয়ে কথা বলেন না।

    30-Dec-2015 7:55 am

    30-Dec-2015 8:05 am


    Sarcasm:

    "আইসিস হলো ইসলাইলের তৈরি। তারা মুসলিমদের সাথে যুদ্ধ করলেও ইসলারইলের বিরুদ্ধে কখনো যুদ্ধ করে না।"

    "আর আইসিস হলো ইন্ডিয়ার তৈরি। তারা মসজিদে মসজিদে বোমা হামলা করলেও মন্দিরে কখনো হামলা করে না।"

    কনফিউশনে পড়ে গেলাম। প্রমান গুলো সলিড মনে হচ্ছে। :-P

    /End sarcasm.

    30-Dec-2015 8:05 am

    30-Dec-2015 10:36 am


    Saudi Arabia in 2015: in billions usd.

    Deficit: $100
    Revenue: $160
    Defence spending: $60 [mostly for war in Yemen]
    Foreign reserve: $600

    30-Dec-2015 10:36 am

    30-Dec-2015 12:27 pm


    রাসুলুল্লাহ ﷺ বলেছেন

    যে ব্যক্তি, কোনো দিন ১০০ বার পড়বে

    "লা ইলাহা ইল্লাল্লাহু
    ওয়াহ দাহু লা শারিকালাহু
    লাহুল মুলক
    ওয়া লাহুল হামদ
    ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।"

    তাকে

  • ১০ জন কৃতদাস মুক্ত করার সোয়াব দেয়া হবে
  • ১০০ টা সোয়াব লিখা দেয়া হবে
  • ১০০ টা গুনাহ মুছে ফেলা হবে
  • ঐ দিন তাকে শয়তান থেকে নিরাপদ রাখা হবে, সেদিন সন্ধে পর্যন্ত।
  • তার থেকে ভালো কাজ ঐ দিন আর কেউ করতে পারবে না, সে ছাড়া যে এর থেকে বেশি বার পড়েছে।

    - বুখারি ও মুসলিম।
    http://sunnah.com/riyadussaliheen/16/3

    30-Dec-2015 12:27 pm

  • 30-Dec-2015 12:35 pm


    ফালতু একটা নির্বাচনের খবরে নিউজ ফিড ভরে গিয়েছে। যেগুলো আমি পড়ি না।

    এর থেকে আম্রিকার নির্বাচনের খবর আমার কাছে আরো বেশি ইন্টারেস্টিং।

    বাই দা ওয়া, ভারতে নির্বাচন কবে?

      Comments:
    • Agree. এ জন্য বলেছি বিতর্কের ক্ষেত্রে যে যার ঘড়ানার আলেমের অনুসরন করবে। যাদেরকে সঠিক বলে সে বিশ্বাস করে। ইসলামের ফান্ডামেন্টাল জিনিসগুলো নিয়ে কোনো তর্ক নেই।
    • সত্য কথা। আল্লাহ তায়ালা যেন আমাদের সিরাতিল মুস্তাকিমের উপর রাখেন।

    30-Dec-2015 12:35 pm

    30-Dec-2015 2:47 pm


    এক হিন্দুর ইসলাম গ্রহনের কাহিনী।

    অসুস্থ ছিলেন। ২০ বছর পুজা করার পরও অসুস্থাতা যায় নি। একজন তাকে এক কপি "মুকসিদুল মুমিনিন" বইটা দেয়। এটার এক পৃস্টায় পড়েন আয়াতুল কুরসি পড়লে এটা ওটা হবে। তাই আরবীর নিচে বাংলায় লিখা আয়াতুল কুরসি উচ্চারন দেখে দেখে পড়েন। এক রাতে সুস্থ হয়ে যান।

    এর পর উনার আরম্ভ হয় মুসলিম হবার কস্ট।

    প্রথম ১৫ মিনিটে শুনলে হবে।

    https://www.youtube.com/watch?v=_8cRoUpPzBc

    30-Dec-2015 2:47 pm

    30-Dec-2015 6:25 pm


    রাজাকার ট্যগ থেকে তৌবা করার সুযোগ আছে --- আওয়ামিলীগে যোগদান করতে হবে।
    ___ quote ___
    গত বছর রাজধানীর একটা হোটেলে ব্যবসায়ীদের সম্মানে আয়োজিত আওয়ামীলীগের এক ইফতার পারটিতে শমী কায়সারের সাথে দেখা হয়। তিনি আমাকে চিনতে পারেন নি। চেনার কথাও নয়। আমিতো আর বিখ্যাত কেউ নই। একটু পরে সেখানে বাহাউদ্দিন সাহেব এলেন। আমি রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি কী হয়। বাবার খুনির পুত্রের সাথে দেখা। দল এখন ক্ষমতায়। দু’জনই ক্ষমতাসীন দলের লোক।

