Post# 1450436863

18-Dec-2015 5:07 pm


একবার একটা প্রেডিকশন করেছিলাম আফগানিস্তানে এর পরের যুদ্ধে হয়তো তালিবানরা থাকবে না। নতুন কেউ আসবে। এটা বলার পর ফেসবুকের একিউ পন্থিরা সবাই আমার উপর ক্ষেপে উঠেছিলো।
তখন কথাটা বলেছিলাম প্রিসিডেন্স দেখে। ইতিহাসে দেখে।
এখন দেখছি ঘটনা, এবং তালিবানরা টিকে থাকতে পারবে, সেটা এখনো মনে হচ্ছে না।

"...defections are daily occurrence, there is no future for Taliban as they will eventually cease to exist"

Trend ফলো করছি। ভবিষ্যতের কথা আমি জানি না। আল্লাহ জানেন।

http://www.bbc.com/news/world-asia-35123748

    Comments:
  • "ব্যটমেন" মানে আমরা যাদের বলি "বয়-বেয়ারা"। ব্যটমেনের হাতে গ্রনেড আসে কিভাবে সেটাও প্রশ্ন।

    সরকার খবরটাকে লো প্রোফাইল রাখতে চাচ্ছে।

  • ধারনা করছি সামনের বছর আরো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, ইনশাল্লাহ। বড় কিছু টার্নিং আসতে পারে।

    সব কিছু উলট পালট হয়ে যাবে সেটা বলছি না। কিন্তু ঘটনা আরো বড় কয়েকটা স্টেপ যাবে।

    হয়তো।

  • এর অর্থ যদি হয় বুবু ১৮ পর্যন্ত থাকবে, তবেও চিন্তের বিষয় :-P বাই দা ওয়ে, ১৮র হিসাবটা কার থেকে এসেছে?
  • এখনো কিছু বুঝা যাচ্ছে না। ঘটনা যে কোনো দিকে যেতে পারে। কিংবা এই দুই দলের বাইরে ৩য় কোনো দল উঠে আসতে পারে, রাতারাতি। আল্লাহ জানেন। Just watch.
  • হা হা, good trick!

18-Dec-2015 5:07 pm

Published
18-Dec-2015