নফিসা কবির (বড়দি) পরিষদের দাবিদাওয়াগুলো বলতেই বঙ্গবন্ধু বলে উঠলেন --- অনেকে ত দালালী করে মরেছে।
সঙ্গে সঙ্গে বড়দি একটু উত্তেজিত হয়ে বলল --- আপনি ত কাউকেই হারাননি, আমাদের দুঃখটা আপনাকে বুঝাতে পারবো না।
-- Quote from "মুক্তিযুদ্ধের আগে ও পরে", পান্না কায়সার।
- Comments:
- ঐ সোর্স থেকে আর বেশি কিছু জানা যাবে না। আমার মনে কথাগুলো গেথে আছে একারনে যে আমি বিষয়গুলোকে অন্য দৃস্টতে দেখতাম। ২৫ বছর ধরে বহন করে আছি।
তবে বর্ননা যেহেতু এই দেশ পর্যন্ত পৌছেছে, তাই হিন্দুস্তানের পুরানো দায়ীদের কেউ কেউ শুনেছে অবশ্যই। তাদের কারো বর্ননায় যদি জানা যায় তবে হলো।
ঐ সময়ে আহমেদ লাট সাহেব কিন্তু বড় কোনো মুরুবব্বি ছিলেন না। তারা পরও উনার নাম আসাটা অন্যদের কাছে কিছু ব্যতিক্রম লেগেছিলো। এখন পরিস্থিতি ভিন্ন।