রাসুলুল্লাহ ﷺ একবার মসজিদে একদল লোককে বসে থাকতে দেখে গিয়ে জিজ্ঞাসা করলেন
- তোমরা এখনে বসে আছো কেন?
[বুখারি শরিফের হাদিস]
অন্য বর্ননায় আছে "আমাকে হুকুম দেয়া হয়েছে তোমাদের সাথে বসতে"
_________
ঐ মজমায় সবাই তার অন্তরের কথা বলতো। একজন করে বলতো অন্যরা শুনতো। এটা পরবর্তি যুগেও প্রচলিত ছিলো। এখন বন্ধ হয়ে গিয়েছে।
বৈঠক খানায় যেরকম গল্প করি, সেরকম। বন্ধুদের সাথে যেরকম আলাপ করি, সেরকম। বৈঠক এখনো আছে কিন্তু ওগুলোতে আল্লাহর কথা আলোচনা হয় না। যদি হয় তবে কোন এক ব্যক্তি ডমিনেট করে কোনো দলের শিক্ষার কথা অন্যদের শেখাতে থাকে। ওটা হামদ আর শোকরের মজমা না। সবার কথা শোনার সুযোগ সেখানে নেই।
- Comments:
- OK. Shall be there inshaAllah.
// Lesson learned: ভালো মানুষ খুব কমই বেচে আছে :-D