Post# 1448975483

1-Dec-2015 7:11 pm


লম্বা জীবন কাটিয়ে এসে গত কয়েক সপ্তাহে নতুন যা কিছু জানলাম আর যা মেনে নিলাম:

১। বাংলাদেশে মুনাফেক আছে -- মেনেছি।
২। যারা নিয়মিত নামাজ পড়ে না তারা মুনাফেক -- মেনেছি।

এর পর আমার পরবর্তি কাজ হলো মুনাফেকদের যেন বিশ্বাস না করি আর তাদের যেন ভালো না বাসি। তারা বিশ্বস্ত হলেও না, আত্মিয় হলেও না, দরিদ্র হলেও না, বিপদাপন্ন হলেও না।

আল্লাহ তায়ালা যেন আমাকে এর উপর আমল করার তৌফিক দান করেন এবং আমার আন্তরকে এব্যপারে কঠোর করেন।

মাঝে মাঝে মনে হয় আমি "এক্সট্রিমিস্ট আইডোলজির" দিকে যাচ্ছি কিনা। কিন্তু কোরআন শরিফের কোনো আয়াত আমার কাছ কঠোর ঠেকলেও মাথা নত করে সেটা মেনে নেবো। কারন আমি আল্লাহর গোলাম।

আল্লাহ তায়ালা আমাদের জন্য সহজ করুন, আর আমাদের পথ দেখান।

    Comments:
  • ইন্টারেস্টিংলি যাদেরকে দাওয়াত দেয়া সত্বেও তারা আসে নি, তারাই এখন ফেসবুকে অনশনের আওয়াজ তুলছে।

    নিন্দুকেরা বলে: তারা খেতে পারে নি বলে এখন অনশন, অনশন করছে।

    আমি কিন্তু নিন্দুকদের কথা বিশ্বাস করি না। :-P

    Chowdhury Saima Ferdous, Masud M. Zaman

1-Dec-2015 7:11 pm

Published
1-Dec-2015