Post# 1451021066

25-Dec-2015 11:24 am


গত কয়েক বছর ধরে "মেরি খ্রিস্টমাস" মানে "ঈশ্বরের পুত্র জন্মেছে" [নাউজুবিল্লাহ] এরকম একটা ভুল কথা ফেসবুকের ইসলামিস্টদের মাঝে প্রচারিত হচ্ছে।

যদিও শব্দগুলো এই রকম অর্থ আমি ফেসবুকের মুসলিম এক্টিভিস্ট ছাড়া অন্য কারো কাছে পাচ্ছি না।

মনে পড়ে কয়েক বছর আগে কথাটা প্রথম যখন প্রচারিত হচ্ছিলো তখন যারা প্রচার করছিলো তাদের জিজ্ঞাসা করা হয়েছিলো এই অর্থটা মিথ্যা তার পরও প্রচার করছেন কেন?

তখন জবাব দিয়েছিলো "মুসলিমদের বিরত রাখার জন্য এই রকম কড়া কথার দরকার আছে। ভালোর জন্য করছি।"

আল্লাহ তায়ালা আমাদের মিথ্যা থেকে হিফাজত করুন।

মনে পড়ে, প্রথম যুগের খ্রিস্টান পাদ্রিরাও জানতো ঈসা আ: আল্লাহর পুত্র না। তারা মানুষকে খ্রিস্টান ধর্মের দিকে আকৃস্ট করার জন্য এই মিথ্যাটা প্রচার করেছিলো। "মানুষের ভালোর জন্য" দাবি করে।

মিথ্যায় ভালো কিছু নেই। সত্য কথার থেকে যে যতটুকু ভালো গ্রহন করে তাতেই বরকত।

25-Dec-2015 11:24 am

Published
25-Dec-2015