Post# 1449047521

2-Dec-2015 3:12 pm


হাকিম ইবনে হাজাম রা: বলেন: এক ব্যক্তি রাসুলুল্লাহ ﷺ এর কাছে জিজাসা করলেন উত্তম সদকা কি? উনি বললেন "কাশেহ" আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা।

- মেশকাত
"কাশেহ" হলো ঐ লোক, যার মনে অন্য কারো প্রতি ঘৃনা আছে।

রাসুলুল্লাহ ﷺ বলেছেন: যে চায় কেয়ামতের দিন উচু উড়ু দালন এবং উচু মর্যাদা লাভ করবে তার উচিৎ তার প্রতি জুলুমকারীদের ক্ষমা করা, তাকে বঞ্চিত কারীদের উপর অনুগ্রহ করা, তার সাথে সম্পর্ক ছিন্নকারীদের সাথে সম্পর্ক স্থাপন করা।

- দোররে মনসুর।

____
সুত্র: ফাজায়েলে সাদাকাহ

    Comments:
  • "সমস্ত লোভনীয় খাওয়া বক্সে ভরে" <-- ভালো আইডিয়া। সামনের মঙ্গলবার এটা প্রয়োগ করার সুযোগ আছে।

    আশা করি আপনার খালা ছাড়াও ভালো মানুষ দু একজন আরো আছে :-P

2-Dec-2015 3:12 pm

Published
2-Dec-2015