রাজাকার ট্যগ থেকে তৌবা করার সুযোগ আছে --- আওয়ামিলীগে যোগদান করতে হবে।
___ quote ___
গত বছর রাজধানীর একটা হোটেলে ব্যবসায়ীদের সম্মানে আয়োজিত আওয়ামীলীগের এক ইফতার পারটিতে শমী কায়সারের সাথে দেখা হয়। তিনি আমাকে চিনতে পারেন নি। চেনার কথাও নয়। আমিতো আর বিখ্যাত কেউ নই। একটু পরে সেখানে বাহাউদ্দিন সাহেব এলেন। আমি রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি কী হয়। বাবার খুনির পুত্রের সাথে দেখা। দল এখন ক্ষমতায়। দু’জনই ক্ষমতাসীন দলের লোক।
সে আরেক ইতিহাস! দু’জনই হাসিমুখে দুজনকে সম্ভাষন জানালেন! এর পরে এক টেবিলে বসে পিতার হত্যাকারীর পুত্রে সাথে ইফতার করলেন।
http://www.somewhereinblog.net/blog/flyover/29138771