Post# 1449661873

9-Dec-2015 5:51 pm


মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ:

কিছু জিনিষ আছে যেগুলো কোনো ওয়াজে খুতবায় বা কোনো আলেমের বর্ননায় কখনো শুনি নি। এগুলো বই পড়ে জানতে হয়েছে। এর মাঝে একটা হলো মুসলিম হয়ে অন্য মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের নিষেধাজ্ঞা, বা যুদ্ধে অন্য মুসলিমদের হত্যার পাপের বর্ননা। এবং মুসলিমে মুসলিমে যদি যুদ্ধ লেগেই যায় তবে সর্বাবস্থায় নিজেকে তা থেকে বিরত রাখার বর্ননা।

আমার ধারনা ইসলামি দলগুলো এগুলো নিয়ে আলোচনা করে না কারন একটা মুসলিম প্রধান দেশের সবগুলো দল একে অন্যের বিরুদ্ধে কিছু না কিছু মাত্রায় একটিভ থাকে। তাই এই বর্ননাগুলোকে তারা তাদের মূল শিক্ষার সাথে কিছুটা হলেও সাংঘর্ষিক মনে করে।

That being said. হাদিসের শুধু দুই জায়গায় পেয়েছি যেখানে মুসলিম দাবিদারদের বিরুদ্ধে যুদ্ধের অনুমতি আছে।

১। প্রথম যুগের খাওয়ারিজদের বিরুদ্ধে।
২। শেষ যুগে সুফিয়ানীর বিরুদ্ধে।

খাওয়ারিজদের ব্যপারে বলা আছে তারা ইসলাম থেকে তীরের বেগে বের হয়ে যাবে।

সুফিয়ানীর ব্যপারে বলা আছে: তারা কেমন মুসলিম যারা নামাজ পড়ে না, আবার মদও খায়?

9-Dec-2015 5:51 pm

Published
9-Dec-2015