    সে আরেক ইতিহাস! দু’জনই হাসিমুখে দুজনকে সম্ভাষন জানালেন! এর পরে এক টেবিলে বসে পিতার হত্যাকারীর পুত্রে সাথে ইফতার করলেন।

    http://www.somewhereinblog.net/blog/flyover/29138771

    30-Dec-2015 6:25 pm

    30-Dec-2015 10:02 pm


    Had some great time with Tanvir Raj Ibn Adam :-)

    May Allah help him in every step of life.

      Comments:
    • আপনার সাথে কাল পরশু দেখা হবে ইনশাল্লাহ। কালকে কি ক্লাস আছে?
    • vim
    • কালকে দুপুরে যদি গুলশান যাই তবে কল দেবো ইনশাল্লাহ।

    30-Dec-2015 10:02 pm

    31-Dec-2015 10:35 am


    মানুষ জুলুমের খবরকে যখন ইনসাফের খবর হিসাবে প্রচার করে খুশি মনে।

    এরকম আরো কিছু জুলুমের খবর, যেগুলো ইনসাফের খবর হিসাবে প্রচার হয়:

    "ভ্যট চালান দিচ্ছিলো না। মেজিস্ট্রেট কে ডাকলাম। এসে ৩০ হাজার টাকা জরিমানা করলো। আমাকেও ৬ হাজার টাকা পুরুস্কার দিলো।"

    উল্লেখ্য: ভ্যট আদায় ইসলামে হারাম, এবং আদায়কারী, সাক্ষি, সহায়তাকারী [আরবীতে মাককাস] সবার উপর আল্লাহ তায়ালা লানত, যে রকম যারা সুদ খায় তাদের উপর লানত।

    "গাড়ি/সিএনজি ডাকলাম বলে যাবে না। ম্যজিস্ট্রেটকে ডেকে আনলে জরিমানা করলো।"

    প্রত্যেকের কোনো কাজ করার বা না করার স্বাধিনতা আছে।

    "দাম বেশি চাচ্ছিলো মেজিস্ট্রেট ডেকে আনলাম... .... " --- যে কোনো দামে মাল বিক্রির অধিকার বিক্রেতার আছে। যার কাছ থেকে কমে পায় তার কাছ থেকে ক্রেতা কিনবে।

    "মেজিস্ট্রেট" <--- বাংলাদেশের জুলুমের হাতিয়ার।

    যে লোকের উপরই দু ব্যক্তির বিচারের ভার দেয়া হয়েছিলো তাকে দুই হাত বেধে পুল সিরাতের উপর তোলা হবে। যদি উভয় পক্ষ বলে সে ইনসাফের সাথে বিচার করেছিলো তবে হাতের বাধন খুলে যাবে সে মুক্তি পাবে। নয়তো সে নিচের আগুনে পড়ে যাবে।

    "মেজিস্ট্রেট" <-- আল্লাহ তায়ালা এই পদ থেকে আমাকে আর আমার বংশধরদের রক্ষা করুন।

    রিজিক কামাইয়ের অনেক উপায় আছে। আমার বংশের কাউকে আল্লাহ তায়ালা যেন "সৎ মেজিস্ট্রেট"ও না করেন।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    31-Dec-2015 10:35 am

    31-Dec-2015 4:00 pm


    ডাইটিং এবং ব্যয়াম ছাড়া কিভাবে ওজন কমানো যায়?

    ম্যজিক ফরমুলা: খাওয়ার আগে দুই গ্লাস পানি খেতে হবে। খাওয়ার আগে কিন্তু, পরে না।

    http://www.independent.co.uk/life-style/health-and-families/health-news/the-way-to-lose-weight-without-dieting-or-exercise-may-simply-be-water-a6790976.html

    31-Dec-2015 4:00 pm

    31-Dec-2015 9:49 pm


    @[804278331:2048:Mohammad Zahidul Alam], এই ভাই ১৬ তে প্লেন করেছিলো। এর এক বছর আগেই এখন এক কন্যার বাপ। আর আপনি ঘুমান।
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    31-Dec-2015 9:49 pm

    31-Dec-2015 11:07 pm


    Celebrating 31st Night and New Year 2016.

    31-Dec-2015 11:07 pm

    31-Dec-2015 11:50 pm