Post# 1449824125

11-Dec-2015 2:55 pm


ক্রিকেটার শাহাদাতের কাজের মেয়ের পিটানোর খবর ফলো করছিলাম কিছু মাস ধরে। সে বলছিলো সে এব্যপারে কিছু জানে না, তার বৌ পিটিয়েছে।

কিছুদিন আগে তার বৌ জামিন পায়, এখন শাহাদাতও জামিন পেয়ে মুক্ত। পলিটিক্যেল বিচারগুলোর কথা ছেড়ে দিলাম। এর পরও জুলুমের বিচার এখন রাস্তায় গাড়ির টায়ারের নিচে। তবে মজলুম যদি হিন্দু হয়, তবে ভিন্ন কথা। সিএনএন এর উপর এখন প্রতিবেদন করেছে।

সব অপরাধের বিচার দুনিয়াতে হয় না। কিছু জমা থাকে।

আমার রবের উপর আমি সন্তুস্ট।

11-Dec-2015 2:55 pm

Published
11-Dec-2015