একটা জিনিস যেটা শিখেছি:
'দাওয়ার' ফজিলত, তবলিগের লোকের কাছ থেকে শিখতে হয় না।
'ইলমের' ফজিলত, আলেমের কাছ থেকে শিখতে হয় না।
'জিহাদের' ফজিলত, মুজাহিদের কাছ থেকে শিখতে হয় না।
আর 'জিকিরের' ফজিলত তাসাউফ পন্থিদের কাছ থেকে শিখতে হয় না।
কারন প্রত্যেকে, যে যেই লাইনে আছে, সেটাকে সবচেয়ে উচু করে বর্ননা করে :-P