"ইসলাম কোনো ধর্ম নয়, পরিপূর্ন জীবন ব্যবস্থা":
এই শ্লোগানটা আমার মাঝে কোনো চেতনা উজ্জিবীত করে না। সরি।
এটা দিয়ে বক্তা কি বুঝাচ্ছে সেটাও আমার কাছে ক্লিয়ার না।
লক্ষনীয়:
- আরবীতে ইসলামকে একটা "দ্বীন" বলা হয়েছে। এবং দ্বীন মানে ধর্ম। এই অর্থের উপর এর পর টুইস্ট খেলার প্রয়োজনটা কি সেটা আমার বুঝে আসে না।
আমি সব সময় ধরে নেই এই শ্লোগানটা যারা বলে তারা এর পর আরো কিছু একটা বলতে চায়। কিন্তু সরাসরি বলতে পারে না। তাই এই শ্লোগানটা দিয়ে একটা গ্রাউন্ড তৈরি করে।
কিন্তু তারা কথাটা কোন দিকে নিতে চায় সেটা আমার কাছে ক্লিয়ার না।
শ্লোগানটা এত গুরুত্বপূর্ন হলে কথাটা কোরআন বা হাদিসে সরাসরি আসতো। কিন্তু কথাটা আমি আরবীতে কোথাও পাই নি।
- Comments:
- C wins all in this video, in the end.