Post# 1449823488

11-Dec-2015 2:44 pm


সুরা কাহাফ এ "মাশাল্লাহ" আর "ইনশল্লাহ" এর উল্লেখ

ইনশাল্লাহ:
ভবিষ্যতে এটা করবো বলার সময় বলতে হয় ইশাল্লাহ। সুরা কাহফে আল্লাহ তায়ালা রাসুলুল্লাহ ﷺ কে বলেছেন "আমি কালকে এটা করবো" এরকম বলবেন না। বরং এর সাথে বলেন "ইনশল্লাহ", মানে, "যদি আল্লাহ চান"।

বলতে ভুলে গেলে বলেন عَسَى أَن يَهْدِيَنِ رَبِّي لِأَقْرَبَ مِنْ هَذَا رَشَدًا

আসা আই ইয়াহদিয়ানি রাব্বি লি আকরাবা মিন হাদা রাশাদা।

মানে, "আশা করি আমার রব আমাকে আরো কাছের কোনো রাস্তা দেখাবেন।"

মাশাল্লাহ:

মানে আল্লাহ তায়ালা যা চান। এক লোক তার নিজের বাগানের ফুল ফল দেখে আহংকারী হয়ে উঠে তার গরিব বন্ধুর উপর। তখন তার বন্ধু তাকে বলে তুমি কেন বললে না مَا شَاء اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ ?

মাশাআল্লাহ, লা কুয়াতা ইল্লা বিল্লাহ।

অর্থ: মাশাল্লাহ [আল্লাহ তায়ালা যা চান]। আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই।

এর পর এই কথা না বলা আর অহংকার করার জন্য আল্লাহ তায়ালা তার বাগান ধ্বংশ করে দেন এক রাতের মাঝে।

আল্লাহ তায়ালা আমাদের এর উপর আমল করার তৌফিক দিন।

11-Dec-2015 2:44 pm

Published
11-Dec-2015