Post# 1451320338

28-Dec-2015 10:32 pm


দেশে হিন্দু/বুদ্ধুর পার্সেন্ট:

এ ব্যপারে পপুলার মত হলো দেশে ৮% অমুসলিম।

ভোটার রেজিস্ট্রেশনের সময় "ধর্ম" একটা ফিল্ড আছে। ডাটাটা কালেক্ট করা হয় কিন্তু কার্ডে লিখা হয় না। কিন্তু ফিল্ডে যেহেতু আছে তাই ডাটাবেসে এন্ট্রি করা হয় এবং সেভ হয়ে থাকে।

২০০৮ এ এই ডাটাবেসে যখন আমি কাজ করছিলাম তখন একটা সার্চ দিলাম, দেখিতো বাংলাদেশে হিন্দু/বুদ্ধুদের সংখ্যা কত? ধারনা করেছিলাম ৮% এর কম হবে।

২ মিনিট লাগলো কোয়ারিটা ডাটাবেসে চলতে। রেজাল্ট আসলো। হিন্দু ১৫%, বুদ্ধ/খৃস্টান মিলে অমুসলিম ১৮%।

বিশ্বাস করতে পারলাম না। আরো দুই বার চালালাম। একই রেজাল্ট।

    Comments:
  • হুম। আল্লাহ তায়ালা কিছু ঘটাতে চাইলে যখন ঘটাতে চাইবেন তখনই ঘটাবেন।

    Lets watch.

28-Dec-2015 10:32 pm

Published
28-Dec-2015