Post# 1449205365

4-Dec-2015 11:02 am


৭২:
লিখিত কোনো আইন ছিলো না ছেলেরা চুল বড় রাখতে পারবে না। তবে কোটেশন: "কিন্তু ওই সময় সারা দেশে রক্ষী বাহিনী লেলিয়ে দেওয়া হয়েছিল সেই সকল যুবকদের পেছনে যাদের চুল বড় ছিল, কাউকে ধরতে পারলে প্রকাশ্যে বুট জুতা দিয়ে পাড়ানো হত। ওই সময় আমার আব্বার চুল বড় ছিল। রক্ষী বাহিনীর অত্যাচার থেকে রক্ষা করতে তাকে গলা পানিতে নামিয়ে ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছিলেন আমাদের স্বজনরা।"

৮২:
এরশাদ ক্ষমতায় আসার পর। লিখিত কোনো আইন ছিলো না যে স্বামির পেছনে স্ত্রী মটর সাইকেলে বসতে পারবে না। কিন্তু মটরসাইকেলের পেছনে যে কোনো মহিলাকে বসিয়ে নিয়ে যেতে থাকলে সেনা সদস্যরা তাদের আটকিয়ে প্রাকাশ্যে কান ধরে উঠা বসা করানো হতো, সামরিক পানিশমেন্টের মত কাদা পানিতে দুজনকেই কয়েক ঘন্টা দাড় করিয়ে রাখা হতো, অথবা রাস্তায় সবার সামনে পিটানো হতো।

২০১৫:
কোটেসন: "ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করার জন্য তিনজনকে ধরা হয়েছে। র‍্যাব আবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এ কথা। কিন্তু কেউ বলতে পারবে না, ফেসবুক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে কোনো লিখিত আদেশ জারি করেছে। কোথাও এমন নোটিশও নাই যে ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করলে কী শাস্তি হবে।"

4-Dec-2015 11:02 am

Published
4-Dec-2015