Post# 1450959125

24-Dec-2015 6:12 pm


Arabic Notes - 2

৩। "জের জবর পেশ" এই নাম গুলো মূলতঃ উর্দু নাম। আরবীতে এই চিহ্নগুলোকে বলে:

উচ্চারন "আ", উর্দুতে "জবর", আরবীতে "ফাতহা"
উচ্চারন "ই", উর্দুতে "জের", আরবীতে "কাসরা"
উচ্চারন "উ", উর্দুতে "পেশ", আরবীতে "দাম্মা"

৪। এগুলো যখন দুটো করে হয় তখন "দুই-পেশ, দুই-জবর"। আরবিতে নাম দেয়া হয় শেষে "-তাইন" যোগ করে। যেমন "দাম্মাতাইন", "ফাতহাতাইন", "কাসরাতাইন" এরকম। আরবীতে "-তাইন" মানে হল "ডাবল" double.

আমি এর পর ফাতহা, কাসরা নামগুলো ব্যবহার করবো ইনশাল্লাহ। নিজেরও চর্চা হবে।

    Comments:

24-Dec-2015 6:12 pm

Published
24-Dec-2015