আরবীতে হাসান মানে সুন্দর। এহসান মানে সবচেয়ে সুন্দর-পার্ফেক্ট কাজ বা ব্যবহার।
হাদিসে জিব্রীলে সবচেয়ে পার্ফেক্ট কাজ বলা হয়েছে এটা:
জিব্রীল আ: বললেন “আমাকে ইহসান সম্পর্কে বলুন”।
রাসুলুল্লাহ ﷺ জবাব দিলেন "তুমি এমনভাবে আল্লাহর ইবাদাত কর যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর তুমি যদি তাঁকে দেখতে নাও পাও তবে তিনি তোমাকে দেখছেন”।
আল্লাহ তায়ালাকে যেন দেখতে পাচ্ছি এমন ভাবে নামাজ পড়া হচ্ছে, ইহসান। স্মরন রাখতে হবে।
আমরা প্রত্যকেই উনার দিকে ফিরবো।