ফেসবুকের ব্যপারে সরকারের নতুন বানী এসেছে, যে সরকার সবার পাসওয়ার্ড জানে, যে কোনো লোকের আইডিতে ঢুকতে পারবে, আইডি ডিসেবেল করে দিলেও এখন সব বের করতে পারবে হাবি জাবি এসব।
এগুলো আমি বিশ্বাস করি না।
সরকার ভয় দেখাচ্ছে।
এটা করা সম্ভব শুধু মাত্র ফেসবুক যদি সরকারকে এডমিন এক্সেস দেয় তবে। এবং ফেসবুক এরকম করবে না কারন তখন তাকে আমেরিকার আইনে ধরা খেতে হবে, বদনাম হবে, অন্য দেশের ব্যবহারকারীরারও আর ফেসবুক ভয়ে ব্যবহার করবে না, বিশ্বাস হারাবে।
সামারি: যদি সরকার করতে পারতো তবে গোপনে গোপনে করতো, কাউকে জানাতো না।
কিন্তু করতে পারে না বলে এখন ভয় দেখাচ্ছে: "দেখি না কি হয়।" হারানোর তো আর কিছু নেই।
- Comments:
- "ভালো ডোমেইন প্রয়োজনে লাগতে পারে", এরকম রেখে লাভ নেই। টাকা নস্ট। দরকারের সময় খুজলে অনেক ফ্রি ভালো ডোমেইন পাবেন।