Post# 1449643443

9-Dec-2015 12:44 pm


জামাতে ইসলামির এফিলিয়েটেড একটা আনুষ্ঠান দেখছিলাম ইউটুবে। দেশপ্রেম, দেশকে ভালোবাসা আর দেশের গানে ভরপুর। এর পক্ষে কোরআন হাদিসের প্রমান আর শিক্ষা। "দেশ প্রেম ঈমানের অংশ"।

কেন? জানিনা। হয়তো, নিন্দুকের সমালোচনা থেকে বাচতে।

আমাদের আব্দুননূর তুষার ৮০ দিকে শুভেচ্ছা নামে একটা ম্যগাজিন অনুষ্ঠান করতেন বিটিভিতে। তখন উনাকে আমাদের প্রগতিশীলরা সম্পর্কিত করতেন রাজাকারদের সাথে। কারনটা জানি না, সম্ভবত উনার বাপ বা অন্যকারো কারনে। উন্মাদ পত্রিকায় তখন উনার রাজাকার এফিলিয়েশন নিয়ে মশকরাও করা হতো।

এই আব্দুননূর তুষার ২০১০ এ এসে হয়ে উঠেছেনে শাহবাগীের চেয়ে বড় শাহবাগী। তাদের পক্ষে সবচেয়ে বড় যুক্তিবাদী। মুখপাত্র।

কেন? জানিনা। হয়তো, নিন্দুকের সমালোচনা থেকে বাচতে।

আমাদের হায়দার হোসেনেও তার "৩০ বছর" গানের বিতর্কের পর ঐ শাহবাগীদের পক্ষ নিলো।

কেন? হয়তো, হয়তো উনি সত্যি সত্যি মনে প্রানে শাহবাগী। নাকি সমালোচনার কোনো রোল ছিলো এখানে?

হিন্দুরা যখন গরুর গোস্ত খায় তখন মুসলিমদে থেকেও বেশি খায় বলে শ্রুতি আছে।

আমাদের দাউদ হায়দার জার্মানিতে গিয়েও নাকি খৃষ্টানদের থেকে বেশি শুকেরের গোস্ত খেতেন।
________
Stick with your believe, And what you think is right. Let not the criticism of criticizers sway you from your path.

মানুষকে খুশি করা আমার উদ্যেশ্য হলে আমি আল্লাহকে হারাবো।

9-Dec-2015 12:44 pm

Published
9-Dec-2015