৯০ এ শোনা ঘটনা:
১৯৯০ এর দিকে যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম তখন তবলিগের বড় ভাইরা যখন বিকালে মসজিদের বারান্দায় গোল হয়ে বসতো, আমিও তাদের সাথে বসতাম।
তখনো আমি তবলিগে সময় লাগাইনি বা এ সম্পর্কে ভালো কিছু জানতাম না। তবে আমরা আখিরুজ্জামানে বসবাস করছি এই বিশ্বাসটা আমার ছিলো অন্য কিছু কারনে।
এই সময়ে একদিন এক ভাই বললো দিল্লির কোনো এক মুরিব্বির কথা। ঐ মুরুব্বি স্বপ্নে দেখেছেন রাসুলুল্লাহ ﷺ বলছেন মাহদির আসার সময় হয়ে গিয়েছে। উনি জিজ্ঞাসা করলেন আমি কি উনার সাথে থাকবো? রাসুলুল্লাহ ﷺ উনাকে জবাব দিয়েছিলেন, না তুমি থাকবে না। ওমর পালনপুরি সাহেব? উনিও থাকবেন না। এরকম নিজামুদ্দিনের আরো কয়েকজন মুরুব্বির কথা বললো কেউ থাকবে না।
তাহলে কে থাকবে? উনি ﷺ জবাব দিলেন পাকিস্তানের আব্দুল ওহাব ভাই আর আহমদ লাট সাহবে এই দুজন থাকবেন।
আমার যতটুকু মনে পড়ে।
ইন্টারেস্টংলি ঐ মুরুব্বি যাদের কথা জিজ্ঞাসা করেছিলেন, তারা সবাই ইতিমধ্যে মারা গিয়েছেন। কিন্তু ঐ সময়কার মুরুব্বিদের মাঝ থেকে এই দুজনকে আল্লাহ তায়ালা এখনো বাচিয়ে রেখেছেন।
দেখি এর পর কি হয়।
মাহদি আসার আগে এদের দুজনের একজনও যদি মারা যান তবে আমি ধরে নিবো আমার শুনতে ভুল ছিলো, বা ঠিক মত মনে রাখতে পারি নি।