Post# 1449993344

13-Dec-2015 1:55 pm


"আসাবিয়াহ" ও "গনতন্ত্র কুফর"

এসব ব্যপারে ইসলামিস্টরা যে ব্যখ্যা দেয় সে ব্যখ্যা যদি আমি মেনে নেই, তবে শেষে কংক্লুশন দাড়ায়: দেশের সরকার, সরকারী কর্মচারী, নির্বাচন প্রার্থী, দেশের সব ভোটার এবং যারা এই দেশের সংবিধান মেনে এদেশে আছে তারা সবাই কাফের এবং তাদের হত্যা করা জায়েজ।

যার মাঝে দেশের ৯৯% মুসলিম পড়ে যায়। এ কারনে এই ব্যখ্যা আমি গ্রহন করি না।

এটা আমার বানানো কথা না। কিছু দলের শিক্ষা থেকে এটা জেনেছি। পাকিস্তানের টিটিপি এর এক কর্মির সাক্ষাৎকার আছে নেটে সার্চ করে এটা দেখতে পারেন।

তবে যুক্তিগুলো যদি সঠিক হয় তবে মেনে নিতে অসুবিধা কি?
অসুবিধা হলো হাদিসে বর্নিত "খাওয়ারিজ" হবার আশংকা।

কিছু পাপ নিয়ে আমি আল্লাহর সামনে দাড়াতে রাজি, শুধু মাত্র নিজেকে খাওয়ারিজদের দলে না দেখার নিশ্চয়তার জন্য।

সে পাপ যদি হয় এই দুটোর ব্যপারে ইসলামিস্টদের ব্যখ্যাকে না মেনে নেবার পাপ, তবে আমি তাতেও রাজি।

আল্লাহ তায়ালা ক্ষমাশিল।

13-Dec-2015 1:55 pm

Published
13-Dec-2015